Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আপন জানালা

১০ বছর আগে লিখেছেন

বক্স অফিস যুদ্ধে অমিতাভ ও রজনীকান্থ

 
 আপন জানালা- বিনোদন
 
অমিতাভ ও রজনীকান্থ ভালো বন্ধু। কিন্তু বলিউড বক্স অফিস যুদ্ধে খুব শীঘ্রই এই দুই জীবন্ত কিংবদন্তী মুখোমুখি হচ্ছেন। এই এপ্রিল এর ১১ তারিখে রজনীকান্থ এর বহুল অপেক্ষিত মুভি “কোছাদাইয়ান” এর শুভ মুক্তি হচ্ছে। একই সাথে অমিতাভ বচ্চন এর “ভূতনাথ রিটার্ন্স” ও মুক্তি পাচ্ছে ঠিক একই দিনে।
এমন ঘটনা এই প্রথম বারের মত নয়, ২০০৯ সালে অমিতাভ এর “ঝুম বারাবার ঝুম” ও রজনীকান্থ এর “শিভাজী দা বস” মুভি দুটো একই দিনে মুক্তি দেয়া হয়েছিলো। বলাই বাহুল্য সেই যুদ্ধে রজনীকান্থ ই জয়ী হয়েছিলেন এবং অপরদিকে “ঝুম বারাবার ঝুম” মুভিটি সুপার ফ্লপ এর তালিকায় অন্যতম অবস্থানে ছিল।
এখন দেখার বিষয় এই যে অতীত ইতিহাসের কি আবার পুনরাবৃত্তি হবে? হ্যাঁ ! তা জানতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বৈকি ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - চারু মান্নান

    বেদনা ক্ষত; প্রলেপ লেপনে বসন্ত ঘ্রাণ
    কবি,,,,,,,

    - মোঃসরোয়ার জাহান

     ভালো লাগলো 

আপন জানালা

১০ বছর আগে লিখেছেন

হরতালে/অবরোধে নারীর নিরাপত্তা

বর্তমানে  হরতালে কর্মজীবি  নারীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপট দেখলে হরতালে পুরুষের চেয়ে নারী ও শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি।  পত্রিকা বা টিভি খুললেই দেখা যায়  হয় নারীরা আহত, নইলে  ককটেল বিস্ফোরণের শিকার না হয় শিশুরা অগ্নিদগ্ধ।
আবার হরতালে চাইলেও কর্মস্হল থেকে ছুটি  পাওয়া যায় নাহ। পেটের  দায়েই হোক আর অফিসার চাপেই হোক নাহ কেন অফিস এ যেতেই হয়।পোশাক-শিল্পের নারী আর কর্মজীবী শিশুরাই পেটের দায়ে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সকালে কর্মস্হলে যাবার  সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। শহরের ভিতর নারীরা তেমন অসুবিধায় নাহ পরলেও বাসে আগুন দেয়া, হটাত করে গায়ে ককটেল ছুড়ে মারা  যেন হরতালের নিত্য-নৈমূক্তিক বাপের হয়ে গেছে।  তাই হরতালে চলা ফেরার সময় কিছু গুরুক্তপুর্ণ বিষয়ে খেয়াল রাখা উচিত।

সকালে বাসা থেকে কর্ম সলে যাবার সময় দূর পাল্লার যানবাহন বেবহার নাহ করে ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে যাওয়া উচিত , এ ক্ষেত্রে অফিস বাসা থেকে বেশি  দুরে হলে বাসে উঠলেও সাবধান থাকা উচিত। কারণ আজকাল বাসেই সবচেয়ে বেসি ককটেল বা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ছোট যানবাহন বলতে টেম্পো জাতীয় বহনে উঠবেন না। টেম্পোতে ও আগুন ধরিয়ে দেয়, ইট -পাটকেল নিক্ষেপ করে। এরকম  কোনো পরিস্থিতিতে পড়লে বেশি ঘাবড়ে না গিয়ে আসে-পাশের কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিবেন।কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলে নিকটবর্তী হাসপাতালে চইত্সার জন্য সাহায্য নিন।
হরতালে নিরাপদে থাকুন এবং সাবধানে চলাফেরা করুন।
http://www.aponjanala.com/hortale-narir-nirapotta/
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - ধ্রুব তারা

