Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পারভেজ রানা

৯ বছর আগে লিখেছেন

<br />রাইটার্স গিল্ড থেকে আগামী বইমেলাতে বই প্রকাশের পথে এগিয়ে যাচ্ছি আমরা। বেশ কিছু বই চূড়ান্ত হয়েছে কিন্তু নাম ঠিক হয়নি। চূড়ান্ত কথা হয়েছে মারুফ রায়হানের সঙ্গে। কথা চলছে অন্যান্য সেলিব্রেটি লেখকদের সঙ্গে। এ পর্যন্ত যারা চূড়ান্ত করেছেন:<br />১. মারুফ রায়হান / কাব্য গ্রন্থ<br />২. এইচ সোলাইমান / কাব্য গ্রন্থ- নীরবতার সীমান্তে তুমি ও কবিতা<br />৩. লুৎফর রহমান পাশা (এস এম পাশা)/ গল্প গ্রন্থ- বারবণিতা<br />৪. সাদিয়া ইসলাম বৃষ্টি / ছড়াগ্রন্থ- দুষ্টু ছড়ার দল<br />৫. জিয়াউল হক / উপন্যাস- আবার কখনো যদি<br />৬. চন্দ্রা চৌধুরী / কাব্যগ্রন্থ- তোমার প্রতীক্ষায় থাকি<br />৭. পারভেজ রানা / উপন্যাস<br />৮. রাশেদ রাব্বি / গল্প গ্রন্থ<br />৮. মাজহার মোশাররফ / কাব্য গ্রন্থ<br />৯. কাজী দীন মোহাম্মাদ / কাব্য গ্রন্থ<br />১০. জুলফিকার রহমান / কারিগরী বিষয়ক<br />১১. তাহমিদুর রহমান / উপন্যাস- নিশিযাত্রা<br />১২. ব্ল্যাক উডসের দেশে / আশিক হাসান উল্লাহ- ভ্রমণ কাহিনী<br />১৩. নোবেল প্রাইজ / মুহাম্মাদ আসাদুল্লাহ - রম্য গল্প অপেক্ষায় থাকুন, অচিরেই আরো চমক আসছে।

Likes Comments

পারভেজ রানা

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশ রাইটার্স গিল্ডের উপন্যাস প্রতিযোগিতার উপন্যাসগুলি

বাংলাদেশ রাইটার্স গিল্ডের উপন্যাস প্রতিযোগিতার উপন্যাসগুলি:
আমাদের কাছে জমাকৃত উপন্যাস ছিল মোট সাতটি
মহামিলন - গৌরব জি পাথাং,
অদৃশ্য ভালোবাসা- কামরুল হাসান মাসুক,
অতঃপর ভোর- মাহাফুজুর রহমান কনক,
বৈতরণী-মনিরা বাকী,
শাহজাহান শামীম-কুষ্ঠ নিবাস,
হৃদয়ের ব্যবচ্ছেদ- জিয়াউল হক (ব্লগার জিয়াউল হক, যিনি ইংল্যাণ্ডে থাকেন তিনি নন।),
ফাহিমের একাত্তর-শাফিন রাশেদ
দুইটি পাণ্ডুলিপি বিচারকদের নিকট উপস্থাপনের আগেই বাদ পড়েছে
বৈতরণী-মনিরা বাকী এবং ফাহিমের একাত্তর-শাফিন রাশেদ।
বৈতরণী বাদ পড়লো সবগুলো শব্দ গায়ে গায়ে লেগে আমাদের কাছে এসেছে, এ অবস্থায় বৈতরণী পার হওয়া সম্ভব নয়
( ১ )
আজশুক্রবারআনহা'রপরিকল্পনাছিলআজআবিরেরসাথেসারাদিনঘুরবে,বাইরেইকোথাওডিনারসেরেফিরবেবাড়ীতে।ওদেরছাঁদটাভারীচমৎকার ! পূর্ণিমারাতগুলোঅপরুপাহয়েধরাদেয়,চারপাশেবেড়েওঠাটবেরগাছগুলোয়, একটাকর্নারেএকখানাগার্ডেনসেটআছেওখানেআবিরেরসাথেবসেবহুরাতজোছনাউপভোগকরেছে সে ।চাঁদেরগাঝরাআলোএসেছুঁয়েদিয়েগেছেওদের।আবিরচমৎকারগানকরে।আনহা'রমনখারাপহলেকিংবাবিশেষদিনগুলোতেগানগেয়েশোনায়সে।আজওএকটাবিশেষদিন,
আর শাফিন রাশেদের লেখাটি বাংলানিউজ২৪ এ প্রকাশিত হয়েছে। তাই লেখাটি প্রতিযোগিতায় উপস্থাপিত হয়নি।
ফাহিমের একাত্তর


