ইউরোপের সেরা পুরস্কার উয়েফা বেস্ট প্লেয়ার অব দ্যা ইয়ারের জন্য সেরা-১০ এ মনোনীত হয়েছেন মেসি,নেইমার,সুয়ারেজ এবং রোনাল্ডো সহ আরও অনেকে যারা এবারের সেরা পারফর্মার।
নিচে তাদের জাতীয় দল ও ক্লাবের নামসহ তালিকা দেওয়া হলো:
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পুর্তগাল-রিয়াল মাদ্রিদ)
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা-বার্সেলোনা)
৩. নেইমার জুনিয়র (ব্রাজিল-বার্সেলোনা)
৪. লুইস সুয়ারেস (উরুগুয়ে-বার্সেলোনা)
৫. ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম-চেলসি)
৬. পল পগবা (ফ্রান্স-জুভেন্টাস)
৭. আর্তুরে ভিদাল (চিলি-জুভেন্টাস)
৮. গিয়ানলুইগি বুফন (ইটালি-জুভেন্টাস)
৯. আন্দ্রে পিরলো (ইটালি-জুভেন্টাস-এই সিজন থেকে নিউ ইয়র্ক সিটি)
১০. কার্লোস তেভেজ ( আর্জেন্টিনা-জুভেন্টাস-এই সিজন থেকে বোকা জুনিয়র্স)