Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শুঁটকি মাছ

১০ বছর আগে লিখেছেন

গল্পঃ প্রিয়তমা তোমার জন্য ভালোবাসা

ভাবতে অবাক লাগে,একটা সময় যে মানুষটাকে ভালবেসে পৃথিবীটা ফিরিয়ে দিতে পারতাম আজ আমি তাকেই এত ভয়াবহ রকম ঘৃণা করছি! আজকাল ইচ্ছে হয় সুসানকে খুন করে ফেলি। ওকে খুন করার ইচ্ছেটা খেয়ালি চিন্তা না। আমি আসলেই ওকে খুন করতে চাইছি। আমার লাইসেন্স করা পিস্তলটা বাসাতেই আছে। ইচ্ছে করলেই ওকে খুন করা যায়। ওকে খুন করলে না হয় খুব বেশী হলে জেলেই যাব। ওর মত ভন্ডটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জেলে যেতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।
আজ সুসান বাসায় ফেরার সাথে সাথেই ওকে খুন করতে হবে। আরো ঘন্টাখানেক বাকি আছে ওর বাড়ি ফিরতে। 
ড্রয়ার থেকে পিস্তলটা বের করা দরকার। ওয়ারড্রবের কোন ড্রয়ারে যে পিস্তলটা রেখেছিলাম কে তাও খেয়াল নেই। সুসান প্রায়ই বলে পিস্তলটা ব্যাংকের লকারে রেখে আসতে। না রেখে এসে ভালই করেছি। পিস্তলটা হাতের কাছে আছে বলেই হয়তো আজ ওকে খুন করার ইচ্ছাটা হয়তো আরো তীব্র হয়েছে । 
এই ড্রয়ার ঐ ড্রয়ার খুজে চলছি, রাজ্যের জিনিসপত্র দেখছি, অথচ পিস্তলটাই পাচ্ছি না। সুসানের ড্রয়ারে ভেবেছিলাম পিস্তলটা থাকতে পারে। ওখানে পিস্তলটা না পেলেও একটা ডায়েরী পেলাম। ডায়রীটা পড়া দরকার। কিন্তু তার আগে দরকার পিস্তলটা। 
আরো কিছুক্ষণ খোজাখুজির পর পিস্তলটা পাওয়া গেল। এটাকে হাতের কাছেই রাখি। বেশ্যাটা আজ বাড়ি ফেরার সাথে সাথে ওকে গুলি করব। তার আগে ওর ডায়েরীটা পড়ে ফেলি। 
ডায়েরীর ওপরে লেখাঃ তোমাকে নিয়ে।
পৃষ্ঠা ১
এরিক, 
আমার কাছে মাঝে মাঝে মনে হয়- তোমার সাথে দেখা না হলে, কিংবা তোমার ভালবাসা না পেলে আমার জন্ম হওয়াটাই মিথ্যা হয়ে যেত। বিশ্বাস করো, আমার এখন আর কিচ্ছু দরকার নেই। আমার কোনো চাহিদা নাই। আমি কেবল মনে প্রাণে চাই যেন প্রতিদিন সকালে উঠে আমি তোমার মুখটা দেখতে পাই। এরচেয়ে বেশী আর... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - সুখেন্দু বিশ্বাস

    স্বপ্ন ভঙ্গের গাঁথা দারুণ লেগেছে।

     

    শুভেচ্ছা সতত বৈশাখী ঝড়।       

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - মাসুম বাদল

    সারাদিন হেঁটে ক্লান্ত বিধ্বস্ত কিশোরী ঘরে ফিরেই স্বপ্নের ডালা খুলে বসে

    প্রতিদিন কত সভ্য মানুষ! তাকে ছিঁড়ে খায় চোখের ইশারায় তার হিসেব কষে আনমনে।

     

    • - মোকসেদুল ইসলাম

      অফুরন্ত ধন্যবাদ মাসুম ভাই