Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

kamrul Hasan Masuk

১০ বছর আগে লিখেছেন

স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগীতা ২০১৪ স্বাধীনতার ডাক

 

 

 

স্বাধীনতার ডাক শুনে যে, আসল নাত কেউ 

ওহে যুবক, ওহে তরুন, রইলি তোরা কই।

 

মা বোনদের ইজ্জত যে আজ দুলায় লুন্ঠিত

শিশু কন্যারা আজ যে অনাহারে ক্লিষ্ট।

 

রক্তে রক্তে ভাসসে মানুষ

পঁচা গন্ধে চতুর্দিক বিমুখ 

মরা মানুষ ভাসছে নদীতে।

 

ওহে যুবক ওহে তরুণ

এখনও রইলি তোরা কেমন নিঃশ্চুপ।

মারা মারি কাটাকাটি হচ্ছে নির্বিচারী

ঘুম হত্যা আর রাহাজানি চলছে সমান তালে।

 

বুদ্ধিজীবী, মৎস্যজীবী, চাকুরীজীবীরা মিলে

সমান তালে রুখছে যে আজ অসীম সংগ্রামে।

কুলি-মজুর, নাপিত-তাঁতি দাঁড়ায় একই সাথে

সাদা-কালোর সব বেধাবেধ ভূলে তারা 

লড়ছে মরণ পনে।

 

ওহে যুবক ওহে তরুণ, ডাকছে তোমায় ভীরে

রকত দিবার শ্রেষ্ট সময়, ঢালবে নিঃশেষে।

নিজের জীবন বিলিয়ে দাও, লক্ষ্য প্রাণের দামে

জাতি তোমায় মনে রাখবে সভ্যতা যত দিন থাকে।

 

Likes Comments
০ Share