Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সাইফুল ইসলাম

৯ বছর আগে

২য় টেস্টের ভাগ্য নির্ধারিত হবে কাল

চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কাল খেলা হবে পঞ্চম দিন। এ মুহূর্তে বাংলাদেশ ২৬৬ রানে এগিয়ে কিন্তু ২য় ইনিংসে পড়ে গেছে পাঁচ পাঁচটি উইকেট। প্রথম ইনিংসে সেঞ্চুরী করলেও ২য় ইনিংসে সমসাময়িক তামিমকে খুঁজে পাওয়া গেল। এবার ওপেনিং পার্টনারশিপ ২৮। এই সিরিজে সম্ভবত এটাই সবচেয়ে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ। ওয়ানডেতে ইমরুল, শাহরিয়ারকে না নিলেও টেস্টে যে তাদেরই নেওয়া উচিত এটা নির্বাচকরা কবে বুঝবেন? এখন যারা খেলছে যেমন শামসুর, কিছুদিন হলে তাকেও আপনারা ভুলে যাবেন। এরকম অবিবেচক কাজ নিশ্চয় ন্যাশনাল টিমের সিলেকটররা করার কথা না। মমিনুল ১ম টেস্টের ১ম ইনিংসে ফিফটির করার পর ২য় টেস্টের ২য় ইনিংসে পেলেন সিরিজের দ্বিতীয় ফিফটি। প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ানও ব্যর্থ হয়ে ফিরে গেছেন মাত্র ছয় রানে। তবে সাকিব আল হাসানের কাছে ২য় ইনিংসের বোলিংয়ে দল অবশ্যই অনেক কিছু আশা করছে। তবে মাহমুদুল্লাহকে যে মিডল অর্ডারে তুলে দেওয়ার সিন্ধান্তটি যে সঠিক ছিল তা তিনি ঠিকই প্রমাণ করে চলেছেন। চতুর্থ দিনের খেলা শেষের আগে তিনি অপরাজিত আছেন ৬৩ রানে, সিরিজে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরী। কাল সকালে দর্শকরা অপেক্ষায় আছেন এক ম্যাচে তিন নম্বর সেঞ্চুরীর প্রত্যাশায়। সমালোচনায় বিদ্ধ শুভগত হোম এবার কিছুটা হলেও ব্যাট হাতে রান পেয়েছেন। দেখা যাক তিনি কাল মাহমুদুল্লাহকে যোগ্য সংগ দিতে পারেন কিনা! 

০ Likes ০ Comments ০ Share ৪৭৩ Views

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    ভালো লিখেছেন। তবে, শব্দটা ফোগলা নয়, ফোকলা !

    - সুলতানা সাদিয়া

    মজার।

    - টোকাই

    emoticons