Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহনাফ হামিদ

৮ বছর আগে লিখেছেন

উপেক্ষা

আজ যে আকাশটা একটু বেশি নীল কেউ খেয়াল করেছো? কেউ কি খেয়াল করেছো যে একটা বাচ্চা কাঁদছে?? তার গায়ে রক্ত,নাভি থেকে একটা নাড়ি,বিশ্রী ভাবে ছেঁড়া।সে কিছু বলতে পারছে না,গালি দিতে পারছে না পৃথিবী কে।রাগ দেখাতে পারছে না তার বাবা মার সাথে।ভাবছে একটা চারপেয়ে প্রাণি যদি এসে তাকে তুলে নিয়ে যেত!!
কেউ কি খেয়াল করেছ আজ ঘরে একটা নোংরা গন্ধ?? সেই স্নিগ্ধ হাসি ওয়ালা বোকা মেয়েটা তার বা হাঁতের পিঠ অমানুষের মত ঘষে চলেছে।তার ঠোঁট জ্বলে যাচ্ছে।মাথা ফেটে যাচ্ছে। গলায় আর ঘাড়ে রক্ত উঁকি দিচ্ছে। সে ভাবছে অনন্তকাল ধরে যদি সে গোসল করে আসতে পারতো।ওলটপালট হওয়া চাদরের ওপরের একটা ছেঁড়া জামা,তার বাবা ঈদে দিয়েছিল।একটু পরে সে আয়না এসে দেখলো তার নগ্ন শরীর,বুঝলো না এই যা-তা দেখার জন্য সবাই এত উৎসুক কেন!! লাফ দিল ছাদ থেকে,বুকে জড়িয়ে সেই ছেঁড়া জামা।
তোমরা কি গন্ধ পেয়েছো কাঠগোলাপের?একটা অসম্ভব সুন্দর ছোট্ট মেয়ে কাঁদছে।বসে বসে কাঁদছে।তার ছোট বুকটায়,হাজারো বুকের কান্না।আজ তার জন্মদিন।তার বাবা ঘুমাচ্ছে।বমি করে ঘুমিয়েছে রাতে।পাশেই একটা বোতল খোলা,স্পিরিট এর গন্ধ আসে ওটা থেকে।দু বছর আগে তার হাত কেটে গিয়েছিল আর বাবা স্পিরিট লাগিয়ে দিয়েছিল,গন্ধটা তাই খেয়াল আছে।সে ভাবলো বাবার কিসি টা তাকে কে দেবে!অবশেষে সে চুমু খেলো তার মায়ের ছবি ভরা ফ্রেমটায়।
তোমরা একবার দেখো তো কতখানি রাত হয়েছে!ছেলেটা বসে আছে পা ঝুলিয়ে।নিচে শূন্যতা।মাথায় গান বাজছে।নচিকেতার-"কেমন আছো"।বোকা ছেলেটা ভাবছে ওকে একটা ফোন দেবে কিনা।নাহ! ঠিক করলো সে হাতের দাগ শুকানোর আগ পর্যন্ত দেবে না।প্রেমপত্রের বিশাল বাণ্ডিল থেকে একটা পাতা নিয়ে গাজা বানালা সে।সুখটান ভুলিয়ে দিল তার আপেক্ষিক কষ্ট।
তোমরা দেখো তো রাজপথে কত ধুলো!পিচ্চিটা বসে আছে আইল্যাণ্ডের ওপর।গাড়ি গুনছে।মা বলেছে ক্ষুধা... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    চমৎকার, বড় ভাই!!! emoticonsemoticonsemoticons