হঠাৎ একটা তীব্র শব্দ শুনতে পেল ফাহিম। শব্দটা যেন মাথার ওপর দিয়ে উড়ে গেল। এরপরে পর পর কয়েকটা। শব্দগুলো উত্তর দিক থেকে আসছে। যাচ্ছে দক্ষিণে। আগে কখনো এরকম শব্দ শুনেনি সে।
ফাহিমরা খেলছে বাড়ির উঠানে। ইটের ওপর ইট রেখে বানানো স্ট্যাম্প। টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে। ফাহিমের সাথে মিন্টু, রিপন ও কাদের। ওরা ফাহিমের চাচাতো ভাই। উঠোনে মেয়েরাও খেলছে। এক্কাদোক্কা।
সব খেলা থামে গেল।ওরা বোঝার চেষ্টা করলো শব্দটির চরিত্র। মিন্টু বলে উঠলো, গুলির শব্দ মনে হইতাছে।
-হইতে পারে। রিপন বলল।
হঠাৎ রব চাচা বেরিয়ে আসল ঘর থেকে। সে ফাহিমদের কাছকাছি বয়সের। চিৎকার করে রব বলল, এই তোরা মাটিতে বসে পড়। এগুলো গুলি। মনে হয় মিলিটারি আইতাছে। এই তোরা বইসা যা তাড়াতাড়ি।
মাটিতে বসে গেল সবাই। মেয়েরা খেলা রেখে ঘরের দিকে ছুটছে। তখনো গুলি চলছে। উঠানের তিন দিকে বিভিন্ন চাচাদের ঘর। বাচ্চা ও মেয়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। বিপদ,... continue reading
Likes Comments
০ Shares

পারভেজ রানা

১০ বছর আগে লিখেছেন

উপন্যাস প্রতিযোগিতা-২০১৪-এর সময় বাড়লো -২০ ডিসেম্বর পর্যন্ত

নক্ষত্র ব্লগে যারা লিখছেন, তাদের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ড নিয়ে এলো অভিনব সুযোগ: 
উপন্যাস প্রতিযোগিতা শব্দ সংখ্যা: ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে। যোগ্যতা: ইতিপূর্বে কোন উপন্যাস প্রকাশ হয়নি এমন লেখক পাণ্ডুলিপি পাঠাতে পারবেন। বিজয়, সুতনি এমজে ফন্টে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্ট সাইজে প্রিন্ট করে এবং সিডি আকারে/ ই-মেইল করে জমা দিতে হবে পাণ্ডুলিপি। বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করতে হবে। শুদ্ধ বানান, রচনা শৈলী বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় প্রধান্য পাবে পাণ্ডলিপির মান যাচাইয়ের ক্ষেত্রে।  জমা দেওয়ার জন্য শেষ তারিখ ২০ ডিসেম্বর। ইতিপূর্বে যারা জমা দিয়ৈছেন, তাদের আর দিতে হবে না।  জমা দিতে হবে এই ঠিকানায়  পারভেজ রানা  চেয়ারম্যান বাংলাদেশ রাইটার্স গিল্ড (bangladeshwg@gmail.com) ১৫২, সেনপাড়া পর্বতা, ৫ম তলা, (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে) রোকেয়া সরণি মিরপুর, ঢাকা-১২১৬, ফোন নং: ০১৯১৩৩৩৬১২৭
লেখালেখি সম্পর্কে আরও জানতে:
http://www.somewhereinblog.net/blog/theparvezrana
https://www.facebook.com/Bangladeshwg?ref=hl
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ঘাস ফুল

