Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাজী রাকিব

১০ বছর আগে লিখেছেন

একটি অনুগল্প

বৃষ্টিতে ভিজে ভিজে কখনো চা খেয়েছেন?

মাথা নাড়ল ফয়সাল।

আমার খুব ইচ্ছা একদিন চায়ের সাথে বৃষ্টির পানি মিশিয়ে খাবো।একটু পানসে হয়ত লাগবে।

আপনি কি লজ্জা পাচ্ছেন?

আবারো মাথা নাড়ল সে।

আপনি লজ্জা পাচ্ছেন আমি জানি।আপনার হাত কাপছে।

কথাটা শুনে হাতটা গুটিয়ে ফেলল।

দেখেন প্রেম করতে গেলে সাহস লাগে।আমার মনে হয়না আপনার সে সাহস আছে।তাছাড়া প্রেম করার কোনো ইচ্ছা নেই আমার।এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা বন্ধ করেন।

কোনো কথা বলেনি তখন ফয়সাল।

আপনাকে ডেকেছি শুধুমাত্র এই কথাগুলাই বলার জন্য।প্রথম কথাগুলো শুনে আবার ভেবে বসবেন না আমি আপনার প্রেমে পড়ে গেছি।আসি তাহলে।

 

এরপর থেকে আর ফয়সালকে দেখেনাই দীপ্তি।আগে রোজ বারান্দায় গেলেই বিকালে ফয়সালকে দেখতো,নানা কৌশলে যে ফয়সাল দীপ্তিকে দেখতে চাইত সেটা সে বুঝত।

একদিন,খুব বৃষ্টি হচ্ছে।ভার্সিটি ফেরার পথে ফয়সালকে দেখল সে।একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে সে।হাতে এক কাপ চা।

ছাতা হাতে ফয়সালের পাশে এসে দাড়াল দীপ্তি।

-আমার কথা মত ভিজে ভিজে চা খাচ্ছেন দেখি।কোথায় ছিলেন এতদিন?

-একটা হাসি দেয় ফয়সাল।

-আচ্ছা আপনি কি আমার সামনে লজ্জ্বায় কথা বলতে পারেন না নাকি??কথাটা বলেই হাসতে থাকল।

হঠাৎ করে চায়ের দোকানের ভেতর থেকে একটা ডাক পড়ল--এই যে আপু,ফয়সাল কথা বলতে পারেনা।প্রেম করতে গেলে সাহস লাগে,সেই সাহস তার আছে কিন্তু বলার ক্ষমতা নাই।

Likes Comments
০ Share

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    গতকাল রাতে বৃষ্টিতে ভিজে বাসায় গেলাম। প্রথম ভালো লাগচিল। পরে শীত। সবমিলিয়ে ভালই গেছে।

    কবিতার মতই।

    • - রোদেলা

      আমিও খুব ভিজেছি বহুদিন পর।শুভেচ্ছা

    - আলমগীর সরকার লিটন

     

    • - রোদেলা

    - রোদের ছায়া

    বোদলে=বদলে

    কবিতায় কবির সমাজ সচেতনতার সাথে কবি মনের অতৃপ্তি বেশ সাবলীল ভাবেই ফুটে উঠেছে । ভালো লাগা রইলো।

    Load more comments...