Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সালাহ উদ্দিন শুভ্র

১০ বছর আগে লিখেছেন

আমরা আবার কিভাবে দেশ স্বাধীন করব?

দেখা যাইতেছে দেশ স্বাধীন করার সংগ্রাম আজও শেষ হয় নাই।- সলিমুল্লাহ খান
 
অনেকেই কথাটা বলে থাকেন, স্বাধীনতা যুদ্ধ আজও শেষ হয় নাই। এই কথাটা যতদূর ইতিহাসে জানা যায় সিরাজ সিকদারের নেতৃত্বে সর্বহারা পার্টি বলেছিল একাত্তরের ষোল ডিসেম্বরের পরপর। তারা যে কারণে অস্ত্র জমা দেয় নাই। 'যুদ্ধ' চালিয়ে গিয়েছিল। তাদের এই অসমাপ্ত যুদ্ধকান্ড অনেকেই তখন পছন্দ করেন নাই, 'বিচ্ছিন্নতাবাদি', 'সন্ত্রাসি' ইত্যাদি বলে তাদের সমালোচনা করেছিলেন। 'দেশ গড়ার সময় যখন' তখন এমন নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেয়ার নানা তৎপরতাও ইতিহাসের জানা আছে। তো দেশ গড়ার নানা চড়াই ও উতরাই পার হয়ে জাতি যখন চল্লিশটা বছর পার করে দিল তখন কেন ফের দেশ স্বাধীন করার জরুরত ঝান্ডাসমেত খাড়া থাকল? পাকিস্তান নাই, 'বিজাতীয়' বৈষম্য নাই, বেলুচিস্তান রেজিমেন্ট নাই তারপরও দেশ স্বাধীন করার জরুরতটা কোথায় জাগিয়া আছে?  দেশ গড়ার কাজের খবর লইতে গিয়া আমরা জানতে পারলাম হায় দেশটাই তো 'অস্বাধীন' থেকে গেছে আজও!
এমনকি দেশে বিপ্লব সাধন করতে চান, সমাজতন্ত্র কায়েম করতে চান তারাও দেশ স্বাধীনের অপূর্নতার কথা স্বীকার করেন, মেনে নেন। এখন দেশ পুনরায় অথবা সম্পুর্ণ স্বাধীন করার কথায় আমরা কি বুঝব? 'রাজাকারদের বিচার' করার মধ্য দিয়েই কি দেশ সম্পূর্ন স্বাধীনতা লাভ করবে। মনে হয়া না এ কথায় কেউ সায় দিবেন। সামাজিক বৈষম্য, অনাচার, ইত্যাদি ইত্যাদি দূর করার মধ্য দিয়ে দেশ স্বাধীন হবে? এ কথায় কেউ কেউ সাড়া দিবেন। কিন্তু একে তো আমরা দেশ স্বাধীন বলব না। বা আসলে বলা যাবেও না। অন্যের কাছ থেকে দেশের সীমানা বা শাসন, স্বার্বভৌমত্ব উদ্ধারের নাম দেশ স্বাধীন করা। এখন সেই পরিস্থিতি নাই, অন্য না নিজেদের ভোটে, নিজেদের অর্জিত ভূখন্ডে, নিজেদের সংবিধানের আওতায় যখন আমরা বাস... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - নীল সাধু

    কবির অন্তর্গত বেদনা ফুটে উঠেছে লেখায়। ]

    ভালো লাগা রইলো। সুন্দর থাকুন।

    আসামী রে বিচার দিয়ে কি হবে কন, তারে ধরার ব্যবস্থা করেন। আমরা রাজ স্বাক্ষী হমু না হয়

    • - লুৎফুর রহমান পাশা

      অহন সে পর হইয়া গেসে

      তার কাছে আমি নিত্য পরবাস।

       

      কে এনে দেবে তারে

      আমি খুজি যারে

    - মিশু মিলন

    'অহন আমার জোছনা মরে অমাবশ্যার হাতে

    কার কাছে গিয়া কমু আমার মানুষ আইনা দাও।'

     

    বেদনার দারুন প্রকাশ। ভাল লেগেছে কবিতা। ভাল থাকুন।

    • - লুৎফুর রহমান পাশা

      পড়ার জন্য অনেক ধন্যবাদ

    - চারু মান্নান

    তার নালিশ আমি কার কাছে দিমু

    যার কাছে আমার জমিন বান্ধা পাও।

    অহন আমার জোছনা মরে অমাবশ্যার হাতে

    কার কাছে গিয়া কমু আমার মানুষ আইনা দাও। AR KUON LAGBO NA HA HA

    • - লুৎফুর রহমান পাশা

      বলার মানুষ নাইরে ভাই

    Load more comments...