Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ ফাহাদ খন্দকার

৯ বছর আগে লিখেছেন

কল্পনা

হঠাৎ রাস্থায় দেখলাম আর্মি পেট্রল কনভয়। চারিদিকে আর্মি পারসনেল'রা অবস্থান নিয়েছে। মানুষ জন খেলা দেখার মত ভান করে চায়ের দোকান গুলোতে হুমড়ি খেয়ে টিভির নিউজ দেখছে ।

মানুষজন যাদের কখন জনগন হিসেবে গন্য করা হত না, তারা সস্থির নিঃশ্বাস নিচ্ছে। পরবর্তীতে তাদের কাছ থেকে জানতে পারলাম দেশের ২ নেত্রীকে একজনকে পাপুয়া নিউগিনি আর আরেকজনকে প্রস্পার উতসেয়া (জিম্বাবুয়ে) এর দেশে  নির্দলীয় সেনা প্রধান তাদের পছন্দের ২ টি জায়গায় ১০০ বছরের জন্য নির্বাসন দিয়েছেন।


নির্বাসন কথাটি শুনেই আমার ঘুম ভেঙে গেলো।


*** সম্ভবত কল্পনার জন্য এই দেশে শাস্তি বা জেল দিবেন না পুলিশ ভায়েরা ???!!!! নাকি আবার বাসায় কল্পনার জন্য পুলিশ পাঠাবেন !!!   

   
Likes Comments
০ Share