Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবির তালুকদার।

৯ বছর আগে লিখেছেন

হিজাব।

আজ আমি আপনাদের সাথে আমার হিজাব শুরু করার আগের ও পরের জীবনের কথাশুনাতে চাইআমি ২০ বছর বয়সী একজন মুসলিম মেয়ে যার জন্ম আরব উপসাগরীয়এলাকায়-ইসলামের আদি জন্মভূমিতেআমি বিশ্বাস করতাম হিজাব তেমন কোনগুরুত্বপূর্ণ বিষয় নয়যদিও আমার মা হিজাব পড়তেন, তিনি আমাকে বা আমারবোনকে তা পড়ার ব্যাপারে জোর করেন নিতিনি মনে করতেন কাজটা স্বতঃপ্রণোদিতহয়ে করা উচিত, নতুবা তার আওতার বাইরে চলে গেলেই আমরা হিজাব পড়া ছেড়েদিবআমি মনে করি ধারণাটা কিছু মাত্রায় সঠিক

অথবা আমরা যখন বড় হব তখন হিজাব পড়াটাকে আমাদের কাছে খুব কঠিন মনে হবেকারণ সারাজীবন ধরে একটি বিষয়ে অভ্যস্ত হওয়া আর তারপর হঠাৎ করে সেটা বদলেফেলা খুব কঠিনমন পরিবর্তন করতে দীর্ঘ সময় লেগে যায়যাই হোক, নিজেকেসুন্দর করে উপস্থাপন করতে আমি খুবই ভালবাসতাম যেহেতু আমি দেখতে খুবইআকর্ষণীয় ছিলামআর এটাই ছিল সবচেয়ে কঠিন অংশআমি দামী দামী জামা-কাপড়কিনতে, সেগুলো দিয়ে নিজেকে সাজাতে খুবই পছন্দ করতামসবাই যখন আমার দিকেতাকাত এবং বিশেষভাবে চিহ্নিত করত, ব্যাপারটা আমি চরমভাবে উপভোগ করতামআমিভালবাসতাম প্রশংসা শুনতে বাহ মেয়েটাতো দারুণ সুন্দরী

আমার মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ হবার পর উচ্চ শিক্ষার জন্য আমিআমেরিকাতে যাবার সিদ্ধান্ত নিলামসেখানে আমি একটি বিষয় লক্ষ করলাম যা আগেকখনও দেখিনিতা হল মুসলিম সমাজ এবং সম্প্রদায়এ এক অসাধারণ সমাজ আদর্শমুসলিমদের নিয়ে যারা ইসলাম পালন করছে আমি যেভাবে অভ্যস্ত তার তুলনায়সম্পূর্ণ ভিন্ন এক মাত্রায়আরব উপসাগরীয় এলাকার মুসলিমরা জন্মগতভাবেমুসলিমতাদের কোন প্রশ্ন করতে হয়না কারণ সব কিছুই খুব সুস্পষ্টআমাদেরনিজেদের ঈমান নিয়ে এবং কিভাবে আল্লাহতে বিশ্বাস করতে হবে এগুলো নিয়েচিন্তা করতে হয় নি কারণ আমরা বেড়েই উঠেছি মুসলিম হিসেবে এবং আমাদেরচারপাশের সবাই ছিল মুসলিম  প্রকৃত ইসলামের স্বরূপ কেমন এটা এবং সব ধরণেরধর্মাবলম্বী সম্বলিত একটি মিশ্র সমাজে বাস করার অনুভূতি কেমন সে সম্পর্কেআমাদের কোন ধারণাই ছিল নাআমি উপলব্ধি করলাম উপসাগরীয় লোকজন বিশুদ্ধ ধর্মপালন করত না, যা করত তা হল ধর্ম এবং সংস্কৃতির এক ধরণের মিশ্রণআমিআবিষ্কার করলাম-অনেক কিছু, যাকে আমি ইসলামিক বলে মনে করতাম, আসলেসাংস্কৃতিক বিশ্বাস এবং সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই চরম ভুল!আমি জানলাম যেবিশুদ্ধ ইসলাম সেটা না যার মাঝে আমরা বেড়ে উঠেছি বরং তা ছিল অর্থহীণবিষয়ে পূর্ণ যা বহুদিন ধরে আমাদের সংস্কৃতির অংশবিশুদ্ধ ইসলামের শিক্ষার উৎস শুধুই ক্বুরআন ও সুন্নাহ

