Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মিসির আলি

১০ বছর আগে লিখেছেন

প্রিয় টাইগারস, হতাশ করিস না।

আফগানিস্তান ক্রিকেট টিমের জন্যে একটু মায়াই লাগছে। এত্ত চমৎকার সব প্লেয়ার যাদের মধ্যে রয়েছে ভালো মানের ৫/৬ জন অলরাউন্ডার, গুড পেস এ্যাটাক যেখানে সাপুর জাদরান ১৪০কিঃমিঃ++ তে অগ্নি ঝরাতে প্রস্তুত ,রয়েছে হার্ড হিটারের ছড়াছড়ি আর বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি। সব মিলিয়ে অসাধারন একটি দল আর টিম কম্বিনেশন টাও দারুন। নিজেদের দিনে এরা যে কোন দেশকে পরাজয়ের গ্লানিতে ডোবাতে পারে। এরা মূল পর্বে খেলতে পারলে যে কোন বড় টিমের দুঃস্বপ্ন হতে পারে।
কিন্তু তাদের পক্ষে এর কিছুই করা সম্ভবপর হচ্ছেনা । কারন তাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে হচ্ছে যেখানে তাদের প্রতিপক্ষ অদম্য টাইগারেরা । যারা মুখিয়ে আছে জয়ের নেশায় , উন্মাত্ত হয়ে আছে রক্তপিপাসায়, প্রতিশোধের স্পৃহায় যাদের হৃদকম্পন শোনা যাচ্ছে । বাঘের হুঙ্কারে সবাই যেখানে ভীত সেখানে আফগানিস্তানের কি দশা বুঝুন।হবেই বা না কেন? যে দলে বিশ্বসেরা ওলরাউন্ডার, দুর্দান্ত ওপেনারের সমন্বয় , বিশ্বের অন্যতম সেরা মিডল অর্ডার, সর্বদা ক্যাপ্টেনের ব্যাটের হাসিমুখ, বিশ্বমানের স্পিন এ্যাটাক ও হ্যাট্রিক করা ভয় ধরানো পেসারেরা গর্জন করছে প্রতিপক্ষের উদ্দেশ্যে।
অনেক বেশি বলে ফেললাম নাকি??? আমার তো মনে হচ্ছেনা।
বলব'ই বা না কেন, বারবার নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছি আর হতে চাইনা । রাগে,ক্রোধে ক্ষুদ্ধ্ব বাঘ তাই জয়ের জন্য মরীয়া । আর তাই, এই ক্ষ্যাপা বাঘের সামনে যে পড়বে তারই অবস্থাই হবে ভয়াবহ ।
জয় আমাদের হবেই। অনেক আশা করে আছি জয়ের জন্য। পুরো দেশ আজ তকিয়ে আছে ।
প্রিয় টাইগারস, আশায় বুক বেধে আছি বিজয়ের পতাকা নিয়ে মিছিল করার।
হতাশ করিস না।
continue reading
Likes Comments
০ Shares

মিসির আলি

১০ বছর আগে লিখেছেন

মারো 'মা' আরও মারো

প্রিয় ব্লগারগণ, ব্লগ লেখার চেষ্টা করছি। যাই হোক, এটি আমার প্রথম পোস্ট। নিজের সম্পর্কে কিছু লিখতে গেলেই আমি নিম্নোলিখিত ঘটনাটিই লিখে ফেলি বার বার। লেখাটি আম্মুর সাথে আমার ভীষন প্রিয় অনুভূতির একটা। অনেক ভূমিকা নিয়ে ফেললাম।

' মা ' এক অক্ষরে পৃথিবীর সবচেয়ে বেশী ভালবাসার নাম।মায়ের আদরেরর পাশাপাশি তার বকুনিও ভালবাসার কাতারেই পড়ে।
তাই মায়ের সাথে সকল স্মৃতিই ভালোলাগার আর মজার। এমন একটি মজার ঘটনা শেয়ার করছি।
.।
.।
.।
হ্যা, আমার একটা চরম অভিজ্ঞতা আছে।। ছোটকালে কোন এক শুক্রবার বিটিভিতে একটি মুভিতে ইলিয়াস কাঞ্ছন তার মায়ে'র কাছ থেকে থাপ্পড় খাওয়ার পর মাকে বলেছিল "মারো মা আরো মারো" এই কথা শুনে ইলিয়াস কাঞ্ছনের মা তাকে না মেরে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন।ঠিক একদিন আমার আম্মু আমাকে কোন এক ব্যাপারে (পড়ালেখা বিষয়ক নিশ্চয়ই) সামান্য চড় দিলেন। তারপর আমার মনে পড়ে গেল ইলিয়াস কাঞ্চনের সেই বিখ্যাত ডায়ালগ । তাই আম্মুকে বললাম "মারো আম্মু আরো মারো "। কিন্তু তখনি বুঝতে পারলাম বাংলা মুভি এবং বাস্তব জীবনের বৈসাদৃশ্য'টা।আমার আম্মু ইলিয়াস কাঞ্ছনের মায়ের মত করেননি। আগের চেয়ে বরং জোরেই চড় দিলেন এবার।
হা হা হা।কথা'টা মনে পড়লে এখনো হাসি পায়।
ভালোবাসি ' মা ' তোমায়।
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - মোঃসরোয়ার জাহান

    আর সর্বশেষ একটা শুভসংবাদ দেই আমাদের ছেলেরা পারেনিতো কি হয়েছে আমাদের বাংলাদেশী বোনেরা আজকে পাকিস্তান মহিলা টিম কে হারিয়েছে।...................valo laglo

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      দ্বিতীয় ওয়ানডে তেও আমাদের মেয়েরা জয়ী।

    - তৌফিক মাসুদ

    আমার কেন যেন মনে হচ্ছে দলে কিছু বিভ্রাট আছে। মুশফিক নিজের মত দল চাইছিলেন। জিয়া তাঁর পছন্দের নয়। তাঁকে দিয়ে একটি ওভার করানো যেতে পারত। সে নিজেকে প্রমাণের চেষ্টাই করছিল। 

     

     ধন্যবাদ 

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      মাসুদ ভাই জিয়াতো স্লো মিডিয়াম পেসার, আমার মনে হয় জিয়ার বলে আরো বেশী মার খেতো। তবে শেষ দিকে রাজ্জাকের এক ওভার এ দুটি ছয় ম্যাচের টানিং পয়েন্ট।

      আর সবচেয়ে বড় কথা হল কপাল। পুরা টুর্নামেন্ট এ আমরা একবার আশা জাগিয়ে আবার আশা ভঙ্গ করেছি।

    - চারু মান্নান

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      চারু ভাই এতো ভালো খেলে একবারো জিততে পারলাম না। সত্যি শনির দশা।

    Load more comments...