Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Shagor Adnan Ovi

৯ বছর আগে লিখেছেন

আজ আমরা কোথায়?

আজ বিশ্ব জাতি সেই মানুষটিকে বার বার স্মরণ করতেছে, যেই মানুষটি একদিন বলেছিল ""আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম, কিন্তু আমি কিছু ইহুদী বাঁচিয়ে রেখেছি।   কারণ, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে, আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম" হ্যাঁ সেই হিটলার যা বলেছিল আজ আমরা সেগুলো দেখছি আজ কোথায় সেই গেলো হিউমেন-রাইটছ এর নেতারা, যারা মানুষের কল্যাণে কথা বলে আজ ফিলিস্তিনের ওরা কি মানুষ না...?? কে দিবে এই উত্তর? ইসরাইল বলে তারা সেখানেই হামলা করতেছে যেখানে সুধু "হামাসের সন্ত্রাসী গেরিলারা লুকিয়ে আছে" তাদের কাছে আমার প্রস্ন, আজ পর্যন্ত যতগুলো শিশু মারা গেছে তাদের হামলায়, তারা কি সন্ত্রাসী গেরিলা? উইকিফিডিয়া থেকে পেলাম "ইতিহাসে এটাই ব্যাপকভাবে বিশ্বের "সবচেয়ে অবাধ্য দ্বন্দ্ব" হিসাবে উল্লেখ করা হয়েছে"  তবুও কেন বড় বড় দেশের নেতারা চুপ?আমি জানি, আমি নিজে যতই চিল্লাই কারো কিছুই আসে যায়না, তবে একজন মুসলিম হিসেবে খুব কষ্ট হয় ওদের জন্য  আল্লাহ তাদের হেফাজতে রাখুক "আমীন"  (লেখাটা আমার নিজের মতবাদ প্রকাশ করার জন্য নিজেই লিখছি, কপি করার আগে অনুমতি নিবেন) সাগর  continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - শাহ আলম বাদশা

    আপনার সুকর্মটি এখানেও সমানতালে চলছে দেখে খুশি হলাম 

Shagor Adnan Ovi

৯ বছর আগে লিখেছেন

রাসুলুল্লাহ (সা:) ইরশাদ করেন-"সকল কাজ নিয়তের উপর র্নিভরশীল"|(সহীহ বুখারী )

Likes Comments