Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

৮ বছর আগে

স্টেইন ভুল বুঝিয়ে ক্ষমা চাইলেন


বাংলাদেশের বিপক্ষে খেলে নিজের শক্তি অপচয় করতে চান না, সম্প্রতি ‘উইজডেন ইন্ডিয়া’ কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েন স্টেইন। ফেসবুক ও টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

এমন অবস্থায় নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন স্টেইন। তিনি বলেন, ‘আমার নজরে এসেছে যে সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে দেওয়া আমরা বক্তব্যকে কিছু মানুষ ভুল বুঝছেন। আমি দুঃখিত যদি কাউকে আঘাত করে থাকি। আমার বক্তব্য পুনরায় পড়ে বোঝার চেষ্টা করবেন, শান্তি চাই।’



আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সেই সফরে এসে বোলিং করে নিজের শক্তি অপচয় করতে আগ্রহী নন তাদের পেসার ডেল স্টেইন। এ সম্পর্কে ‘উইজডেন ইন্ডিয়া’ কে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বাংলাদেশের বিপক্ষে কিছু বল অপচয় না করে, বড় বড় টুর্নামেন্টের জন্য আমি নিজেকে জমিয়ে রাখতে চাই!’

তিনি আরো বলেন, ‘আমি বরং বাংলাদেশে গিয়ে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ বোলারদের সাহায্য ও সমর্থণ দিতে চাই, আর আমার বাকি থাকা ১০ হাজার কিংবা ২০ হাজার ডেলিভারি বড় টুর্নামেন্টগুলোতে ব্যাবহার করতে চাই। এই মুহূর্তে আমার এমনি মনে হয়, যদিও ক্যারিয়ারের শুরু দিকে হলে আমি যেকোন দেশে, যেকোন সিরিজেই খেলতে চাইতাম।’

দেশের জন্য বিশ্বকাপ জেতার তীব্র আকাংক্ষা থেকেই এমন চিন্তাভাবনা বলে জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রতি যথেষ্ঠ সম্মান রেখেই বলছি, এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলে আমার আত্মবিশ্বাসে কোন উন্নতি আসবে না, যা আমি বিশ্বকাপের মতো আসরে কাজে লাগাতে চাই!’

০ Likes ০ Comments ০ Share ৪৭২ Views

Comments (0)

  • - মনজুরুল আলম প্রিন্স

    ভাল লাগলো। শুভ্চ্ছো রইলো।emoticons

    • - অর্বাচীন পথিক

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই ব্লগে নতুন আশা আপনাদের পাশে পাবো।

    • Load more relies...
    - সুমন সাহা

    //এখন দেখার বিষয় এই যে, এই যাএা কতখানি মানব কুলকে এগিয়ে নিয়ে যায়। এখন শুধু অপেক্ষা সেই দিন গুলোর জন্য।//

    সত্যিই দেখা যাক, এই যাত্রা মানবকুলকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে।

    অনেক অনেক ধন্যবাদ। নক্ষত্রে আপনার প্রথম পোষ্টের মন্তব্যকারী হতে পেরে ভালো লাগছে।

    শুভেচ্ছা রইলো।

    ভালো থাকুন। সবসময়।

    • - অর্বাচীন পথিক

      অনেক খুশি হলাম আপনাকে ও পেয়ে আমার পোস্টয়ে।

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুমন সাহা।

    - এই মেঘ এই রোদ্দুর

    দেখা যাক কতদুর কি হয় । আমরা অপেক্ষায় মঙ্গলে যাওয়ার জন্য

     

    সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ আপি

    • - অর্বাচীন পথিক

      আমি ও আবেদন করছিলাম কিন্তু আমাকে তাঁরা নেইনি  emoticons

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু

    Load more comments...