Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঘাস ফুল

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্র আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা- ২০১৪ এর প্রকাশিত পোষ্টসমূহের লিংক

আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন, নক্ষত্র আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা- ২০১৪ এর লেখা জমা দেয়ার সময় সীমা বাড়িয়ে ২৬শে মার্চ ২০১৪ রাত বারোটা পর্যন্ত করা হয়েছে।

প্রতিযোগিতার জন্য এই পর্যন্ত অনেক কবিতা, গল্প এবং চিঠি পোস্ট আকারে প্রকাশিত হয়েছে। এর জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।  

আপনাদের পড়ার সুবিধার্থে সব পোস্টের লিংক এই পোস্টে দিয়ে দেয়া হল। যদি কারো পোস্টের লিংক ভুলে এখানে যুক্ত করা না হয়, মন্তব্যের ঘরে স্বীয় পোস্টের লিংক তুলে ধরার জন্য অনুরোধ রইলো। আপডেট করে উক্ত পোস্টের লিংক এই পোস্টে সংযোজিত করা হবে। কারো লেখা যদি পূর্বে কোথায় প্রকাশিত হয়ে থাকে, দয়া করে আমাদের অবহিত করলে, প্রতিযোগিতার জন্য সুবিধা হবে। অন্যথায় খুঁজে নিয়ে সেটাকে বাদ করে দেয়া হবে।

এই পোস্টটি প্রতিদিন রাত বারোটার পর আপডেট করা হবে এবং প্রতিযোগিতার জন্য প্রকাশিত নতুন লেখাগুলোর লিংক এর সাথে যুক্ত করা হবে। সকলের জন্য অনেক শুভ কামনা রইলো। 

 

বিভাগ-১-মুক্তিযুদ্ধের কবিতাঃ 

০১. স্বাধীনতা আমার পাওয়া- আলমগীর সরকার লিটন

০২. বাংলার নক্ষত্র- আলমগীর সরকার লিটন

০৩. এক মুক্তিযোদ্ধার রাইফেলের বাক্স আর গুলির খশা- আলমগীর সরকার লিটন 

০৪. একাত্তরের দিনগুলি- মোঃ মালেক জোমাদ্দার

০৫. অহংকারের পতাকা- অর্ঘ্য

০৬. হিসেব মেলে না কিছুতেই- মাসুম বাদল

০৭. কাটা পেঁয়াজের চাপড়ী- বর্ণা আহমেদ

০৮. মার্চ মানে স্বাধীনতা- আলমগীর সরকার লিটন

০৯. এ ইতিহাস প্রকাশ্যে হয়েছিল লেখা দেশপ্রেম ছিল তার নাম- সুমন আহমেদ

১০. মলয় চোখে স্বাধীনতা দাও- আলমগীর সরকার লিটন 

১১. স্বাধীনতা নিয়ে পাঁচটি কবিতা- সকাল রায়

১২. স্বাধীনতার পর- পিয়ালী দত্ত

১৩. ফেরা হলো না- আজিম হোসেন আকাশ

১৪. আর একটা স্বাধীন বাংলা- মোঃ গোলাম রব্বানী

১৫. স্বর্গপ্রণয়ের ৭১- আলমগীর সরকার লিটন

১৬. স্বাধীনতা- হরি দাস পাল

১৭. আমি যুদ্ধ দেখেছি- মোঃ জামান

১৮. যদি বুক চিরে দেখো, পাবে মুক্তিযোদ্ধা ভাই- কবিরুল ইসলাম কঙ্ক

১৯. ফসলের মাঠে লাশের মিছিল- গোলাম মোস্তফা

২০. অপেক্ষা- বৈশাখী ঝড়

২১.  Likes ৫২ Comments

০ Share