Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তৌফিক পিয়াস

১০ বছর আগে লিখেছেন

মিথলজি (গ্রীক)

আমরা সাহিত্য ক্ষেত্রে গ্রীক মিথলজি(Mythology) নিয়ে অনেক চিন্তা ভাবনা করি এবং সবশেষে দ্বিধায় পরে যাই। আমি major হিসেবে এটা নেওয়ায় আপনাদেরকে পুরো Mythology by Edith Hamilton বইটি বুঝার উপযোগী হিসেবে অনুবাদ করে দিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।


পর্ব ১ - পরিচিতি ও আরম্ভ
The Gods

প্রভুরা যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এটা গ্রীকরা বিশ্বাস করে না। বরং তাদের ধারণা উল্টো। মহাবিশ্ব প্রভুদের সৃষ্টি করেছে। প্রভুদের পূর্বে স্বর্গ ও পৃথিবী গড়ে উঠে। তারাই ছিল প্রথম অবিভাবক। Titan রা ছিল তাদের সন্তান এবং God রা ছিল তাদের নাতি-পুতি।


The Titans and The Twelve Great Olympians
টাইটানদের প্রায়ই বলা হয় Elder Gods (বড় প্রভু)। এরা মহাবিশ্বে যুগ যুগ রাজত্ব করেন। তারা ছিলেন বিশালদেহী ও অবিশ্বাস্য শক্তিশালী। টাইটানরা অনেকেই ছিলেন। কিন্তু মিথলজিতে মাত্র কয়েক জনের কথাই লিখা আছে। ইনাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Cronus(ক্রোনাস)। উনি টাইটানদের উপর শাসন চালাতেন যতদিন না তার ছেলে Zeus (জিউস) তাকে ক্ষমতাচ্যুত করে তার সব শক্তি কেড়ে না নেয়।

Cronus কে বন্দী করার পর Zeus রাজত্ব শুরু করে। অন্যান্য উল্লেখযোগ্য টাইটানরা ছিলেন সাগর(Ocean), নদী(River) যার দায়িত্ব হল তার স্ত্রী Tethis(তেথিস) ও Hyperion(হাইপেরিওন) এর সাথে বিশ্ব ভ্রমন করা, স্মৃতি (Memory), ন্যায় (Themis) এবং Iapetus(ইয়াপেটাস) যে তার সন্তান Atlas(অ্যাটলাস) এর জন্য পরিচিত। Atlas তার ঘাড়ে পৃথিবীকে বহন করত। 

 

 

 

 এরপরে ছিলেন Prometheus(প্রমেথিউস) যিনি মানবজাতিকে রক্ষা করেছিলেন। Zeus সিংহাসনে বসার পর এইসব প্রভুরা হারিয়ে যায় নি। তবে তাদের অবস্থান হয় অনেক নিচু সারিতে।

১২ জন Olympian রা প্রভুদের মাঝে খুব সম্মানীয় ছিলেন, কারণ তারা টাইটানদের বিরুদ্ধে সফল ছিলেন। তাদের অলিম্পিয়ান বলা হয় কারণ তারা Olympus এ বাস করতেন। এটা গ্রিসের পবিত্র একটি পর্বতের শীর্ষ ভাগ। মেঘ(Cloud) ছিল এর দরজা এবং সেই দরজার প্রহরী ছিল ঋতু(Season)। এখানে প্রভুরা আড্ডা দিত, বাস করত, খানা খেত(ambrosia ও nectar খেত। এগুলো যথাক্রমে রুটি ও মদ) এবং Apollo র গান শুনত।

১২ জন Olympian রা হলেন -


Zeus
 

 

 

 

 


Poseidon (Zeus এর ভাই)

 

 

 

 

 

 


Hades (Zeus এর ভাই)

 

 

 

 

 

 


Hestia (Zeus এর বোন)

 

 

 

 

 


Hera (Zeus এর স্ত্রী)

 

 

 

 

 


 

Zeus এর সন্তানরা


Ares

 

 

 

 

 


 

Athena

 

 

 

 

 


Apollo

 

 

 

 

 


 

Aphrodite

 

 

 

 

 


Hermes

 

 

 

 

 


Artemis

 

 

 

 

 


Hephaestus

Likes ১০ Comments
০ Share

Comments (10)

  • - গোলাম মোস্তফা

    দারুন কবিতা লিখেছিশ । না কি গল্প লিখেছিস বুজতে পারছি না । ছবি দেওয়ার কন বাবুস্থা নাই ?

    আমি ত তোর ম মন্তব্য করতে পারি না ।শুধু ছবি দেতা পারি কিন্তু সবি দেয়ার ত কোন ব্যাবস্থা দেখতে পারছি না । তাহলে আমার কে হবে ?

    - ঘাস ফুল

    তুই কী আমার সাথে মশকরা করছিস? তোরে হাতের কাছে পাইলে একেবারে ফালা ফালা কইরা ফালামু। ফাজলামো রাখ। পোষ্টটা কোন আড্ডার পোষ্ট না। সিরিয়াসলি নে এটাকে। আর তোর না এয়ারপোর্ট যাওয়ার কথা? তুই কোথায় বসে এখন বাংলা টাইপ করছিস? সারাদিন ধরে তো বাংলিশ লিখেই মন্তব্য করলি। আর তোর মন্তব্যের যা শ্রী। তুই বরং মন্তব্য না দিলেই ভালো হয়। ভালো করে পড় এটা। 

    - গোলাম মোস্তফা

    আমি। কি সারাক্ষণ বিমানে বইয়া থাকুম নাকি .....

    অপেক্ষা কর কদিন পর সব খানে বাংলা কইরা ফেলাব ........................।

    আমি কি লিইখা মন্তব্য করি আমি দেই ছবি ছবি কাম্নে দিমু বুজাইয়া ক ...............

    Load more comments...