Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

শাওমি\'র বাঁশের তৈরি স্মার্টফোন



চীনের মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি একের পর এক নতুন ফোন নিয়ে উপস্থিত হচ্ছে। আর এবার তারা উন্মুক্ত করতে যাচ্ছে বাঁশের তৈরি স্মার্টফোন ‘মি নোট ন্যাচারাল ব্যাম্বু এডিশন’।

ব্যাম্বু এডিশনে ফোনটির কেসিং এ ধাতব পদার্থের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই ফোনে স্ন্যাপ ড্রাগন কোয়ার্ড কোর প্রসেসর, ৮০১ এসওসি চিপসেট, ৫.৭ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লেতে ৩৮৬ ঘনত্বের পিক্সেল এবং ৩৩০ জিপিউ ব্যবহার করা হয়েছে। আরও রয়েছে ৩ জিবি র্যাবম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, এলইডি ফ্লাশ এবং ৩ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ডুয়েল সিমের এই স্মার্টফোনটি ৪জি নেটওয়ার্ক সমর্থন করবে।

মার্চের ২৪ তারিখে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে এবং চীনের বাজারে এটির মূল্য ৩৭০ ডলার। নতুন এই ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে অনলাইনে।