    - অনিকেত নন্দিনী

    সুন্দর! emoticons

    - আবু খায়ের আনিছ

    ভাল লাগছে।

আহনাফ হামিদ

৯ বছর আগে লিখেছেন

মানুষের বেড়াজাল

মানুষ আমি,মন আছে তাই,পশু আমি, তাই তো হারাই সুখ-কামনায়।
চোখ আছে তাই কাউকে দেখি,রুপের আশায়,
মানুষ আমি,মনে ধরে, কত্ত ভাবি কেউ তো আসুক,ভালবাসায়।
দিন রাতে আর বিকেলে-তে, কেউ তো বলুক ভালবাসি,
দেখা হলে কারো সাথে,একটু হেসে কাছে আসি।
মানুষ আমি মন পাল্টায়,ভাল্লাগে না, একটা ফুলের এক মতো রং,
পশু আমি,তাই বদলাই,মিথ্যে বলি,করি যে ঢঙ,
মানুষ আমি,পশুরুপী,কাম-বাসনার বাহিরে নই,
তাইতো কারো রুপের হরিণ বশ করি আর চুপ করে সই।
মানুষ আমি একলা অনেক,চিন্তা শুধু দোকলা হবার,
বেচে থাকাতে সব দরকার,মন দরকার,কাম দরকার।
ভাবুক আমি,পাগল কোন,অন্ধকারে বসে থাকি,
একলা ভাবি,মনের প্রিয়া কোথাও আমায় দিচ্ছে ফাঁকি।
ঘুম ভেঙে যায়,চোখ মুদে রই,না ভেঙে যাক স্বপ্নখানি,
মিথ্যে হোক আর কল্পনাতে দেখতে যে চাই,ওই হাতছানি,
গভীর রাতে যেই না ডাকুক,ডাকুক নিশি,
যেই আমাকে মন দেবে,তাকেই দেব স্বপ্ন-শিশি,
শিশির ভেতর হাজার রংয়ে কোটি কোটি স্বপ্ন আঁকা,
মানুষ আমি,ভালবাসি যতই না হোক,ঢংগী-ন্যাকা।
কেউ তো আছে,যাকে আমি পাবই পাব,দিন কাটাব,
তাকে নিয়েই,তাকেই দিব গোলাপ কাঁটা একটা ছোট শর্ত দিয়ে,
যদি পারে,ভালবাসুক মনের ছোট অংশ দিয়ে,
নয়ত চিরুক আমার এ বুক গোলাপের ওই কাঁটা দিয়ে,
খুন করুক হয়ত আমায় বুকভরা শুধু ঘৃণা নিয়ে,
নয়ত আমায় মনে রাখুক আমার বুকের রক্ত নিয়ে।
মানুষ আমি,কাম-বাসনার বাহিরে নই,নইতো আমি প্রেমের রথে,
হয়ত পাব সঠিক দিশা,হারাই যদি কালের পথে। continue reading
Likes Comments
০ Shares

আহনাফ হামিদ

৯ বছর আগে লিখেছেন

অর্থনগ্ন

এই জীবন ব্যর্থ যাদের,
অব্যর্থ দরিদ্র যারা,
স্বার্থহীন কষ্ট যাদের,
ভিক্ষা নিয়ে অর্থ যাদের-
হাতে আসে,
কষ্ট পাশে- কেটে যায় আজীবন, আমৃত্যু ।
ঘৃণা, করুণা আর ব্যঙ্গ, 
রঙ্গ হয়ে যাদের মিলে ।
পরিশ্রমী, সুখকামী সে সকল মানুষ,
মানুষ শব্দের অর্থ-ই পায়নি নিজের করে,
যাদের কাঁধে ভর করে,
যাদের সার্থক শ্রম-কে ব্যর্থ করে,
সিঁড়ি চড়ে চলে কিছু সুশীলেরা ।
তারা, সমাজের যকৃত, হৃৎপিণ্ড বিশ্বের,
আর অর্থ তাদের ফুসফুস,
কিন্তু তারা জানেনা এ ফুসফুস এ বাতাস ভরছে-
ঐ দরিদ্র কীটগুলো ,
তারা দরিদ্র, হতদরিদ্র, তাদের সমষ্টি জনদরিদ্র।
শোষিত, শাসিত, ব্যথিত, লুণ্ঠিত ।
মানবাধিকার নামক ধর্ষণ,
তাদের ওপর হরহামেশাই নেমে আসে,
কিন্তু সুখের বর্ষণ নেমে আসেনি তাদের পাশে।
দিন থেকে রাত, নুন আর ভাত-
জোটায়, অর্থ অন্বেষণে-এ স্বার্থ-
খোঁজে না তারা,
খোঁজে জীবনের একটু ডাক,
ঘরের অসুস্থ কেউ যাতে না হয় আকাশের সন্ধ্যাতারা,
শিক্ষা দেবার নোংরা ইচ্ছাটুকু তবুও তারা ধারণ করে চলে,
নিজ মনের সাথে কথা বলে,
মনের আদালতে ঐ জালিম কাপুরুষটাকে হাজারবার ফাসি দেয় ।
কিন্তু নিজের ঘেমে যাওয়া মাথাটা নুয়ে পড়ে ওই সেই জালিমের সামনে ।
সবার মাথায় রক্ত চড়ে,
কিন্তু,
তাদের মাথায় চিন্তা থাকে,
তার ঘরে ভাতের হাড়ি চড়বে কিনা ।
তারা নিজেরাও জানে না-তারা আসলে কিছু বড়-মাথা অমানুষের স্বার্থের সিকি ।
যারা খাটে প্রচুর, কিন্তু বাঁচে ধিকিধিকি ।
তারা পশুর ন্যায় অসহায়, মানুষের-ই কাছে ।
অর্থ নামক লজ্জা ঢাকবার পরত তাদের গায়ে নেই,
তাই এরা আমৃত্যু অর্থনগ্ন ।
এরা ছোটলোক হয়েই জন্মে আর মরে আরও ছোটলোক হয়েই ।
কিন্তু কেউ বোঝেনা এরা কত “বড়” একটা “জীবন” কাটিয়ে গেল ।
continue reading
Likes Comments
০ Shares

