Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

বিয়ে না করে ৪০ পেরনো বলিউড নায়িকারা

বলিউডের কিছু নায়িকা আছেন যাঁরা ৪০ পেরিয়ে গেছেন কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেন নি|  এরা প্রত্যকেই নিজেদের প্রমাণ করেছেন এবং ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রতিপত্তিও অর্জন করেছেন|  আসুন আজকে তাঁদের বিষয়ে কিছু জেনে নেই|তাব্বু : অফ বিট ছবিতে অভিনয় করার জন্য এখনো জনপ্রিয় এই অভিনেত্রীর বয়স ৪৪ বছর|  এখনো কিন্তু উনি অবিবাহিত| যদিও অনেক সহ নায়কের সঙ্গে ওঁর নাম জড়ানো হয়েছে|  কিন্তু কারুর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন নি উনি|  বিয়ের পরিকল্পনা নিয়ে ওঁকে প্রশ্ন করা হলে উনি উত্তর দিয়েছেন ‘ এই টপিক এখন পুরনো হয়ে গেছে|  যা হয় নি তাই নিয়ে কথা বলে কী লাভ?

প্রীতি জিন্টা : কিংস 11 পাঞ্জাব এর মালকিন‚  এছাড়াও একটা প্রডাকশন হাউজ আছে ওঁর|  কিছুদিন হলো ছবি পরিচালনাও করছেন উনি|  বাবলি প্রীতি জিন্টাই প্রমাণ যে একজন মহিলার সাফল্য পাওয়ার জন্য কোন পুরুষের দরকার হয় না|  দীর্ঘদিন নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেম করার পর ওঁদের বিচ্ছেদ হয়ে যায়|  এবং এখন উনি আবার ‘ সিঙ্গল‘ | ৪০ বছরের অভিনেত্রী জানিয়েছেন ‘ আমি খুব লাকি|  আমার এখন প্রেম করার সময় নেই| অবশ্যই একদিন  বিয়ে করতে চাই| যদি কোনদিন কাউকে পাই সবাইকে জানিয়ে দেবো|  যদিও শোনা যাচ্ছে উনি নাকি খুব তাড়াতাড়ি একজন বিদেশীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন|

সুস্মিতা সেন : ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতে নতুন ইতিহাস তৈরি করেন উনি| কারণ এর আগে ভারতীয় কোন মহিলা ওই খতাব জেতেন নি| উনি বেশ কিছু সফল বলিউডের ছবিতে অভিনয় ও করেছেন| দুটি কন্যা সন্তান রেণে আর আলিশাকে দত্তক ও নিয়েছেন|  রণদীপ হুডা বা ওয়াসিন আক্রমের সঙ্গে ওর নাম জুড়লেও এখন ওর ৪০ বছর বয়স এবং উনি এখনো সিঙ্গল| উনি জানিয়েছেন উনি এখন শুধুমাত্র ওর দুই কন্যার সঙ্গে সময় কাটাতে চান‚ এবং সুদূর ভবিষ্যতে বিয়ের কোনো পরিকল্পনা নেই ওর|

উর্মিলা মাতন্ডকর : ১৯৮০ সালে ‘ মাসুম ‘ ছবিতে শিশু শিল্পী হিসেবে হিন্দি ছবিতে ডেব্যু করেন উনি| এরপর বড় হয়ে বেশ কিচু সফল ছবিতে নায়িকার
চরিত্রে অভিনয় করেন উনি|  ৯০ এর দশকের এই সেক্সি ডিভার এখন ৪১ বছর বয়স| এবং এখনো উনি অবিবাহিত| যখনই ওকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে উনি জানিয়েছেন‚ ‘ আমি সেক্সি‚ এলিজিবেল আর সিঙ্গল থাকতে চাই|  আমার বিয়ের বা কোন পুরুষের এখন অব্দি দরকার পড়ে নি|

মল্লিকা শেরাওয়াত : বলিউডের এই সেক্স গডেস ‘খোয়ায়িশ‘ এবং‘মার্ডার‘ এর মতো ছবিতে অভিনয় করে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন|  উনি যখন বলিউডে পা রাখেন তখন শোনা যায় উনি নাকি বিবাহিত এবং ডিভোর্সি|  কিন্তু উনি এই খবরটাকে গুজব বলে উড়িয়ে দেন| ৩৯ বছরের এই অভিনেত্রী রিয়েলিটি শো ‘খয়ালোঁ কী মল্লিকা‘ তে নিজের জীবন সাথী নির্বাচন করতে আসেন|  কিন্তু শেষ অব্দি মনের মতো কাউকে পান নি উনি|