Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইসমাইল হোসেন

১০ বছর আগে

হাসির কৌতুক

।।১।।

লিটল জনি পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় উঠে ইশ্বরকে ডাকাডাকি শুরু করলো।
ইশ্বর ও ইশ্বর!!! শুনছো!
কি হয়েছে আমার প্রিয় জনি?
তোমার কাছে ১ কোটি বছর মানে কতক্ষন?
আমার কাছে ১ কোটি বছর হলো ১ মিনিট।
ও, আচ্ছা তোমার কাছে ১০০০ কোটি টাকা মানে কত পয়সা?
১০০০ কোটি টাকা আমার কাছে তো ১ পয়সারও কম।
তাইলে তুমি আমাকে ১টা পয়সা দাওনা। প্লিইইজ।
মাত্র ১ পয়সা!! ঠিক আছে বাছা। জাস্ট ১ মিনিট ওয়েট করো।
-এই বলে ইশ্বর অদৃশ্য হলেন।

 

।।২।।

খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ ও একজন নাগরিক প্লেনে করে একজায়গায় যাচ্ছিল।
খালেদা জিয়া হঠাত বলল, "আমি বাংলাদেশের ১ জন নাগরিককে সুখি করতে পারব।"
সবাই বলল, "কিভাবে???"
খালেদা জিয়া বলল, "আমি যদি একটা ১০০ টাকার নোট এখান থেকে ফালাই তবে সেটাকে একজন নাগরিকপাবে। সুতরাং সে খুশি হবে।
শেখ হাসিনা বলল, "তাহলে আমি দশজনকে খুশি করতে পারব দশটা ১০০ টাকার নোট ফেলে।"
এবার এরশাদ বলল, "তাহলে আমি একশজনকে খুশি করতে পারব একশটা ১০০ টাকার নোট ফেলে।"
এবার সেই নাগরিক বলল, "আমি গোটা দেশকে খুশি করতে পারব।"
সবাই বলল, "কিভাবে???"
নাগরিক বলল, "আপনাদের তিনজনকে বিমান থেকে ফেলে দিয়ে।"

।।৩।।
ভবিষ্যতবাণী :
এক ব্যক্তি ভাগ্যের সন্ধানে জ্যাতিষীর কাছেহাত দেখাতে গিয়েছে।
সেই ব্যক্তির হাত দেখে জ্যোতিষী বলছে……………
জ্যোতিষী: আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।
ব্যক্তি: (মহাখুশিতে) তাই নাকি ???কী কপাল নিয়া যে জন্মাইছিলাম !!!cool
জ্যোতিষী: বেশি খুশি হইয়েন না।
ব্যক্তি: কেন?
জ্যোতিষী: কারন ১৩ নারীর একজন আপনার বিবি আর বাকিগুলা আপনার কন্যা।

।।৪।।

মুখে এক, মনে আরেকঃ
“Excuse Me” (যখন কোনো ছেলে ছেলেকে বলছে) = মাইর চিনস্?
“Excuse Me” (যখন কোনো ছেলে কোনো মেয়েকে বলছে) = আমি তোমাকে কিছুক্ষণের ​ মধ্যেই বাগে আনতে যাচ্ছি।
“Excuse Me” (যখন কোনো মেয়ে কোনো ছেলেকে বলছে) = আমার সাথে আজাইরা টাইম পাস করার কথা চিন্তাও কইরো না!
“Excuse Me” (যখন কোনো মেয়ে কোনো মেয়েকে বলছে) = মানে কি? নিজেরে কি মনে কর? হিন্দি সিরিয়ালের ​ নায়িকা?

১ Likes ৩ Comments ০ Share ১২২৮ Views

Comments (3)

  • - মাসুম বাদল

    সত্যি ভাবার বিষয়, 'আমরা কোথায় চলেছি...'

    • - জামাল হোসেন সেলিম

      ধন্যবাদ ভাই মাসুম বাদল আপনার সাপোর্টের জন্য। দিনকে দিন আমরা কী যেন হয়ে যাচ্ছি!

    - তৌফিক মাসুদ

    আমরা অনেক বেশি প্রতিবাদী হয়ে গেছি, কিন্তু সত্যের জায়গায় এর ভাগ শূন্য। আর ক্ষমার আদর্শ তো উঠেই গেছে।