Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি



রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি রাজাপুর উপজেলার একটি প্রসিদ্ধ গ্রাম সাতুরিয়া। রাজাপুর- পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কিছু পূর্বে সাতুরিয়া গ্রামের জমিদার বাড়ির মাতুলালয়ে বাংলার বাঘের জন্ম। প্রায় ৩ শত বছর আগে সাতুরিয়ায় জমিদার বাড়িটি নির্মাণ করেন। এছাড়া দেখা যায় বিশাল এলাকা প্রায় একশত একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িতে অনেকগুলো পুকুর, ফুলের বাগান, তিনটি পুরনো কারুকার্য খচিত মোঘল আদলের তৈরি দালান, প্রধান ফটক বা সদর দরজা। তাঁর পৈত্রিক বাড়ি বরিশালের চাখার হলেও, শৈশবের মধুর সময়গুলো মায়ের সাথে মামাবাড়ি সাতুরিয়ায় কেটেছে। তাঁর প্রাথমিক শিক্ষা হয়েছে জমিদার বাড়ির মক্তবে। সাঁতার কেটেছেন বাড়ির সান বাঁধান পুকুরের ঘাটে। শুধু শৈশব নয়, তার রাজনৈতিক জীবন এবং কর্মজীবনের বহু মূল্যবান সময় তিনি সাতুরিয়া জমিদার বাড়িতে কাটিয়েছেন।

রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিদার বাড়ির মাতুলালয়ে বাংলার বাঘের জন্ম। রাজাপুর- পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কিছু পূর্বে সাতুরিয়া গ্রাম অবস্থিত ।

প্রায় ৩ শত বছর আগে সাতুরিয়ায় জমিদার বাড়িটি নির্মিত হয় । এখানে আসলে দেখাতে পাবেন বিশাল এলাকা প্রায় একশত একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িতে অনেকগুলো পুকুর, ফুলের বাগান, তিনটি পুরনো কারুকার্য খচিত মোঘল আদলের তৈরি দালান, প্রধান ফটক বা সদর দরজা। শেরে বাংলার পৈত্রিক বাড়ি বরিশালের চাখার হলেও, শৈশবের মধুর সময়গুলো মায়ের সাথে মামাবাড়ি সাতুরিয়ায় কেটেছে।