Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

যে কারণে ভ্রমনপ্রিয়দের সফল হবার সম্ভাবনা সবচাইতে বেশি



প্রত্যেকটি মানুষের কিছু নিজস্বতা থাকে, শখ থাকে, ভালো লাগার জায়গা থাকে। অনেকেই ভালোবাসেন ছবি তুলতে, অনেকে রান্না করতে, কেউবা বই পড়তে বা গান গাইতে। ঠিক তেমনি কিছু মানুষ আছেন যাদের জীবনের লক্ষ্যই থাকে পৃথিবীর আনাচে-কানাচে ঘুরে বেড়ানো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই মানুষগুলোকে উড়নচন্ডী বলে পরিবার আর আশপাশের মানুষেরা আখ্যায়িত করে থাকেন। কিন্তু ব্যাপারটা কি আসলেও তাই? আদতে এই মানুষগুলোরই কিন্তু সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে জীবনে ভালো কিছু করার। আর এর কারণগুলো নীচে উল্লেখ করা হলো।

১. পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া
ভ্রমনপ্রিয়রা সবসময়েই প্রস্তুত থাকেন যে কোন অস্বাভাবিক আর প্রতিকূল পরিস্থিতির জন্যে। কারন এটা তাদের সাথে প্রায় সময়েই হয়ে থাকে। তারা তাই খুব ভারো করে জানেন যে কোন পরিস্থিতিতে মাথা কি করে ঠান্ডা রাখতে হয় আর সামলে নিতে হয় সবটাকে। আর ঠিক এই কারণেই জীবনের কোন সমস্যাতেই সহজে ঘাবড়ে যাননা তারা।

২. নতুন কিছু করা
ভ্রমনপ্রিয়রা এক স্তানে কখনো বেশিদিন না থাকায় সহজে বিরক্ত হয়ে পড়েন না আর ফলে তাদের ভাবনার জায়গাটাও অনেক বেড়ে যায়। নতুন নতুন জিনিস আবিষ্কার করেন তারা খুব সহজেই।

৩. আবেগ নিয়ন্ত্রণ করা
ভ্রমনপ্রিয়রা নিজের আবেগ সম্পর্কে সচেতন থাকেন অনেক বেশি। অনেক খারাপ ব্যবহার আর চাপের ভেতরে দিয়ে তারা চলাচল করেন। ফলে জীবনের যেকোন কঠিন সময়েও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তারা।

৪. বিশ্বাস করার ক্ষমতা
ভ্রমনপ্রিয়দের সবসময়েই নতুন নতুন জায়গায় আর নতুন নতুন মানুষের সান্নিধ্যে যেতে হয়। সাহায্য নিতে হয় অপরিচিত মানুষদের কাছ থেকে। ফলে তাদের ভেতরে অপরিচিতদের বিশ্বাস করবার একটা সহজাত ক্ষমতা গড়ে ওঠে। পাশাপাশি নতুন সম্পর্ক তৈরি এবং মানুষ চেনার ক্ষেত্রেও তাদের পারদর্শীতা বাড়ে।

৫. ভয়কে জয় করা
ভ্রমনের সময় অনেক ধরনের বাজে পরিস্থিতিতে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ঠিক তখন পিছিয়ে যাওয়ার রাস্তাও থাকেনা। থাকেনা নতুন করে কিছু ভাবার। ফলে ধীরে ধীরে এই মানুষগুলো ভয়ের মোকাবেলা করা এবং হঠাত্ পদক্ষেপ নেবার মতন সিদ্ধান্ত নিতে দুবার ভাবেন না।

৬. সম্ভাবনা বাড়া
ভ্রমনপ্রিয়রা নতুন নতুন জায়গায় ভ্রমনের ফলে অনেক নতুন কিছু শেখেন, ভাষা জানেন, বন্ধুত্ব স্থাপন করেন। ফলে একটু একটু করে তাদের জীবনে ভালো করবার সম্ভাবনা অন্য যে কোন মানুষের চাইতে অনেকটা বেড়ে যায়।

৭. প্রভাবিত করার ক্ষমতা
ভ্রমনপ্রিয়দের ভেতরে অন্যদেরকে প্রভাবিত করবার এবং তাদের কাছ থেকে কোন ধরনের সমস্যা ছাড়াই কাজ গুছিয়ে নেওয়ার অদ্ভূত একটা গুন থাকে। ফলে এরা জীবনের যেকোন সময়েই অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারেন এবং ভালো ব্যবস্থাপক হিসেবে ভূমিকা রাখতে পারেন।

৮. বেশি দেখবার ক্ষমতা
যারা ভ্রমন করেন খুব বেশি তাদের দেখার ক্ষমতা অন্যদের চাইতে অনেক বেশি থাকে। খুব সাধারন জিনিসেও তারা অসাধারন ব্যাপার খুঁজে বের করবার মতন ক্ষমতা রাখেন। ফলে কোন ধরনের কাজে লাগাবার মতন ব্যাপারই তাদের চোখ এড়িয়ে যায়না।

৯. হাসতে জানা
ভ্রমনপ্রিয়রা মনখুলে হাসতে এবং ঠিক কোন সময়ে উপভোগ করতে হবে সেটা আলাদা করতে জানেন। ফলে তাদের জীবন অনেকটা স্বাচ্ছন্দ্যে কেটে যায়।

১০. আবেগ প্রকাশের ক্ষমতা
যেকোন খারাপ পরিস্থিতিতে নিজের মুখভঙ্গী ঠিকঠাক রেখে মিথ্যে আবেগ প্রকাশ করতে পারেন ভ্রমপ্রিয়রা। কেবল তাই নয়, নানারকম মানুষের ভেতর থেকে তথ্য কি করে বের করে আনতে হয় এবং তাদের কথাকে কতটা মনযোগ দিয়ে শুনতে হয় সেটা কেবল ভ্রমনপ্রায়রাই ভালো জানেন।

১১. সঠিক বিচারক
যেকোন পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে সত্যিকারভাবে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলবার ক্ষমতা রাখেন ভ্রমনপ্রিয়রা। ফলে মানুষের আস্থা তাড়াতাড়ি অর্জন করে ফেলেন তারা। কখন কি করতে হবে সেটা বুঝে নিয়ে সফলও হন খুব সহজে।

১২. মিতব্যায়ী
ভ্রমনপ্রিয়রা জানেন যে কখন কতটা খরচ করতে হবে এবং কতটা জমা করতে হবে। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে চালানোর ব্যাপারে এদের জুড়ি নেই। ফলে এই মানুষগুলোকে কখনোই খুব বেশি আর্থিক সংকটে পড়তে হয়না।