Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সাকলাইন সজিব

৯ বছর আগে লিখেছেন

ছোট গল্প

                                          নাফিস দাঁড়ায় নীলার ছায়ায় 
প্রচণ্ড গরমে নাফিস কানে হেড ফোন দিয়ে বাসে বসে আছে । বাস ছাড়ার কোন নাম নেই । তারপরও ওর কেন জানি অজানা আবেশে মন জুড়িয়ে যাচ্ছে । এখনও বাসটা পুরোপুরি ভরে নি । যদিও ওর পাশের ছিটে একজন মাঝ বয়সী লোক বসে আছে তারপরও কেন জানি মনে হচ্ছে আশে পাঁশে যদি কোন সুন্দরি মেয়ে এসে বসে তাহলে ভ্রমনের ক্লান্তি টা হয়তো অনেক খানি লাঘব হবে । কিছুক্ষণ পর একজন মাঝ বয়সী লোকের সাথে ছিপ ছিপে গড়নের বেশ সুন্দরী একটা মেয়ে এসে নাফিসের বাঁ পাশের সারির সিটে বসে পরল । বাস ছেড়ে দেয়ার পর এই প্রথম বার মেয়েটার সাথে নাফিসের চোখা চোখি হলো । উভয়েই যেন খানিকটা লজ্জা পেল । নাফিসের গন্তব্য রংপুর থেকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ গেট । ও এম বি বি এস ২য় বর্ষের ছাত্র । জামালপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে ওর বাড়ি । নৌকায় আসতে ভয় পায় বলে ওকে বাসে করে রংপুর হয়ে বগুড়া আসতে হয় । এই ভাবে আরও কয়েকবার বাসে মেয়েটার সাথে ওর চোখা চোখি হলো কিন্তু কথা বলার মত কোন উপায় ছিল না । ওর মাথায় একটা দারুন বুদ্ধি খেলা করল । পকেট থেকে মোবাইলটা বের করে কথা বলার ভান করে মোবাইলটা কানে ধরল ; হ্যালো , রাহুল , আমার নতুন নাম্বারটা নি তো । জোরে জোরে মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে নাম্বার বলতে থাকল । ও যা ভেবেছিলো তাই হলো । মেয়েটা ও নাম্বারটা মোবাইলে উঠিয়ে নিলো । নাফিস ওর গন্তব্যে এসে নেমে পরল । রাতে এনাটমির বইটা... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    ভাইয়া ভালো লিখেছেন। 

সাকলাইন সজিব

১০ বছর আগে লিখেছেন

~মহা-কারিগর ~সজিব-সরকার চৌরাস্তার মোড়ের গাছটা কি? বয়সের ভরে নুইয়ে পরেছে । নাকি তোমার অবদান স্মরিয়া শির করেছে নত ? নিখুঁত কারুকার্যের সফল কারিগর তুমি বর্ণিল সৃষ্টিতে উদ্ধত । যুগে যুগে তোমার প্রেরিত দূত এসেছে, ব্যাখ্যা করেছে তোমার অস্তিত্ব । তোমার সাজানো বসুধা বাগানে পাঠিয়েছ করে ফুল আজব মনের কারিগর তুমি সৃষ্টিতে নির্ভুল । চালকের আসনে বসিয়া তুমি নাড়াও কলকাঠি কভু যেন মনের খেয়ালে আমি ভুলে না পরি । তোমাকে যাই বলি না কেন? স্রষ্টা বা কারিগর তোমার প্রেমে মত্ত হয়ে ছাড়িয়া বাড়ি ঘর । মাটির তৈরি খোলশে বুলিয়েছ মমতার পরশ আলো,বুদ্ধি, জীবন দিয়ে সৃষ্টিতে করিয়া সরশ । তৈরিতে তোমার নেই ত্রুটি নেই কোন বিচ্যুতি তোমার চাওয়া জগত জুড়িয়া বন্দনা আর স্তুতি । খেলছ তুমি আপন মনে প্রেম-পিরিতের খেলা ভুবন মাঝে ভাসাইয়াছ নানা রঙের ভেলা । তুমি আল্লাহ, তুমি ঈশ্বর , তুমি ভগবান যে যেভাবে ডাকুক না কেন , সবিই তোমার গুণগান । আসমান,পাহাড়,জমিন,চন্দ্র ,সূর্য সবই তোমার সৃষ্টি প্রকৃতির প্রয়োজনে,আকাশের কান্না হয়ে ঝরাও তুমি বৃষ্টি । অবাক চোখে তাকিয়ে থাকি,দেখি তোমার প্রেম নগর কারুকার্যের স্রষ্টা তুমি মহা-কারিগর ।

Likes Comments