Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ধ্রুব তারা

১০ বছর আগে লিখেছেন

শীতের সতর্কতা

 

* রাতের ঘুমানো আগে ফ্যানের স্পিড কমিয়ে রাখুন।

* বাস, ট্রেন বা লঞ্চে- দূর পথের যাত্রায় ঠাণ্ডা বাতাস থেকে যাতে সর্দি, কাশি না হয় সেদিকে খেয়াল রাখুন। দরকার হলে মাফলার ব্যবহার করুন।

* শিশুদের গায়ে যেন সরাসরি কুয়াশা না পড়ে সেদিকে খেয়াল রাখুন।

* যারা মোটরসাইকেল চালান, ঘর থেকে বের হওয়ার আগে শীতের পোশাক, উইন্ডব্রেকার বা ভেস্ট সঙ্গে রাখুন। মাথায় হেলমেট তো থাকছেই।

* শীতে অপরিচ্ছন্ন থাকলে চর্মরোগ হতে পারে। নিয়মিত গোসল ও পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করুন।

* যাদের ঠাণ্ডা জনিত সমস্যা বেশি, তারা সরাসরি ঠাণ্ডা বাতাসে না থাকলেই ভালো করবেন।

* ঘরে কাপড়ের স্যান্ডেল ব্যবহার করতে পারেন।

* সকালে শিশুদের শরীর অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়ে মালিশ করুন। প্রবীণরাও শরীরে তেল ব্যবহার করতে পারেন।

* যাদের টনসিল, শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তারা ঠাণ্ডা পানি, আইসক্রিম, বরফ ব্যবহারে সতর্ক থাকুন।

* শিশুদের ফ্রিজ থেকে ঠাণ্ডা কোনো খাবার বা আইসক্রিম খাওয়াবেন না।



Likes Comments
০ Share

Comments (6)

  • - রোদেলা

    চেতনা চেতনা চেতনা

    কোথায় তুমি? প্রতিটি মানুষের অন্তরে চেতনার সুন্দর ঘর

    অথচ তুমি নেই-- শুন্যতা শুধু-কেন?

    যাদের চেতনা দরকার তাদের হয় না আপু

    ভালো লিখেছেন।

    - মাসুম বাদল

    চেতনা তোমাকে আহবান জানাই

    ফিরে এসো তুমি বার বার অনেক বার -- আমাদের মনে অন্তরে বাসনায় 

     

    মানুষের অন্তরে 

    শান্তি আসুক নেমে... 

    - চারু মান্নান

    Dharun kobi,,,,,,

    Load more comments...