Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকবাল মাহমুদ ইকু

৯ বছর আগে লিখেছেন

প্রিয় জানালায়

এমনই কিছু তালি দেয়া স্বপ্ন যখন 
ঘুম নিয়ে কাড়াকাড়ি করে, তখন ঠিক সেই 
স্যাঁতসেতে জানালায় কড়া নাড়ি; প্রিয় জানালায়। 
জ্যোৎস্না গুলো এলোমেলো বিছানায়; নেই তবু-
কি যেন নেই! কি যেন নেই! কি যেন নেই!

নিরন্তে,অস্পষ্ট কল্পনাগুলো, হঠাৎ বুকে-
রাত্রি হয়ে ওঠে ঝাপসা চোখের মত। 
অদিতি,
সে প্রতিক্ষার পাড় ধরে ধরে আমি আছি
হঠাৎ রোদ্দুর হয়ে তুমি আসবে বলে। 
ক্ষুদা তৃষ্ণায় ম্লান, সাথে জল এনো, 
ঐ চিবুক ছোঁয়া জলে বিলিন হয়ে যাব।

অদিতি,
তোমার পায়ের ছাপ দেখি ধুলোতে
কখনো মেঘের পাড়ে তোমার চোখ;
আঁকাবাঁকা জন্মনীল চোখের ছোঁয়া_
এ দুটো ঠোঁট ঋণী হয়ে থাকে 
তোমার মায়াভিরু লাজুক ঐ ঠোঁটে ।
Likes Comments
০ Share

Comments (3)

  • - শাহ আলম বাদশা

    কবি হতে চাইলে বানানভুল আর শব্দগঠনে সতর্ক হতেই হবে! কি নয় হবে কী,  বেড়িয়ে নয় হবে বেরিয়ে (বের হয়ে) আর বেড়িয়ে মানে বেড়ানো 

    • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

      স্যার 

      আপনাকে অনেক ধন্যবাদ

      আমি তো প্রায় কি আর কী এর ব্যবহার ভুলেই গিয়েছিলাম

      আপনাকে পাশে পেয়ে খুব ভাল লাগল

      emoticons

    • Load more relies...
    - লুৎফুর রহমান পাশা

    চেষ্টা করলে সবাই তার কাংখিত জিনিস পেতে পারে

     

    • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

      আপনার এ প্রেরনায় আমি এগিয়ে যেতে চাই 

      শুভেচ্ছা রইল 

      emoticons