    হুম ছবিটি এখনো দেখা হয়নি। শীঘ্রই দেখব।

    • - লুব্ধক রয়

      ধন্যবাদ।

    - রুদ্র আমিন

    জীবনটা কেমন যেন হয়েছে....এই খবরটাও তেমন। তবে থীম গানটি শোনা হয়েছে। ভাল লেগেছে। ক্যারিয়ারের জন্য তাদের এটা কোন ব্যাপার নয়। শেয়ার করা জন্য ধন্যবাদ।

    • - লুব্ধক রয়

      ধন্যবাদ।

    - ঘাস ফুল

     ‘মি. পারফেকশনিস্ট বলে কথা। সব দৃশ্যই তার পারফেক্ট হওয়া চাই। হোক না তা চুমুর। তাতে কি। শেয়ার করার জন্য ধন্যবাদ লুব্ধক। 

    • - লুব্ধক রয়

      জ্বী তাই। ধন্যবাদ।

    Load more comments...

আপন জানালা

১০ বছর আগে লিখেছেন

ছোট বেডরুম ডেকোরেশন

আপন-জানালার আগের পর্বে আমরা দেখেছি ছোট ড্রয়িং রুম সাজানো এ পর্বে আমরা দেখব ছোট বেড রুম সাজানো।
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - ধ্রুব তারা

    শেষটা কেমন যেন মনে হল।

    - সুলতানা সাদিয়া

    সুপ্রিয় লেখক, লেখা পোস্ট দেওয়ার সময় কী শেষ লাইনটা অসম্পূর্ণ এসেছে? অনুগ্রহ করে দেখবেন কী? তাহলে পড়ে তৃপ্তি হত।

    • - রোদেলা

      একটানেই পড়ে ফেল লাম,খুব ভালো লাগলো।

    • Load more relies...
    - রোদেলা

    অসমাপ্ত মনে হলো পলি।লেখাটা ভালোই এগুচ্ছিলো।

    Load more comments...

আপন জানালা

১০ বছর আগে লিখেছেন

শীতে ট্রেনডি ফ্যাশন

ইতিমধেই শীত শীত আমেজ শুরু হয়ে গেছে।রাস্তায় বের হলেই দেখা যায় কমবেশি সবাই শীতের কাপড় গায়ে দিয়ে বার হয়েছে।সকালে ক্লাসে যাবার সময় হোক/ বিকেলে কোচিং থেকে ফিরার সময় গরম কাপড় গায়ে দিতেই হয়।
জিনসের প্যান্ট সাথে এখন লং কুর্তা/ ফতুয়া পরতেই কিশোরীরা বেশী স্বাছন্দবোধ করে। লং কুর্তা/ ফতুয়ার সাথে সোয়েটার পরলে শীত কাটলেও তা ফ্যাশনাবল মনে হয় নাহ।তাই কিশোরীদের জন্য বলছি, কুর্তা/ ফতুয়া সাথে লং কোর্ট/ সোয়েটার পরলে নিজেকে আর আকর্ষণীও লাগবে।এক্ষেত্রে শীতও লাগবে নাহ আবার ফ্যাশনাবলও হবে।
আবার কেউ চাইলে জিনস টি-শার্ট এর সাথে টুপিও ব্যবহার করতে পারে। এটা অনেকটা ট্রেনডি লুক দিবে।
পায়ে ব্যবহার করুন সু,বাজারে হাই-হিল, স্লিপার সব রকমের বিভিন্ন রঙের সু পাওয়া যায়। যা কিশোরীদের আরও আকর্ষণীও করে। কম খরচে বাজারে সহজেই আপনার হাতের নাগালের মধ্যে এসবকিছু পেয়ে যাবেন যা আপনাকে করে তুলবে সুন্দর ও ফ্যাশনাবল।
 
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - গোলাম মোস্তফা

    suvo kamona apanar jonnow .valo legese post 

    kintu dhukhar satha bolta hoy soptahe matro 2din gosol korar somy o shujog paiy 

    valothakun .susto thakun 

    • - নীল সাধু

      কন কি ভ্রাতা!!  

      আমি প্রতিদিন গোসল না করলে ঘুমাতে পারিনা
      যাই গোসল করে আসি।

    - লুৎফুর রহমান পাশা

    শুনলাম আপনি নাকি সপ্তাহে এক দিন গোসল করেন কেমনে কি?

    তা ভাই ছবির মত করেই কি গোসল করতে হবে?

    - ফেরদৌসা রুহি

    শেয়ার করার জন্য ধন্যবাদ

    • - বাংলা নিউজ

      ধন্যবাদ

    Load more comments...