Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এ্যাড ইসাহক আলী প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

আঁধারে শশী (দ্বিতীয় পর্ব)

এ্যাড ইসাহক আলী প্রামানিক
কামাল কোন উত্তর না পেয়ে বেনুর দিকে রাগত নজরে তাকাল। বেনুর দৃষ্টি তার চোখকে ফাঁকি দিতে পারল না। সেই ভাবতে লাগল, সব মানুষগুলোই কি একই রকম। এখন যদি কিছুনা বলি হয়ত অন্য কোন ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাকে এখনই কিছু বলা উচিৎ।
তাই শান্ত গলায় বেনু বলল, তাহলে শুনুন আমার কথা-- আপনি যা মনে করেছেন আমি তা নই।
-- তাহলে আপনি কি? কামাল বলল।
-- আমি একজন আপনাদের মতই মানুষ।
-- মানুষ তো সবাই, তাই কি হযেছে -- ভনিতা করবেন না।
আমার মনে পড়ছে আমার বিগত ফেলে আসা স্মৃতিগুলো।
-- আমার আসল নাম জেসমীন আরা বেনু। আমার পিতার নাম সৈয়দ জাহিদ হাসান। তিনি একজন উর্দ্ধতন কালেক্টরেট কর্মকর্তা ছিলেন দিনাজপুরের। তিনি ছুটিতে রংপুরের গ্রামের বাড়িতে এসেছিলেন। তিনি আমার মা মারা গেলে পরে ২য় বিবাহ করেন। সেই সৎমায়ের ছিল ভাই। তারা ছিল অর্থ লোভী এবং সম্পদ লোভী। আব্বা যা পছন্দ করতনা এবং তাদের কে ঘৃণার চোখে দেখত। একদিন তিস্তার চরে আব্বা যায় পাখি শিকারে। সেখান থেকে আব্বা আর ফেরত আসেনি।
তারপর সৎমায়ের সহযোগীতায় সম্পদ হরণ করার চেষ্টা করেন তারা। আমাকে নানাভাবে উৎপাত করতে থাকে। কিন্তু আমাকে কোন ভাবেই হাত করতে পারে না ওরা। এই জিনিষগুলো আমার জন্মদাত্রী মায়ের। ওই জিনিষের মধ্যে আছে আমার ছবি।
ওরা আমাকে হাত করতে না পেরে গৃহ বন্দী করে রাখে। এমন কি আমার উপর রাগ করে ঘরে আগুন লাগিয়ে দেয়। আমি ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে গেলে তারা বলে আমি নাকি নিজে আত্মহত্যা করার জন্য নিজেই ঘরে আগুন দিয়েছি। আমি আর কিছু বলতে পারব না।
-- ও জিনিষগুলো আমাকে দিন। আমি ওগুলো অনেক কষ্টে ও যতেœ লুকিয়ে রেখেছি।... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - অমিত বাগচী (অন্তহীন)

    আমার মতে, যে মানুষের মাঝে পাগলামী নাই, সে কোন মানুষের ক্যাটাগরিতেই পরে না! আপনার পাগলামি আমার পছন্দ হয়েছে। এরকম চিন্তা আমি কখনও করিনি তা নয়। কিন্তু, তা বাস্তবায়ন করার ইচ্ছে হয়নি। 

    শুভ কামনা রইলো আপনার জন্য। 

    • - কামাল উদ্দিন

      আমার মতে, যে মানুষের মাঝে পাগলামী নাই, সে কোন মানুষের ক্যাটাগরিতেই পরে না! 

    - চারু মান্নান

    বেশ লাগল,,,,,একুশের শুভেচ্ছান্তে বসন্ত ভালোবাসা,

    • - কামাল উদ্দিন

    - সুখেন্দু বিশ্বাস

    আরও একটি দারুণ ছবির পোষ্ট।   

     

    শুভেচ্ছা রইলো  কামাল দা।    

    • - কামাল উদ্দিন

      শুভেচ্ছা

    Load more comments...

