Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সেরু পাগলা গুরুজী

১০ বছর আগে লিখেছেন

আমি একজন মৌলবাদী। সকলকে সালাম জানিয়ে শুরু করলাম, এই ব্লগে পথ চলা।

সকলকে সালাম জানিয়ে শুরু করছি।

 

এই ব্লগে আমি নতুন। তাই আমার লেখায় ও ভাষায় কোন ভুল হলে সহ-ব্রগার হিসাবে উপদেশের মাধ্যমে সংশোধন করে নিবেন।

 

আমি মূলতঃ ধর্ম নিয়ে লেখা লেখি করি। আমার ধর্ম বিষয় হলো মৌলবাদ। তার মানে আমি মৌলবাদী ধার্মীক। তাই আমি যাহা লিখবো তাহাই হবে মৌলবাদী বিষয়ক। মূল কথা-আমি বিশ্বে মৌলবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই লেখা লেখি করে থাকি। যদি আপনারা মনে করেন যে- এই ব্লগে মৌলবাদী বিষয় সমুহ লেখা যাবে না। তাহলে আমি লিখবো না। তবে এই ব্লগের কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে- আমার লেখার মৌলবাদী বিষয়ের প্রতি অবগত হওয়ার পরে সিদ্ধান্ত নিবেন।

 

তার মানে, আমি যাহা বলতে চাচ্ছি তাহা হলো- আমি যাহাকে মৌলবাদী বুঝি আপনারা কি তাহাকেই মৌলবাদী বুঝেন? নাকি অন্য কিছুকে আপনারা মৌলবাদীি ভাবছেন। সে বিষয়টি আপনাদের জানা দরকার। আমি আশা করবো যে- আপনারা যেন আমার কাছ থেকে মৌলবাদের বিষয়ে সঠিক ধারণ, অর্থাৎ আমি কাহাকে মৌলবাদ মনে করি সে বিষয় জানার পরে আমার লেখার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

 

সত্য সহায়। গুরুজী।

 

----------------------------------------------------------------------------

যাহারা জানে ও মানে যে- আল্লাহ দেহধারী, তার আকার ও আয়তন আছে তাকে দেখা যায এবং সে জীবের কল্যাণ ও অ-কল্যাণের ক্ষমতা রাখে, তাহারাই আস্তিক।

যাহারা মনে করে যে- আল্লাহ আছে কিন্তু  সে নিরাকার। তাকে দেখা যায় না। কিন্তু সে জীবের কল্যাণ ও অ-কল্যাণ করার ক্ষমতা রাখে, তাহারাই নাস্তিক।

 

আর যাহারা মনে করে যে আল্লাহ বলতে কিছেই নাই, তাহারা ভন্ড

 

সেরু পাগলার বাণী।।

 

Likes ২০ Comments
০ Share