Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

আমি ন্যুড না



ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার পিঠখোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখোমুখি হন তিনি। আজ নিজের ফেসবুকে পিঠখোলা ছবি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন এ অভিনেত্রী।

স্পর্শিয়া তার ফেসবুকে লিখেন, ‌'আমি চাইলেই বলতে পারি এটা আমি না, কিন্তু এটা আমি। এটা কিন্তু ন্যুড না। আমি জানি, আমি ন্যুড না। কিন্তু আপনাদের দেখে মনে হতে পারে যে আমি ন্যুড। পিঠ এ কাপড় নাই। ছবিটা দৃষ্টিকটু হওয়ার কারণে আপ হওয়ার পরের দিনই টিজেডস স্টোরকে অনুরোধ করেছিলাম ছবিটা নামাতে। তারা প্রোফাইল পিক থেকে নামালেও কোনো এক অ্যালবামে থেকে যায়। এটা আরও এক মাস আগের ঘটনা। কিন্তু আজকে কেন এটা নিয়ে কথা হচ্ছে?'

পিঠখোলা ছবির ব্যাপারে নিজের ব্যাখ্যাও দাড় করিয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, 'আপনাদের বলতে চাই আমি এবং অনেকেই ব্লাউজ পরে পিঠ খুলে না রাখলেও ব্লাউজ এমন থাকে যে পুরা পিঠটাই দেখা যায়। বাট ওটা ঠিক আছে। আরও অনেক রকম ড্রেস পরে অনেকেই পিঠ খোলে রাখলেও ঠিক আছে। কিন্তু এটা তে শুধু চেইন ছাড়া। ড্রেস দেখা যাচ্ছেনা দেখে এটা নিয়ে এত বাজে কথা হচ্ছে। আমি একমত যে এটা কোনো ভাল ছবি না, দৃষ্টিকটু।

জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য এমন কাজ করা তার দরকার নেই উল্লেখ করে স্পর্শীয়া বলেন, 'জনপ্রিয়তার জন্য বা তারকা হওয়ার জন্য এটা কি আমার পাবলিসিটি স্টান্ট? আপনারা অনেক আগেই আমাকে জনপ্রিয়তা দিয়েছেন। স্টার বানিয়েছেন। এখন কি এসব আমার আসলেই দরকার? না। তাহলে কেনো এমন মন্তব্য? হ্যা আমি খুব ঢাকা কাপড় এমনেই পরি না। কিন্তু এমন কাপড়ও পরি না যেটা আমি ক্যারি করতে পারি না। যেটা দেখতে বাজে লাগে। আর অবশ্যই আবেদনময়ী এবং ভালগারের মধ্যে একটা পার্থক্য আছে। ফুল হাতার কাপড় পরলেও কাউকে ভালগার লাগা সম্ভব। হ্যা, এই ছবিটা ভালগার এসেছে। যার কারণে ছবিটা নামিয়ে ফেলা হয়েছিলো। এটা আজকে আবার আমার নামের পেইজ থেকে এটা অাপলোড করা কেনো?'

‌ভক্ত ও ফলোয়ারদের উদ্দশ্যে তিনি বলেন, ‌'আমার ভক্ত, ফলোয়ার এবং এমনকি যারা আমাকে ঘৃণা করেন তাদেরও বলছি, নায়লা নাঈম বিকিনি পরে ছবি দিলে আমি হিজাব পরে ছবি দেই না যে এখন উনি হিজাব পরলে আমাকে বিকিনি পরতে হবে! এটা রমজান মাস হোক আর না হোক এই ছবিটা আমি স্পর্শিয়া কখনোই আপ দিবো না। দেই নাই। ছবি তোলাটাই হয় তো উচিত হয় নাই সেটা বলবোনা। কারণ আমি জানি আমি কি করেছি আর কি পরেছি। আমি আশা করি আপনারা আমাকে বুঝবেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি জানি আমার এই স্ট্যাটাস এ ঐ ছবির মতো লাইক বা কমেন্ট পড়বে না। কারণ এটা ভাল । কি অদ্ভূত না? আপনাদের খারাপ জিনিস ভালোও লাগে আবার আপনারাই খারাপটা নিয়ে অভিযোগ করেন। যখন ভাল কথা লিখি তখন কেউই দেখেনা। যখন নুসরাত ফারিয়া আর আমি ঝগড়া করি তখন ফোনে কল পর্যন্ত চলে আসে আামাদের কাছে! এই দেশে জনপ্রিয় হওয়ার জন্য কাপড় খোলা বা পরার কোনোটারই প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু ফেসবুকিং করা। আপনাদের কাছে কারো ভাল হতেও সময় লাগে না খারাপ হতেও সময় লাগে না। তবুও আপনাদের ভালোবাসি।