    লগআউট হয়ে গিয়েছিলাম। কিন্তু আপনার এই পোষ্ট দেখে আর লোভ সামলাতে পাড়লাম না। তাই আবার লগইন হলাম। অসাধারণ সব ছবি তুলেছেন। ছবি তো নয় যেন জীবন। "ছবি কথা বলে" বলে একটা কথা আছে। তাই যেন দেখলাম আপনার পোস্টে। তবে একটু অপূর্ণতা রয়ে গেছে। আপনি ক্যাপশনে নামগুলো দিয়ে দিলে পূর্ণতা পেত। তারপরও বলবো অপূর্ব। ধন্যবাদ দস্যু। 

    - মরুভূমির জলদস্যু

    শুধু আমার পোস্টের জন্য লগইন করে চমৎকার মন্তব্য কারার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় ঘাস ফুল।

    ছবির সাথে প্রায় সময়ই আমি ক্যাপশন দিন, এটাতে দেয়া হয়নি। আগামিতে আপনার পরামর্শ আমার মনে থাকবে।

    সব সময় ভালো থাকবেন।

    - মাসুম বাদল

    চমৎকার!!! বিশেষতঃ লাউ-ডগা ... 

    • - মরুভূমির জলদস্যু

      ধন্যবাদ

    Load more comments...

পারভেজ রানা

১০ বছর আগে লিখেছেন

উপন্যাস প্রতিযোগিতা-২০১৪-এর সময় বাড়লো -২০ ডিসেম্বর পর্যন্ত

নক্ষত্র ব্লগে যারা লিখছেন, তাদের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ড নিয়ে এলো অভিনব সুযোগ: 
উপন্যাস প্রতিযোগিতা শব্দ সংখ্যা: ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে। যোগ্যতা: ইতিপূর্বে কোন উপন্যাস প্রকাশ হয়নি এমন লেখক পাণ্ডুলিপি পাঠাতে পারবেন। বিজয়, সুতনি এমজে ফন্টে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্ট সাইজে প্রিন্ট করে এবং সিডি আকারে/ ই-মেইল করে জমা দিতে হবে পাণ্ডুলিপি। বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করতে হবে। শুদ্ধ বানান, রচনা শৈলী বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় প্রধান্য পাবে পাণ্ডলিপির মান যাচাইয়ের ক্ষেত্রে।  জমা দেওয়ার জন্য শেষ তারিখ ২০ ডিসেম্বর। ইতিপূর্বে যারা জমা দিয়ৈছেন, তাদের আর দিতে হবে না।  জমা দিতে হবে এই ঠিকানায়  পারভেজ রানা  চেয়ারম্যান বাংলাদেশ রাইটার্স গিল্ড (bangladeshwg@gmail.com) ১৫২, সেনপাড়া পর্বতা, ৫ম তলা, (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে) রোকেয়া সরণি মিরপুর, ঢাকা-১২১৬, ফোন নং: ০১৯১৩৩৩৬১২৭
লেখালেখি সম্পর্কে আরও জানতে:
http://www.somewhereinblog.net/blog/theparvezrana
https://www.facebook.com/Bangladeshwg?ref=hl
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি 

    - লুৎফুর রহমান পাশা

    সত্যস সেনের মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধান্জলি

    - ঘাস ফুল

    প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘ, উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাহিত্যিক, সাংবাদিক, ও রাজনীতিবিদ সত্যেন সেনের ৩২তম মৃত্যুবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। 

    ধন্যবাদ নুরু ভাই। 

পারভেজ রানা

১০ বছর আগে লিখেছেন

‘বাংলা বানান ও স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা’