এ্যাড ইসাহক আলী প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

আঁধারে শশী (উপন্যাস) পর্ব-০১

এ্যাড: ইসাহক আলী প্রামানিক
(এক)
পড়ন্ত বিকেল। বাড়ীটা খালি। কামাল নিজ ঘরে বসে নিজের কাজগুলো করছে। এমন সময় কাজের বুয়া ঘরে ঢুকে পড়ল ঝড়ের বেগে। তার হাতে একটা কৌটা। কামালের সামনে রেখে বলে বসল, এইটা ভাল করে দেখেন, ছ্যামড়িটার কাছে ছিল।
কামালের কৌতুহল জাগল, সে খুলে দেখেই অবাক। তবে কি তার ঘরে সাধু বেশে চোর ঢুকেছে। আমি কি অনাথ নামে যে মেয়েটিকে ঘরে আশ্রয় দিয়েছি সে একজন অসৎ ব্যাক্তি। অসৎ উদ্দেশ্যেই এখানে এসেছে। তার মনে নানা প্রশ্নের অবতারনা হতে থাকল। তাই সে স্থির করল তাকে একবার জিজ্ঞেস করেই দেখি না, সে কোথায় পেল এসব। তাই ডাকল, বেনু।
জরুরী তলবের সুর শুনে বেনু যেন চমকে উঠল। কামাল ভাইতো আমাকে কোন দিন আমার সাথে কথা বলে না এবং ডাকেও না। তবে আজ কেন ডাকছে সে। আম্মাতো বাসায় নেই, তবে তার মতলবটা কি? নান প্রশ্নের সম্মখীন হয়ে সে তার কক্ষের দিকে পা বাড়াল। দরজায় পা রাখতে সে চমকে গেল। একি তার হাতে ওটা কেন? আমিতো ওইটাই খুঁজছি। তবে তার হাতে গেল কি ভাবে? মিনতি নয়নে এবং জিজ্ঞাসু মনে চেয়ে দেখল বেনু কামালের দিকে।
কামাল বাঘের মত দৃষ্টি ঘুরিয়ে নিল তার দিকে। বেনু যেন হক চকিয়ে গেল। কামাল কঠিন কণ্ঠে বলে ফেলল, এটা কি? কোথায় পেয়েছো? না চুরি করেছ? এটা অভ্যাস কত দিনের?
কামালের কথা শুনে বেনুর মাথায় যেন চাবুকের ঘা পড়ল। কানে যেন কি একটা বিকট আওয়াজ এসে কানটা বন্ধ হয়ে যাওয়ার যোগাড়। সে যেন আর্তচিৎকারে বলে উঠল, নানা অমন কথা বলবেন না। আমি চোর নই। তার গলার আওয়াজটা যেন কেমন জড়িয়ে গেল এবং তার শরীরটা নেতিয়ে যেতে লাগল।
আরে চুরি না হলে এতদামী জিনিষ... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - তাহমিদুর রহমান

    বেশ। চালিয়ে যান। 

    • - নাসরিন চৌধুরী

      ধন্যবাদ তাহমিদ ভাই ।আশা করি পাশে পাব কারন আমি গদ্যের ব্যাপারে নিতান্তই কাঁচা ।ভাল থাকুন।

    - সীমান্ত প্রধান

    বেশ লিখেছেন... গল্পের চমৎকার গতি পেলাম । শুভ কামনা রইল 

    • - নাসরিন চৌধুরী

      ধন্যবাদ সীমান্ত প্রধান ভাই ,ভাল থাকুন ।

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    বোন নাসরিন, ব্র্যাকেটবদ্ধ উপদেশ বা পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। পুরো গল্পটিতে ভালো মানুষের মুখোশের আড়ালে একজন সমকামী নরপিশাচের কথা সুন্দরভাবে বর্ণনা করেছ। ধন্যবাদ তোমাকে।

    • - নাসরিন চৌধুরী

      ধন্যবাদ হেনা ভাই ,আপনি গদ্যের লোক হিসেবে আমার লেখাটার যদি কোন দুর্বলতা থাকে তাহলে দেখিয়ে দিলে খুশি হব ।লেখাটি পড়েছেন সেজন্য কৃতজ্ঞ ।

    • Load more relies...
    Load more comments...

এ্যাড ইসাহক আলী প্রামানিক

১০ বছর আগে লিখেছেন

সবাইকে শুভেচ্ছা

আমি নতুন ব্লগার। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - জাকিয়া জেসমিন যূথী

    ধ্যাত! আপনার প্যারার কথাগুলো একেবারে শেষে পড়লাম!! আমি তো টিভিও দেখি না...তাই শুরু থেকে পড়তে গিয়ে ধরতে পারি নাই যে গল্প না, এইখান এডভার্টাইজ!!! 

    - জাকিয়া জেসমিন যূথী

    আপনার প্রোফাইলের কথাগুলো দারুন...কাব্যিক। 

    • - আহমেদ ইশতিয়াক

      ধন্যবাদ আপু। তবে আবার 'আপনি' সম্বোধন করছেন !!

    • Load more relies...
    - আহমেদ ইশতিয়াক

    হা হা ...

    আমিও টিভি দেখি না বললেই চলে। পাশের ঘরে টিভি চলে, আমি সাউন্ড শুনি। সারাটাদিন এই অ্যাড দেয় ! মেজাজ বিগড়ে যায়।

    Load more comments...