Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আশফাক সফল

৯ বছর আগে লিখেছেন

উন্নয়নের রাখাল ও বাঘ : বিচারকথা

(ইহা একটি কল্পনাপ্রসূত কাহিনী, কোন বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে সাদৃশ্য কাকতাল মাত্র)

রাখাল বাহাদুর মনের আনন্দে ঘাস ( থুক্কু পান) চিবাইতেছিলেন । কান চুলকাইতে খায়েছ জাগিলেও কর্ণ ছিদ্রের দুরাবস্থার কথা ভাবিয়া, মস্তিক হইতে সেই চিন্তা ঝাড়িয়া ফেলিলেন। ধীরে ধীরে কেমন যেন নস্টালজিকও হইয়া গেলেন (পানের সাথে কী কাঁচা সুপারি ছিল আজ ?) । আপন মনে গাহিয়া উঠিলেন


"বিচারপতি, তোমার বিচার করবে যারা
আজ জেগেছে সেইত জনতা ....... "

নাহ, এই জনতাকে জাগিতে দেওয়া যাইবে না । বড়ই খাতরনাক জিনিষ এরা। আজ ইহাকে ভাললাগে তো কাল উহাকে । বহু কষ্ট করে টানা দুইবার পাঁচশালা ইজারা পাহিয়াছেন। আর এই বিচারপতিদের দল, মুখে যাহা আসে বলিয়া দেয়, কথায় কথায় মোটা মোটা পুস্তককথা বলিয়া বসে। কী করা যায় ভাবিতে ভাবিতে আইন বাহাদুরকে ডাকিয়া পাথাইলেন। অবস্থা দেখিয়া, ( যত না দেখিয়া তাহার চাইতে বেশি কল্পনা করিয়া ) এক ফন্দি পাতিলেন।

"রাখাল বাহদুর, গানের মাঝেয় তো সমস্যার সমাধান আছে" কহিলেন আইন বাহাদুর।
"কী রুপে ?" রাখাল বাহাদুরের প্রশ্ন।
"তোমার বিচার করবে যারা, এই রুপে" কহিতে থাকিলেন আইন বাহাদুর "লুই কর্ণ সাহেবের নকশা করা ঘরে যারা বসে তাহারাইতো জনগন। জনপ্রতিনিধি বলিয়া কথা।"
"তো ?"
"কেন আপনার মনে নেই ? আগে তো আমারাই অভিশংসন করিতে পারিতাম। মূল আইন পুস্তকে একখানা সংশোধন করিলই সমস্যার সমাধান।" ব্যখ্যা করিলেন আইন বাহাদুর।

যেরুপ ভাবনা সেরূপ কর্ম, কালকে বিল্মবিত হইতে না দিয়া, এক দশ ছয়তম সংশোধন করিয়া ফেলিলেন।

তাহার পরেও উটকো ঝামেলার তো অভাব নাই। প্রানসখি সবাইকে বলিয়া কহিয়া বেলাইলেন... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - তাহমিদুর রহমান

    কবিতা ভাল লেগেছে সারোয়ার ভাই। 

    • - মোঃসরোয়ার জাহান

      তাহমিদুরভাই,অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য।

    - আলমগীর সরকার লিটন

    emoticons

    • - মোঃসরোয়ার জাহান

      emoticons

    - সেলিনা সাজাহার শিলপী

    পড়ে ভালো লাগলো..emoticons

    • - মোঃসরোয়ার জাহান

      অনেক ধন্যবাদ ও শুভ কামনা

    Load more comments...

আশফাক সফল

৯ বছর আগে লিখেছেন

যথারীতি প্রলাপ - ১ ও ২

১।
জীবন টোস্ট - বিস্কুটের মত
পার্থক্য ভঙ্গুরতা - শব্দে ।।
২।
নিসঙ্গ থেকে নিমগ্নতা
ঠিক যেন বার্লিন থেকে গ্রফাইট কণা ।।
continue reading
Likes Comments
০ Shares

আশফাক সফল

১০ বছর আগে লিখেছেন

হৃদয় ও ইলাস্টিসিটি

হৃদয়ের ইলাস্টিসিটি শুন্য ও অসিম
কাছে আসলে দিগন্ত পাশে,
আর বিচ্ছেদে ব্লাকহোল !!
continue reading
Likes Comments
০ Shares

আশফাক সফল

১০ বছর আগে লিখেছেন

যেন Charles Dickens এর Great Expectations এর শেষ দৃশ্য

নিমগ্ন হইনি তোমার কথায় –
ছিলাম যতটা সমকালীন গল্পের সমারোহে,
খুঁটিয়ে দেখিনি খোঁপার কাঠ-বেলি –
পরখ করেছি জলরঙের মসৃণতা।

খুঁজেছি লক্ষ বছর আগের আলোর স্পর্শ
ম্রিয়মাণ হলদে নক্ষত্রের মাঝে,
তারপর বেসেগেছি ভালো
শুধু তোমাকেই প্রিয়তমা।

তারপরও খুঁজে বেড়াই
কুয়াশামাখা বিকেল – বিচ্ছেদহীন স্পর্শ
 
(১৫ ই নভেম্বর, ২০১৩ : somewherein blog এ প্রকাশিত)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মোঃসরোয়ার জাহান

    রবীন্দ্রনাথ কখন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন খেয়াল করিনি । গল্পের বাকি অংশ পরে বলা যাবে । আকাশ ফরসা হতে শুরু করেছে । আমি রবীন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি । আর তখন মসজিদে আযান দিচ্ছে ।

    ------------------অনেক অনেক শুভ কামনা।

    - মেজদা

    পড়ছি আর পুড়ছি। ক্রমেই ভাল লাগছে। ধন্যবাদ

আশফাক সফল

১০ বছর আগে লিখেছেন

কাঁচহীন আয়না

অঙ্কের রাফখাতা থেকে চুইংগাম আর
দাঁতের খাঁজে আটক মাছের কাঁটা অথবা
তাসের বাক্সের চারটি জোকার
সবই তো আছে;
তাহলে আয়না কেন?
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - লুৎফুর রহমান পাশা

    কবিতায় ক্ষোভটা স্পস্ট। দ্রোহের ছোয়া আছে।

     

    • - Sadat Chowdhury

      ধন্যবাদ ভাই