নতুন লেখকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ড আয়োজন করছে দিনব্যাপী ‘বাংলা বানান ও স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা’।
নিবন্ধন ফি ২৫০ টাকা।
অনলাইনে bangladeshwg@gmail.com মেইল কিংবা ০১৯১৩৩৩৬১২৭ নম্বরে এম.এম.এস করে নাম নিবন্ধন করা যাবে। তাছাড়া কর্মশালার দিন সকালে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। কর্মশালার স্থান: বাংলাদেশ রাইটার্স গিল্ড অফিস, ১৫২, সেনপাড়া পর্বতা (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে) ৫ম তলা, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬, ফোন : ০১৯১৩৩৩৬১২৭, ০১৯১১৭২২৬০৩), তারিখ: ১৩ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ উপস্থিতির সময়: সকাল ৯:৩০ মি.
প্রশিক্ষণ দেবেন: ড. মোহাম্মদ আমীন ও ফাল্গুনি তানিয়া ( এম.ফিল বাংলা).
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - ঘাস ফুল

    আমি মনে হয় এই প্রথম আপনার কোন গল্প পড়লাম। এর আগে অনুবাদ পড়েছিলাম। এটা আপনার প্রথম গল্প কিনা জানি না। ছোট্ট একটা পটভূমির ওপর লেখা তবে আবেদন আছে বেশ। বিজয় মাসের আনন্দ যে আপনাকেও ছুঁয়ে গেছে এই গল্পই তার প্রমাণ। ধারা বর্ণনায় বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। যেন বিজয়ের আনন্দের রেশটা লেগে আছে। ভালো লাগলো শিল্পী আপা। 

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      পোষ্ট দিয়েই রাতের খাবার রেডি করতে চলে গিয়েছিলাম, এসেই দেখি আপনার এত্ত সুন্দর মন্তব্য ঘাস ফুল ভাই!! সেই তুলনায় আমার এই ছোট্র গল্প তো কিছুইনা। কি সুন্দর করে গুছিয়ে মাধুরী মিশিয়ে মন্তব্য লিখেন, বলতে হবে এটা আপনার একটা গুণ। যা নাকি আমার মত আনাড়ি লিখোয়াদের অনেক প্রেরণা যোগায়। জ্বি ঘাস ফুল ভাই, ব্লগে আমি বেশিরভাগই কবিতা আর অন্যান্য পোষ্টই দিয়েছি। আর বেশ কিছু ছোট গল্পও আমার আছে, তবে কবিতার তুলনায় কম। আমার আবার ধৈর্য্য আর সময় এই দুটুই নেই, যার জন্য বড় কোনো গল্প লিখা হয়ে উঠেনি এখনো। আচ্ছা ঘাস ফুল ভাই, সত্যি করে কি বলবেন প্লিজ, গল্পটা কি বেশি ছোট হয়ে গিয়েছে বা লিখাটা কি ঠিক আছে? জানালে খুব খুশি হব। সব মিলিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, গল্পটি পড়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সতত।

    • Load more relies...
    - রোদেলা

    ছোট্ট মেয়েটিও যে ছিল সেই বিজয় দিনের উল্লাসে।

    সুন্দর।

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      অনেক ধন্যবাদ আপনাকে রোদেলা আপু, আমার এই ছোট গল্পটি পড়ার জন্য। ভালো থাকুন সতত।

    - রোদের ছায়া

    আপু আপনার কবিতা পড়ার সুযোগ হয়েছে কিন্তু গল্প মনে হয় এই প্রথম পড়লাম । একটি স্মৃতিচারন মুলক গল্প , বেশ ভালো লাগলো। আরও লিখবেন এই আশা রইলো।

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      হ্যা মৌসুমী, কি সব ছাইপাশ কবিতা লিখি আমি নিজেও জানিনা আর তোমরাও সেটা পড়ে অনেক উৎসাহ দাও, তাই কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের সবাইকে। আসলে বেশ কিছু ছোট গল্প লিখা আছে ঠিকই, যদিও আমার কবিতার চেয়েও কম সংখ্যায়। কিন্তু টাইপ করার জন্য পোষ্ট দেওয়া হয়ে উঠেনা, সময়ের জন্যই হবে হয়তো। তবে, চেষ্টা করবো অবশ্যই, বোনটি আমার বলেছে যেহেতু। যাগগে, তোমার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার এই ছোট গল্পটি পড়ার জন্য। ভালো থেকো অন্নেক।

    Load more comments...
Load more writings...