Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

‘ফিক্সিং’ ভূত তাড়াবেন ডালমিয়া



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) এর ফিক্সিং একটা পুরনো সমস্যা। তবে এবারের অষ্টম আসরে এই অভিশাপকে এক হাত নিতে পিছুপা হবে না কমিটি সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। এমনকি বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়াও জানিয়ে দিলেন, এবার সত্যিই যদি ফিক্সিংয়ের ঘটনা ঘটে তাহলে তিনি নিজ হাতে টা দমন করবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক সংবাদে প্রথমবারের মতো এবার প্রকাশ করে, রাজস্থান রয়্যালসের এক খেলোয়াড়ের কাছে বাজিকরা ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে এসেছিল। আর সেই খেলোয়াড় সাথে সাথেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে জানিয়ে দেয়।
ওই খেলোয়াড়কে বাজিকর প্রস্তাব দেয়, আগে থেকেই ফলাফল নির্ধারণ করতে।

এদিকে এক্সপ্রেসের প্রতিবেদনের ভিত্তিতে ডালমিয়া ভারতের একটি ইংরেজি দৈনিককে বলেন, ‘আমাকে আগে ওই রিপোর্টটা আগে আমাকে ভালো করতে বুঝতে দিন। তবে এভাবে বসে থাকার প্রশ্নই ওঠে না! আমরা তদন্ত শুরু করেছি এবং অপরাধীর শাস্তি হবেই।’
তিনি আরো বলেন, ‘এই তদন্ত আমার দ্বারা সম্পাদিত হবে।’

গত বছর ভারতীয় পেসার শ্রিশান্ত ম্যাচ পাতানোতে জড়িয়ে পড়েন। এমনকি আইসিসির বর্তমান চেয়ারম্যান এন শ্রীনিবাসন ও তার জামাতাও এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।