আহনাফ হামিদ

৯ বছর আগে লিখেছেন

তোমাকে খুঁজি গ্রিলের ওপাশে,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />জানালার কাঁচের ভেতর দিয়ে,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />খুঁজি নিচের উঠান এ কেউ হাত নাড়ে কিনা।।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />কোন প্রশ্নের উত্তরে বলে কিনা-"জানিনা",<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />থেকে থেকে হঠাৎ করেই অভিমান করে নিয়ে,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />ওই টানা চোখ জলের ফোটায় ভাসে।।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />নাহ এমন কেউ আর নেই,হারিয়ে গেছে আরেকজনের গভীর ভালোবাসায়,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />ঠিক যেমন আজ এক জনের কোলে,কাল কারো বিছানায়,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />কোন জীবনভোলা বেশ্যা আর তার ঠোটের কড়া লিপস্টিক,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />লেপটে থাকা পয়সার ভালোবাসা,যার কারণ শারীরিক।।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />সেই পিকনিক এর বাস আর তোমার কাধে হাত রাখা সেই স্মৃতি,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />নষ্ট রক্ত হয়ে সার্জন এর ট্রাশ বিন এ ,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />নিশিরাতের গভীর ভালোবাসা আজ সোহরাওয়ারদি উদ্যান এ হারিয়েছে,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />তোমার নরম গালে জ্বলে পড়া কড়া সেই মোমবাতি,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />গলে গিয়ে লেপটে আছে এই মেঝেতে,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />তোমার দাওয়া চিঠির পাতাগুলো পুড়ে গাজার গন্ধ ছড়িয়েছে।।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />তোমার কয়েক বছর এর ভালোলাগা আর কয়েক দিনের প্রেম সব-ই ব্যবসায়িক,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />আভিধানিক যার কোন মানে নেই,সাচিবিক এ যার কোন প্রকাশ নেই,ব্যবহারিক নেই এর,<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />কাব্যিক ছন্দ নেই,তোমার প্রেম নপুংশক এর ঢং এর মত।।<br style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;" />এক-ই থাকবে,যাই করি না যত।।

Likes Comments

আহনাফ হামিদ

৯ বছর আগে লিখেছেন

আমি বেঁচে আছি,প্রতিদিন।।<br />তুমি কি জানো তুমি একটু একটু করে মৃত্যুর আলিঙ্গনে চলে যাচ্ছ??নিজ স্বত্তা এক এক জনের কাছে ধার রেখে তুমি নিজের সবটুকু হারাচ্ছো প্রতিনিয়ত।।রংধনুর এই মন মাতানো সাত রঙের একটা-একটা রঙ এক একবার কেউ কেউ না কেউ শুষে নিচ্ছে।।আমার তাতে কিছু যায় আসে না।।আমি জানালার এই পার থেকে এখন আর সাত রঙ দেখতে পাই না।।খালি বুঝতে পারি যে আমার হাজার ঝড়-বৃষ্টির মাঝে ওই সাত-রঙ্গা স্বপ্নটাই সব কিছু।।আগে সাতটা রঙই ছিলো আমার হাতে,নিজ হাতে।।পরে বুঝলাম,নাহ আমি কুয়াশা হয়ে এই রংধনু কে ঢেকে দিচ্ছি,কেউ বুঝতে পারছে না,কত-ই না রঙ এর।।হ্যা,এখন তুমি কাউকে না কাউকে রঙ বিলিয়ে বেড়াও...

Likes Comments
Load more writings...