Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাধন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

সত্যবাণী সত্যসুর

সত্যবাণী সত্যসুর সত্য হে মহা মানব,
১৪শ বছর আগে পৃথিবীতে এসে দেখিয়ে গেছো
হেদায়াতের মহা পথ।
এমন কিতাব তুমি দিয়ে গেছো মোদের-
যাতে আছে সব সমাধান,
আঁকড়ে ধরব মোরা সে কিতাব
যাক চলে যাকনা প্রাণ।
বিশ্বের মানুষ হয়ে যাও হুস-
মান মহা গ্রন্থ আল কোরআন ,
ঐশী বাণী তা মেনে চলো সবাই
এক আল্লাহর বিধান।
কোরআন বিরুধী যে কেউ হোক-
সেতো একই আকাশের নিচে,
করবো ঘায়েল তাকে মোরা ঈমানের শক্তি বলে।
এসো এসো  হে মুসলিম এসো আল্লাহর পথে,
জালেমের বিরুদ্ধে করব জেহাদ 
আল কোরআন বুকে নিয়ে।।
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - মোঃসরোয়ার জাহান

    দারুন দারুন লাগলো....!কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাকে কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল। http://www.nokkhotro.com/post/139582-212853-328e30-07c579-.52321-016

     

    - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা রেখে গেলাম... 

    • - Debabrata Das Mona

      অনেক শুভেচ্ছাemoticons

বাধন আহমেদ

১০ বছর আগে লিখেছেন

বেদনার্থ জীবন

আলোয় গড়া জীবন আমার অন্ধকারে ঢাকা,
অণুর সমান সুখ মোর পাহাড় সম ব্যাথা।
ক্ষুদ্র দুটি চক্ষু আমার সাগর সমান পানি,
অনন্ত কালের দুঃখ নিয়ে সর্বদাই কাঁদি।
ব্যাথার আঘাতে জীবন যেন কালোহাড়ির মত,
বিবাগী হৃদয় নিয়ে আমার দুঃখ জর্জরিত।
পাবো বুঝি সুখ আমি জনম ফুরিয়ে গেলে, 
ক্ষণিকের সময় নিয়ে এসেছি এই ভবে।
কূল হারা জীবন আমার মাঝ নদীতে ভাসি,
হয়ে গেছো পর তুমি হয়েছো পরবাসী।
বেদনার্থ জীবন নিয়ে হয়না প্রেমের সৃষ্টি,
দুঃখ ফেলে সুখের দিকে দেয়া যায়না দৃষ্টি।। 
continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - মো: মালেক জোমাদ্দার

    আমার দুচোখ তখনও স্বপ্নময়

    চুম্বনে চুম্বন বাহুতে বাহু বেঁধে

    পেতল জলে নিথর ভাসাছি দুজনে অনন্তে!

    শুভ কামনা । মালেক

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much

    - বাংলার পাই বাপা

    অনেক অনেক ভালো লাগা রইলো।

    • - মোঃসরোয়ার জাহান

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

    - মাসুম বাদল

    শুভকামনা জেনো, বন্ধু!!!

    কবিতায় ভাললাগা রেখে গেলাম... 

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক অনেক ধন্যবাদ বন্ধু..........!

    Load more comments...