Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safat Shoeb Bisshoy

৯ বছর আগে লিখেছেন

মৃত্যুর ডাক

লতিফ সাহেব পেশায় একজন ব্যবসায়ী মধ্যবয়স্ক, বয়স পঞ্চাশ ছুইছুই । নিউ মার্কেটে ব্যাগের দোকান তার। খুব বেশি না হলেও ব্যবসায়ে যা আয় করেন মোটামুটি চলে যায় তার একার সংসার । ঘুরতে বড্ড  ভালবাসেন ,একমাত্র ছেলে রাকিব আমেরিকাতে আন্ডার গ্রাজুয়েট পড়ছে, যোগাযোগ হয় না বললেই চলে।
তাই নেই কোন পিছুটানও । যখন ইচ্ছা , যেখানে ইচ্ছা ঘুরতে বেরিয়ে পড়েন। নেই কোন বাধা,নেই কোন বিপত্তি । নিজের এই স্বাধীন জীবনের একমাত্র সঙ্গী  তার একমাত্র বন্ধু  জামান। তারও ব্যাগের দোকান ছিল, ঠিক লতিফ সাহেবের পাশে।সেই সুত্রেই লতিফ সাহেবের সঙ্গে তার পরিচয়।
তিনি ব্যবসায় মার খেয়ে বর্তমানে একটি কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে  চাকুরী করছেন । কোন কাজেই তিনি বেশি দিন থিতু হতে পারেন না ।হয় তিনি চাকুরী ছেড়ে দেন, অথবা কোন কারনে বরখাস্ত হন। এই বিশেষ কারনে তিনি বিয়ে করেননি । এইভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিল দুই বন্ধুর জীবন।
এমনি একদিন জামান সাহেব আসলেন লতিফ সাহেবের দোকানে তার সাথে দেখা করতে ঃ
"কিরে জামান ? তুই?এতদিন পরে? নতুন চাকুরী পেয়েতো বন্ধুর কথা ভুলেই গেছিস!! "
"কি যে বলিস তুই! তোকে ভুলে যাবো? আসলে এই চাকুরীটা নিয়ে এত ব্যাস্ত থাকি যে তোর সাথে দেখা করতে আসতে পারিনা। তারপর বল বন্ধু, তোর কি খবর? " নিজের ব্রিফকেস রাখতে রাখতে ব্জিজ্ঞেস করলেন তিনি।
"খবর বেশি ভাল না! দোকানে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি । কবের থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না!"
"তা যা বলেছিস । সামনেই কোরবানির ঈদের ছুটি আছে। চল কোথাও ঘুরে আসি। " বলেই চোখ কুচকে উঠল তার।
"তা বল ।কোথায় যেতে চাস? "
"চল কুয়াকাটা থেকে ঘুরে আসি ।... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - রব্বানী চৌধুরী

    " আজ তাদের ভালোবাসার তিন বর্ষপূর্তি " 

    আমাদের অনেক শুভেচ্ছা রইলো ওদের জন্য আর ভালো লাগলো গল্প। শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।

     

    • - টোকাই

      ধন্যবাদ রব্বানী ভাই । emoticons

    - তাহমিদুর রহমান

    খুব ভাল লাগল।

    তিন বছর আগে তারা ঠিক করেছিল তাদের পছন্দের ঋতুর একটি দিনকে এই বিশেষ দিন হিসেবে বেছে নিবে  । দুজনেরই খুব পছন্দ বর্ষাকাল । নৌকায় ঘুরোঘুরি, কদম ফুল ছোঁড়াছুঁড়ি আর জমে থাকা পানিতে রাস্তায় লাফালাফি করে বেড়ানোয় যারপরনাই আনন্দ পায় তারা । আর দুজনেই বর্ষার কোনো একটি দিনে ভিজে একাকার হয়ে যায় ।

    emoticonsemoticons

    - সুলতানা সাদিয়া

    বাহ কবির গল্পের হাতও দেখছি বেশ! শুরুটাতো মিষ্টি। শেষটা পড়ে আসি।

    • - টোকাই

      ধন্যবাদ  সাদিয়া   আপু । emoticons      

Safat Shoeb Bisshoy

৯ বছর আগে লিখেছেন

ক্ষোভ

ক্ষোভ জানতে ইচ্ছা করে খুব,
দেখতে কেমন? আসলে ইহা কি?
রাগ, দুঃখ নাকি অদম্য ইচ্ছাশক্তি !
১৯৭১ এর সেই ভয়াবহ যুদ্ধ,
হানাদারের গুলিতে মুক্তিরা বিদ্ধ,
অত্যাচারে সইতে হল মা বোনসুদ্ধ,
বাচল না কেউই ,আবাল বনিতা বৃদ্ধ।
এবার হবে জমযুদ্ধ, আসলো বাহিনী মিত্র!
আসলো এবার বিজয়, দুর হল শত্রু।
কেন এত রাগ ? কেন ছিলনা দেশে শান্তির একটুও লেশ?
ইহাই তো ক্ষোভ জেনে নাও সবশেষ!
ঈদে যখন আকাশে উঠে ওই শশী ,
আনন্দের জোয়ার ছড়িয়ে যায় চারিদিকে রাশি রাশি,
সবার বাসায় রান্না হয় নতুন নতুন খানা,
পাশের বস্তির পিচ্চি টোকাই যে না খেয়ে আছে তাকি সবারই অজানা?
নুন আনতে পান্তা ফুরায়, না খেয়ে থাকাই যেন তার তকদীর শেষমেশ!!
ঈদ যেন তার কাছে রোজার একত্রিশ,হে খোদা তোমার কুদরত অশেষ!!
কিসের এত দুঃখ ,কিসের এত রেষ,
ইহাই তো ক্ষোভ জানো তুমি তবে সবশেষ!!
পড়ে পড়ে ভাল ছেলে রাত কাটায় জেগে,
পড়তে হবে , থাকতে হবে সবার আগে ,
এত হইচই কেন ? কি হচ্ছে শাহাবাগে ?
গনজাগরন মঞ্চ যেন স্লোগানে কেপে উঠেছে রাগে!
কি চাই তাদের ? কি তাহাদের দাবি?
দেশের উন্নয়ন,রাজাকারের ফাসির জন্য উঠল রব এই!
কিসের এত উদ্দীপনা , কোন শক্তি আসলো এইদেশ?
ইহাই তো ক্ষোভ জানো তবে সবশেষ ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - রুদ্র আমিন

    আজ শুনলাম নেত্রকোনা নাকি কোথায় নিষিদ্ধ ঘোষনাও করা হয়েছে... দেশকে বেশি ভালবাসি বলেই এই সকল কাজ করতে আমাদের গাঁয়ে বাজে না.... যারা পতাকা উত্তোলন করেছেন তাদের কয়জন মানুষ আমাদের (বাংলাদেশের) জাতীয় পতাকা উড়িয়েছেন...খুঁজেই পাই না.....হায়রে দেশ প্রেমিক...আমরা।

    - আসাদ ইসলাম নয়ন

    এক মত হতে পারলাম না । আমাদের প্রতিবেশি দেশ গুলো অবস্থা আমাদের মতোই । কই কেউ তো দেশপ্রের প্রশ্ন তুলছেনা । ভাই দেশপ্রেম এতো সস্তা জিনিস না । মুক্ত বিশ্বের বিশাল পরিবারের সাথে মিশেই দেশপ্রেম টিকিয়ে রাখতে হবে । নয়তো আমরা এক ঘরে হয়ে হারিয়ে যাব ।