Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

অপেক্ষার প্রহর শেষে মাঠে ফিরছেন আশরাফুল


বাংলাদেশের জমজমাট লিগ বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার জন্য ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশের এ তারকা ব্যাটসম্যান। কিন্তু সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম তারকা খেলোয়াড় ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। আগামী বছরের আগষ্টেই মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের লিটল মাষ্টার আশরাফুল।

বাংলাদেশের সাবেক অধিনায়কের নিষেধাজ্ঞারর মেয়াদ ছিল ৫ বছর। কিন্তু শর্ত সাপেক্ষ সেই মেয়াদ কমে এসেছে তিন বছরে। তাই তিনি আগামী বছর আগষ্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। তবে তার আগেই তিনি বাংলাদেশের ঘরোয়া লিগে খেলতে পারবে বলে জানা গেছে। বিসিবির নির্ভরযযোগ্য সূত্রে জানা গেছে তিনি এ বছরের শেষের দিকে ঘরোয়া লিগে অংশগ্রহণ করতে পারবে। আশরাফুলের জন্য আইসিসির কাছে অনুমতি চাইবে বিসিবি। চলতি বছরের শুরুতে আইসিসির নতুন নিয়মের সুবিধা আদায় করে ঘরোয়া ক্রিকেট খেলছেন পাকিস্তানের মুহাম্মদ আমির।