Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফয়জুল্লাহ সাকি Foyzullah saki

১০ বছর আগে লিখেছেন

লাল আগুনে

ফাগুন এলো গুড়ি গুড়ি
বৃষ্টি নিয়ে সাথে,
পলাশ শিমুল কৃষ্ঞচূড়ার
আগুন কি নিভাতে।
ফাল্গুনেরই লাল আগুনে
হয়তো দমকা হাওয়া,
বসন্তরাজ মিষ্টি হাসুক
তাই বুঝি মূল চাওয়া।
কিংবা নতুন শিমুল পলাশ
কৃষ্ঞচূড়া শাঁখে,
ধুল ঝেরে ফের আনতে ফুলে
সব সজিবতাকে।
আসল খবর জানিয়ে দেয়
ঋতুরাজের কাল এ,
পুরো বাংলাই বিজয় নিশান
সবুজ মাঝে লাল যে।
continue reading
Likes Comments
০ Shares

ফয়জুল্লাহ সাকি Foyzullah saki

১০ বছর আগে লিখেছেন

শোষকের বনবাস

সাবাস তোরে হে বাঙালি
কেমনে সবার মন রাঙালি
বিশ্বে তোর উন্নত শির,
কার বলে তুই করলি সাহস
স্বাদ নিতে মুক্তির।
দেশমাতা আর আপন মাকে
এক প্রেমেতে আগলে রাখে
কার পেয়ে তুই শিক্ষা,
নিজ প্রাণ দিয়েও মায়ের ভাষা
কেন্ চেয়েছিস ভিক্ষা।
সত্যি তোদের সাহস দেখে
বিশ্ববাসি আবার লেখে
নতুনের ইতিহাস,
বুক ভরা বল করবে রচনা
শোষকের বনবাস।
continue reading
Likes Comments
০ Shares

ফয়জুল্লাহ সাকি Foyzullah saki

১০ বছর আগে লিখেছেন

সার্বজনীন একুশ ফয়জুল্লাহ সাকি তেরোশত ঊনষাটের দিন আটই ফাল্গুন, মায়ের ভাষার জন্য ঢালে রাজপথে লাল খুন। প্রাণের চেয়েও দাম যে বেশি মায়ের কোলের বোল, রফিক শফিক তাইতো বাজায় দীপ্ত শ্লোগান ঢোল। অত্যাচারির বিরুদ্ধে তাই সাহসি ঐ মুখ, শির উঁচিয়ে বুলেট গুলো গ্রহণ করে বুক। তাদের ত্যাগে সার্বজনীন দিবস একুশে, বাঙালিরা হুজুক পাগল সবাই বেহুশে।

Likes Comments