Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

ঘরে বসেই সেরে নিন পার্লারের ৭ রকম ব্যায়বহুল হেয়ার স্পা



চুল রুক্ষ, নিস্তেজ, শুষ্ক হয়ে গেলে হেয়ার স্পা করার প্রয়োজন পড়ে। প্রাণহীন চুলকে ঝলমলে উজ্জ্বল করে তুলেতে হেয়ার স্পা তুলনাহীন। কিন্তু সব সময় পার্লারে গিয়ে হেয়ার স্পা করানো সম্ভব হয়ে ওঠে না। এটি বেশ সময় ও অর্থ সাপেক্ষ ব্যাপার। তবে চিন্তা নেই, আপনি চাইলে ঘরোয়া উপায়েই করে ফেলতে পারেন হেয়ার স্পা। আসুন জেনে নিই, ঘরে বসে হেয়ার স্পা সেরে ফেলার ৭ কৌশল।

১। অলিভ অয়েল ম্যাসাজ
অলিভ অয়েল ম্যাসাজ চুলের জন্য খুব ভাল একটা স্পা। অলিভ অয়েল দিয়ে মাথার তালুতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে ১০ মিনিট পুরো মাথা ঢেকে রাখুন। তোয়ালের গরম ভাব চুলে স্টিমের কাজ করে। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। অলিভ অয়েল ম্যাসাজ করলে আপনি চুলে কন্ডিশনার ব্যবহার এড়িয়ে যেতে পারেন।

২। অ্যাভোকাডো কন্ডিনশিং প্যাক
অ্যাভোকাডো নতুন চুল গজাতে সাহায্য করার পাশাপাশি চুলকে মসৃণ কোমল করে থাকে। একটি অ্যাভোকাডো চটকে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার চুলে এই প্যাক মাখুন। ২০ মিনিট এর পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩। শসার প্যাক
১ টি ডিমের সাদা অংশ, ২ টেবিলচামচ অলিভ অয়েল, ৪ টুকরো শসা দিয়ে প্যাক তৈরি করে নিন। মাথার তালু, চুলে ভাল করে প্যাকটি লাগিয়ে নিন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল স্বাস্থ্যোজ্জ্বল এবং ঝলমলে হবে।

৪। ডিমের প্যাক
নারিকেল তেলের সঙ্গে ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন। সম্পূর্ণ চুলে মেখে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার ব্যবহার করুন। এই প্যাকটি চুলকে নরম ও মসৃণ করে তুলবে।

৫। পাকা কলার প্যাক
একটি পাকা কলা চটকে নিয়ে এতে অলিভ অয়েল এবং ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার প্যাকটি চুলে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল শ্যাম্পু করে ফেলুন।

৬। দুধ ও মধুর প্যাক
খুব সহজ এবং কার্যকরী একটি স্পা হল দুধ মধুর প্যাক। এক গ্লাস দুধের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। এরপর এটি চুলে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন। এতে চুল অনেক বেশি ঝরঝরে ও প্রাণবন্ত হবে।

৭। স্ট্রবেরি প্যাক
স্ট্রবেরি সাধারণত ত্বকের যত্নে ব্যবহার হলেও চুলের স্পাতে এটি অনেক ভাল কাজ করে থাকে। এক কাপ চটকানো স্ট্রবেরির সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ও একটি ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি চুলে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন।