Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

‘‘পরকীয়া প্রেম” আগামী মাসে চট্টগ্রাম যাচ্ছে

‘‘পরকীয়া প্রেম”আগামী মাসে চট্টগ্রাম যাচ্ছে  

এবিএম সোহেল রশিদ

নতুন বছরে শুরু হলো আরেকটি নতুন ছবির কাজ। পরকীয়া প্রেম।নামটা শুনে চমকে উঠলেও সমসাময়িক গল্প। সমাজের অবক্ষয়, অগোছালো জীবনের পরিণতি নিয়ে গল্প এগিয়েছে। ছবির পরিচালক নতুন। এটাই তার প্রথম ছবি। প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন অনেক দিন। ছবির গল্প ও সংলাপও তার লেখা। তিনিই জানালেন গল্পের মুল উপজীব্য। গল্পের ভিতর যেমন আছে হাস্যরস তেমনি আছে টানাপড়েন। আর এর দুইয়ের সুন্দর সংমিশ্রণ ঘটিয়েছেন লেখক পরিচালক জাকির। পরকীয়া প্রেম নামটি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন। সমাজের অসংগতি গুলো তুলে ধরাই লেখকের কাজ ।পত্রিকার পাতা খুললেই ঘটনা প্রতিদিন পাবেন। এর শেষ পরিণতি সুখকর নয় ।আরা সিনেমার মাধ্যমে এই অসঙ্গতিটি তুলে ধরে এর একটা সহজ সমাধানও দেখিয়েছে। সমাজের দুষ্ট ক্ষত সারাতে আমার এই ছবিটি একটি বিশেষ ভূমিকা রাখবে। পরিচালক ও প্রযোজক একই সুরে কথাগুলো বললেন।

গল্প, সংলাপ ও পরিচালনা জসীম উদ্দিন জাকির, চিত্রগ্রহণ জুয়েল, রূপসজ্জায় শেখ শরীফ, সঙ্গীতে জাবেদ আহমেদ কিসলু ও রুমি সেন।

অভিনয়ে জেফ, সাইফ খান, রোদেলা তিথি, মিথিলা, কাবিলা, ববি, জ্যাকি, বাদল, রেবেকা সিরাজ হায়দার প্রমুখ।

ছবিটি প্রযোজনা করছেন মোঃ আলমগীর।

 

‘দশদিনের মত শুটিংও শেষ করে এনেছি বাকি অংশের কাজ হবে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে’কথা প্রসঙ্গে জানালেন ছবির প্রযোজক আলমগীর।

 

জেফ অত্যন্ত ভাল অভিনয় করেন। টেক্সিক্যাব চলকের ছদ্মবেশে একজন বিচক্ষণ গোয়েন্দা কর্মকর্তা। তার চাল চলনে সেই ক্ষিপ্ততা ও দক্ষতা চোখে পড়ার মত। সংলাপ উচ্চারণেও মুনশিয়ানা আছে। ট্যাক্সি ক্যাব দুর্ঘটনার পর মালিক ও চালকের কাছে জীবন বড় না গাড়ি বড় এ নিয়ে অম্লমধুর ঝগড়ার দৃশ্য পরিচালক ফ্রেমে বন্দি করলেন। দেখে ভালই লাগল। প্রসঙ্গক্রমে জেফ জানালেন ‘ এখন আমাদের শেখার পালা। দর্শকরা যদি সিনেমা হলে গিয়ে ছবি দেখে আমাদের উৎসাহ দেন তা হলেই আমাদের পথ আরও মসৃণ হবে।’

তারুণদের হাতেই যেন থাকে বিজয়ের পতাকা। এ প্রত্যাশা করার সময় হয়েছে।

 

 

 

০ Likes ১ Comments ০ Share ৪৩১ Views

Comments (1)

  • - সুমন আহমেদ

    চমৎকার!

    রক্তিম আগুন সুন্দর উপমা...

    আমরা অন্তিম সূ‍র্যে লালের পার্থক্য বুঝি না
    তাই প্রতিটি সকাল এঁকে যায় জানালার পৃ‍থিবী। ... এ দু লাইন আরো সুন্দর। শুভেচ্ছা।

     

    • - আমির আসহাব .

      ধন্যবাদ

    - চারু মান্নান

    sundor kobi,,,,,,,,

    • - আমির আসহাব .

    - ফেরদৌসা রুহি

    আমরা হাঁটতে শিখি নাই
    শি‍খেছি- বিষণ্ন হওয়ার সহজ পন্থা হুম

     

    কিন্তু আমার বিষণ্ণ থাকতে ভাল লাগেনা

    • - আমির আসহাব .

      বিষণ্ন হতে কার মেনে চায়?