Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

স্বপ্নের ফেরিওয়ালা

১০ বছর আগে লিখেছেন

যুগলবন্দী এপিটাফ

কোন এক বিকেলে বটবৃক্ষের ছায়ায়
নতুন পল্লব লহরীতে সবুজের হাতছানি
সেদিন বসন্ত এসেছিল হাঁটি হাঁটি পায়ে
লাজুকতা নকশীকাঁথায় আবরণে ঢাকা
নিটোল দু হাতে একমুঠো কাঁচের চুড়ি
খয়েরি ফ্রেমে বাধা মায়াবী চোখ
চঞ্চলতা আর প্রাণবন্ত হাসির ঝিলিক।

চেনা-অচেনার হাত ধরেই তোমাকে প্রথম দেখা
মনের চৌকাঠে তোমার কুহকীয় পদার্পণ
ঠোঁটে চেপে ধরে রাখি সকল দ্বিধা
হৃদয় কোটায় পুরে রেখেছি প্রণয়ের কথা,
ভাষার ক্যানভাসে তোমায় সাজাব বলে
দিগন্ত ছোঁয়া ফ্রেমে সন্তর্পণে এঁকে যাই
বর্ণালি চিত্রের পট।

বিস্ময়ে তাকিয়ে দেখি তোমার কথা বলা
কোরাসের মত স্পন্দিত শব্দমালা
নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখেছি রূপের লাবণ্য
অতৃপ্ত তৃষ্ণায় তুমি যে এক ফোঁটা জল
ইচ্ছে হচ্ছিল তোমার রূপের নিজেকে রাঙিয়ে ফেলি
মায়াবী চোখের অতলে হারিয়ে ফেলি নিজেকে
হাসিতে ঝরা মুক্তোদানাগুলো কুঁড়িয়ে আনি
তুমি কি আমার না দেখা সেই মৃণ্ময়ী-দেবী?
ইথারে যাকে আমি খুঁজেছি এতোকাল!

বুক পকেটে রেখেছি মুগ্ধতার সাথে কিছু আনন্দের স্বপ্ন
তোমার ভ্রুকুটিভঙ্গ ঝুলে আছে মনের কার্নিশে
আমি সব কিছু করতে পারি তোমার এক চিলতে হাসির জন্য,
অবর্ণনীয় ভালোলাগা ভাষাশৈলীর এপিটাফ সাজিয়েছি
আমি ফিরে যেতে চাই সেই এপিটাফের কাছে
লিখতে চাই আমাদের যুগলবন্দী পথচলা।
continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - আলভিনা চৌধুরী

    নতুন লেখা এই জীবনে আর লেখবেন ?? :P 

    - অনিন্দ্য অন্তর অপু

    সেইরাম 

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর হইছে

    Load more comments...

স্বপ্নের ফেরিওয়ালা

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র ব্লগের জন্য শুভকামনা রইল।

Likes Comments