Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন ইসলাম

৮ বছর আগে

স্বাস্থ্যকর নখের জন্য ১০টি অবশ্য পালনীয় কাজ


সুস্থ ও সুন্দর নখ কেবল আপনার হাতের সৌন্দর্যকেই বাড়িয়ে তোলে না, এটি আপনার ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। হয়তো স্টাইলিশ ও নানা রঙের নেইলপালিশে নখ ঢেকে রাখতে পারবেন। কিন্তু স্বাস্থ্যের খাতিরে তো কোন কম্প্রোমাইজ চলে না। তাই সুস্থ থাকার জন্যই প্রয়োজন একটু যত্ন নেয়ার।   জেনে নিন স্বাস্থ্যকর নখের জন্য ১০টি অবশ্য পালনীয় কাজ।

 

সঠিক পদ্ধতিতে পরিষ্কার করুন আপনার নখ, নখ কাটার সময় যত্ন নিয়ে কাটুন। ব্লেড নয়,নেইল কাটার ব্যবহার করুন।
প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে নখের কিউটিকলে পেট্রোলিয়াম জেলি বা জলপাই তেল মেখে দিন। এতে নখ ঝলমলে ও মজবুত থাকবে।
অত্যধিক ক্ষতিকর কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী পরিহার করুন। নেইল পলিশ ও রিমুভার তো অবশ্যই।
হাত ও পায়ের ম্যাসাজে নখে রক্ত সরবারহ বৃদ্ধি পায়, এতে আপনার নখ হবে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল।
সুষম খাদ্য গ্রহণ করুন; বিশেষ করে আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার আর প্রচুর সবুজ শাক-সবজি রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।
হাত বা পা বেশিক্ষণ ভেজা রাখবেন না। এতে নখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সবসময় শুকনো করে মুছে রাখুন।
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আজই ত্যাগ করুন।
সম্ভব হলে মাসে একবার পার্লার থেকে পেডিকিউর ও মেনিকিউর করান।
রান্নাবান্না বা অন্য কোন কাজে নখ হলদে হয়ে গেলে লেবু ঘষে নিন। দেখবেন আবার পরিষ্কার হয়ে গেছে।
নখে সাদা দাগ, ঢেউ বা অন্য কোন অসুবিধা হলে অবহেলা করবেন না। অবশ্যই ডাক্তারের কাছে যান।

নখে যে কোন ধরণের বিকৃতি হতে পারে বিশাল কোন শারীরিক সমস্যার লক্ষণ!   মেনে চলুন সুস্থ নখের জন্য এই ১০টি নিয়ম। সুস্থ থাকুক আপনার নখ, সুস্থ থাকুন আপনি।
০ Likes ০ Comments ০ Share ৪১১ Views

Comments (0)

  • - টি.আই.সরকার (তৌহিদ)

    ভাল লাগলো ! কিন্তু, হঠাৎ কর নিয়ে এমন ঝড় উঠলো কেন প্রিয় ?

    • - সুমন সাহা

      ভালো লাগলো জেনে ভালো লাগলো।

      কর নিয়ে ঝড় উঠেছে। কারণ হচ্ছে দেনা বেড়ে গেছে। শোধ করার তাগিদাপত্র ধরিয়ে দিচ্ছি।

      শুভেচ্ছা রইলো প্রিয়।emoticons

      ভালো থাকুন। সবসময়। অনেক।

    - মামুন

    অনেক ভালো লাগা রইলো।emoticons

    • - সুমন সাহা

      অনেক ভালোলাগা রেখে গেলেন লেখাতে। আমি আপ্লুত হলাম।

      শুভেচ্ছা জানবেন প্রিয়।emoticons

    - মনজুরুল আলম প্রিন্স

    ভাল লেগেছে

    • - সুমন সাহা

      ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

      শুভেচ্ছা জানবেন।emoticons