Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Milan Banik

১০ বছর আগে লিখেছেন

আত্মসমর্পণ

আত্মসমর্পন
       মিলন বনিক

প্রতিদিন সবুজের স্বপ্ন ডানায় ভর করে
রঙ্গিন সুতোয় ভালোবাসার স্বপ্ন বুনি।
অভাবের তাড়নায় প্রিয়তমার পাংশু মুখ দেখেও
আমার কখনও মনে হয়নি,
বনানী, ধানমন্ডি কিংবা গুলশানের সুরম্য এপার্টমেন্টের কথা,  
যেখানে নিয়ত স্বর্গ সুখের স্বপ্ন বিলাস।
ভেবেছিলাম সবুজ জমিনে গাঢ় লাল পাড়ের শাড়ীতে
তোমায় বেশ মানাবে।
লাল ফিতার সাথে যদি খোঁপায় গুঁজে দেয় দু’টো রক্ত জবা,
তবে তো কথা-ই নেয়।
নিদ্দিষ্ট কোন কাঁচের ফ্রেমে নয়,
নদীর জলে খুঁজে নেব তোমার সুন্দরের সংজ্ঞা।
বিএম ডব্লিউ কিংবা মার্সিডিজে নয়, তুমি আসবে
আলতা পায়ে বর্ষার কাদা জল মাড়িয়ে
নদীপারের সেই পুরানো বটগাছের নীচে,
বসে কাটাবো অখন্ড অবসর, অলস দুপুর, দীর্ঘ সময়।
সযতেœ গুছিয়ে দেবো বর্ষার মাতাল হাওয়ায়
উড়তে থাকা এলোমেলো চুলগুলো।
তোমার ভালো লাগবে ভেবে,
উচ্চাবিলাসী কোন স্বপ্ন দেখা হয়নি।
পড়ন্ত বিকেলে গাছ পাকা আমের সাথে
কাঁচা লংকা আর লেবু পাতা মিশিয়ে,
মধুমাসের ফল খাওয়ার স্বপ্ন নিয়ে
স্যান্ডউইচ কিংবা ফ্্রাইড চিকেন খাওয়া হয়নি।
রাত জেগে লোডশেডিং-এর যন্ত্রনায়
হাঁস ফাঁস করার কোন উৎকন্ঠাও ছিল না।
সবুজের আঙ্গিনায় হাস্নাহেনা, শিউলী কিংবা কাঁঠালি চাঁপার
গন্ধ মাখা সাদা জল জোস্নায় দাঁড়িয়ে
মধ্যরাতে দেখতাম অনন্ত অম্বর।
শ্বাপদ পৃথিবীর সুখী মানুষের তালিকায়
আমরা উঠে আসতাম এক নম্বরে।
অতঃপর নীল কষ্টগুলো বিসর্জন দিয়ে
দু’চোখ ভরে দেখতাম রাতের আকাশ,
এখনি হয়তো খসে পড়বে অসংখ্য ধ্রুবতারা।
অবশেষে সবুজের গালিচায়, মেঘ পালকের বালিশে শুয়ে
অনূভবে, উপলব্দিতে হতো আমাদের আত্মসমর্পন।

Likes Comments
০ Share

Comments (9)

  • - হাছান উদ্দিন রোকন

    কি হচ্ছে এইসব কিছুইত বুজতে পারছিনা 

    - সকাল রয়

     সমাধান হোক তবুও ঝগড়া নয়

    - ঘাস ফুল

    রোদেলা আমাকে অন্তত দুটো পোস্টে আক্রমণাত্মক মন্তব্য করেছে। আমি এর কারণ জানতে চাচ্ছি সঞ্চালক মহোদয়ের কাছে। যদি রোদেলা নিজে দেন, তাতেও চলবে। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সঞ্চালক সাহেব এবং রোদেলা।  

    • - কামাল উদ্দিন

      কন কি ভাই ? কোন পোষ্টে বলা যাবে কি ?

    • Load more relies...
    Load more comments...