Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ জাকারিয়া জামান

১০ বছর আগে লিখেছেন

জলবায়ু সম্মেলন ২০১৩ ও বাস্তবতা।

জলবায়ু সম্পর্কিত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণের পর আবহাওয়াবিদেরা এই বলে একমত হয়েছেন যে গেল বছর অর্থাৎ ২০১২ সাল ছিল গত কয়েক শতকের মধ্যে সবচেয়ে উষ্ণ। ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা IPCC’র বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত হয়েছে যে, আজ পৃথিবী যে পরিমানে উষ্ণ হয়ে উঠেছে তাতে মানব সৃষ্ট কারণগুলি ৯৬% দায়ী। ১৮ শতকের শিল্প বিপ্লব শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত পরিবেশের উপর আমরা যে অবিচার করেছি তার প্রতিদান হিসাবে প্রকৃতি আমাদের জলোচ্ছ্বাস, বন্যা, সাইক্লোন, অতি বৃষ্টি আর অনাবৃষ্টির মত তিক্ত উপাদান উপহার দিয়ে যাচ্ছে। জলবায়ু সম্মেলনটি এমন সময় আয়োজিত হচ্ছে যখন ফিলিপাইন “হায়ান” নামের এক ভয়ানক ঘূর্ণিঝড়ের কারনে মানবিক বিপর্যয়ের সম্মুখীন।
এমন একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পোল্যান্ড’র রাজধানী ওয়ারশ’তে ইউনাইটেড নেশন্স ফ্রেইমওয়ার্ক কনভেনসন্স অন ক্লাইমেট চেইঞ্জ বা UNFCCC’র কনফারেন্স অফ পার্টিজের ১৯তম অধিবেশন বা COP19 এর সম্মেলন শুরু হয়েছে এবং সেই সাথে কিয়াটো প্রটোকল সম্পর্কিত CMP9’র সম্মেলনও আরম্ভ হল। দুই সপ্তাহের এই সম্মেলনটি ঘিরে শত কোটি মানুষের অনেক আশা আকাংখা রয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দেশ ফিলিপাইনের প্রতিনিধি উদ্ভোধনী দিনে ভাষণ দিতে গিয়ে জানান এই সম্মেলন থেকে ভালো কোন কিছু না শোনা পর্যন্ত তিনি অনাহারে কাটাবেন। তার মত শত কোটি মানুষ এই সম্মেলন থেকে ভালো কিছু শোনার অপেক্ষায় আছে।      
২০০৯’এ ডেনমার্ক, কোপেনহেগেন’র COP15’র সম্মেলনে ধনী দেশগুলির ভিতর একটা গা ছাড়া ভাব ছিল। কার্বন নিঃসরণ রোধের ব্যপারে তাদের কোন কার্যকরী ভূমিকা চোখে পড়েনি। কিন্তু আস্তে আস্তে তাদের মানসিকতার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে যা আশা জাগানিয়া। বিশ্বের বড় কার্বন নিঃসরণকারী দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি তার দেশকে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে এক নির্বাহী আদেশ প্রদান করেন। এই পদক্ষেপ অন্যান্য ধনী দেশকে... continue reading
Likes Comments
০ Shares