যখন আমেরিকার লোকজন জানতে পারলযে আমি মুসলিম, তখন তারা সবসময় ইসলামের ব্যাপারে আমাকে নানা ধরণের প্রশ্নকরতঅধিকাংশ সময়েই আমি তাদের সেসব প্রশ্নের উত্তর দিতে পারতাম নাফলেআমি বিভিন্ন ইসলামী বই এবং ইন্টারনেট ঘাটাঘাটি করা শুরু করলাম-বিশুদ্ধইসলাম জানার আশায়আমার অবস্থা ছিল এমন ব্যক্তির মত যে কখনও ইসলামের কথাআগে শোনেনিআমি অনেক কিছু জানতে পারলাম যা আমি আগে জানতামনাআমি মসজিদে যাওয়া শুরু করলাম এবং প্রচুর ভাই বোনদের সাথে ইসলামিকবিষয়ে কথা বলা ও আলোচনায় অংশ নিতে লাগলামআমি শপথ করে বলতে পারি যে আমারনিজের দেশে আমি কখনও কোন মসজিদে যাই নি এবং সেটার কথা চিন্তাও করিনিযদিওআমার দেশে হাজার হাজার মসজিদ ছিলআমি ছাড়া মসজিদের সমস্ত বোনরা হিজাবকরতআমি বাদে আর সবাই ছিল আমেরিকানতারা আমার ব্যাপারে খুবই উদার ছিল আরসেজন্য আমি তাদের খুবই সম্মান করিআমি এটা নিয়ে সবসময়ের জন্য ভাবা শুরুকরলাম এবং আমার হিজাব পড়া নিয়ে প্রচুর স্বপ্ন দেখতে লাগ্লামআমি হঠাৎ একঅচেনা অনুভূতির সম্মুখীন হতে লাগলাম- আর তা হল কেউ আমার দিকে তাকিয়ে থাকলেতা উপভোগ করার বদলে আমার বিতৃষ্ণা বোধ হতে থাকলআমার নিজেকে একটা ছবির মতমনে হত যার কোন ব্রেন বা হৃদয় বলতে কিছু নেইপরিশেষে আমি সিদ্ধান্তনিলাম হিজাব শুরু করলামএটা আমার জীবনের নেয়া সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তজীবনে প্রথমবারের মত আমি অনুভব করলাম যে আমি একজন দৃঢ় চিত্তের মানুষআমিযা বিশ্বাস করি সে অনুযায়ী কাজ করিচারপাশের মানুষ আমার ব্যাপারে কি বললবা আমার দিকে কিভাবে তাকাল, আমি তা গ্রাহ্য করি না

হিজাব পড়ার পর প্রথম দিনটি ছিল সবচেয়ে সুন্দরআমি এত সুখী আর উদারজীবনে আর কখনও বোধ করি নি যেমনটি করেছিলাম সেদিনআর বন্ধু এবং আত্মীয়স্বজনদের জন্য অবিশ্বাস্য ছিল যে আমি আসলেও এটা করতে পারব এবং প্রত্যেকেবলেছিল যে আমার এটা বেশী দিন স্থায়ী হবে নাসম্ভবত তাদের এই অনুমানঅনেকগুলো কারণের মাঝে একটি যা আজও আমাকে হিজাব পড়া অব্যাহত রাখার ব্যাপারেসাহায্য করেছেআমার নিজের সাথে এজন্য যুদ্ধ চালাতে হয়েছেআমার আমিসবসময়ই দুনিয়ার এই জীবনটাকে খুব ভালবাসে এবং তাকে সর্বোত্তমরূপে ভোগ করতেচায়কিন্তু তখন সময় এসেছিল তাকে থামানোর এবং আমি তা করেছিলামকিছুদিনপর থেকে সবাই আমাকে সম্মানের চোখে দেখা শুরু করল যেভাবে তারা আগে কখনওদেখেনিসবাই আমাকে চরমভাবে বিশ্বাস করা শুরু করল এই কারণে যে তারা জানতআমি একজন ধার্মিক ব্যক্তিকি তাদের মাঝে এই ধারণার জন্ম দিল?   -হিজাব

আমি এখন যে কোন জায়গায় যেতেপারি এবং কেউ আমার দিকে এমনভাবে তাকায় না যে আমি একটা ছবি বা প্রাণহীণপুতুলতবে আমি এখনও সুন্দর করে পোশাক পড়ি এবং সাজগোজ করি, যখন আমি শুধুআমার বোনদের মাঝে থাকি আর দেখা গেল সেটা আরও বেশি মজা- নির্মল বিনোদন

আমি বিশ্বাস করি আল্লাহ হিজাববাধ্যতামূলক করেছেন আমাদের সাহায্য করার জন্য, আমাদের জীবনকে সহজতর করারজন্যএটা নারী ও পুরুষের মাঝে সম্মানজনক সেতুবন্ধনের সাহায্য করেতাছাড়াও এটা হল নিজের সৌন্দর্য শুধু নিজের কাছে এবং যাদের কাছে আল্লাহঅনুমতি দিয়েছেন শুধু তাদের কাছেই তুলে ধরার ব্যাপারএটা অন্য সকল ধর্মেরমত একটি চিহ্ন বা স্মারক যে আমি একজন মুসলিমযেমন ইহুদীরা তাদের মাথার উপরএকটা ছোট কাপ পড়ে আর খ্রিস্টানরা পরে ক্রসতাদের কেউই জনসম্মুখে এটাপড়তে লজ্জিত বোধ করে নাকোন মানুষ এব্যাপারে খারাপ ধারণাও পোষণ করে না

একটা মেয়ে হিজাব পড়ে যেন এটা তাকে ভুল বা হারাম কাজে লিপ্ত হয়ে পড়াথেকে বাঁচায়যে মেয়েটা হিজাব পড়ে সে এমন দৃঢ়চিত্ত হয় যে, যে কোন কিছুকরতে পারে এবং জীবনের পথে যে কোন সমস্যা মোকাবিলা করতে পারে  তোমারচারপাশের সবাই তোমাকে বিশ্বাস করবে কারণ তুমি নিজেকে বিশ্বাস করতুমি কিজান না যে তোমার বাহ্যিক দিক খুব গুরুত্বপূর্ণ? তুমি কি জান না তা খুবমূল্যবান? তুমি যে সুন্দর এটা বলার জন্য তোমার কাউকে প্রয়োজন নেই, কারণতুমি তা জানআর তোমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার জন্যও তোমার কাউকে দরকারনেই যেন তুমি একটা সুন্দর ছবি না চিত্রকর্ম, কারণ তুমি একজন মানুষ

Likes Comments
০ Share