Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে

সৌরজগতের বাইরে সবচেয়ে ছোট গ্রহ

সৌরজগতের বাইরে অন্য কোনো 'পৃথিবীর' সন্ধান পাওয়া মানুষের বহুদিনের ধ্যান-জ্ঞান। আর সন্ধানের এ ইতিহাসে প্রতিনিয়তই যোগ হচ্ছে চমকপ্রদ ও আশাপ্রদ নানা ঘটনা ও তথ্য। এমনই এক আশাপ্রদ তথ্য হচ্ছে, আমাদের সৌরজগতের বাইরে সবচেয়ে ছোট গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর পরিবেশও খানিকটা আমাদের পৃথিবীর মতোই। গ্রহটির নাম রাখা হয়েছে 'কেপলার ১০বি'।

যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, কেপলার ১০বি-এর ব্যাস পৃথিবীর ব্যাসের ১ দশমিক ৪ গুণ এবং ভর পৃথিবীর ভরের ৪ দশমিক ৬ গুণ। গ্রহটির ভূপৃষ্ঠ আমাদের পৃথিবীর মতোই পাথুরে। তবে গ্রহটি তার সূর্যকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে বলে সেটিতে প্রাণের উদ্ভব সম্ভব হয়ে ওঠেনি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার টিমের সদস্যরা সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সৌরজগতের বাইরে দূরবর্তী গ্রহ-নক্ষত্রের সন্ধানে নাসার বিশেষভাবে নির্মিত টেলিস্কোপ কেপলার ৫৬০ আলোকবর্ষ দূরের ওই গ্রহটি আবিষ্কার করে।

নাসার কেপলার সায়েন্স মিশনে নেতৃত্ব দানকারী সান জোসে স্টেট ইউনিভার্সিটির জ্যোতি পদার্থবিজ্ঞানের অধ্যাপক নাটালি জানিয়েছেন, কেপলার ১০বি যদি এর সূর্যের খুব কাছাকাছি অবস্থিত না হয়ে থাকে, তবু দিনের বেলায় এর তাপমাত্রা ১৩০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কথা। ফলে এতে কোনোভাবেই প্রাণের বিকাশের কোনো সম্ভাবনা নেই। তবুও এই আবিষ্কার এযাবৎকালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলির গবেষক জিওফ্রে মারসি বলেছেন, 'মহাজগতে আমরা একা কি না, সে সন্ধানে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ। কেপলার ১০বি হলো মহাকাশের চিত্রে বিভিন্ন ঘটনায় আমাদের হারিয়ে যাওয়া নানা তথ্যের মধ্যে যোগসূত্রের মতো। কেপলার ১০বি মানব-ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার ।

 
০ Likes ১ Comments ০ Share ৪৬১ Views

Comments (1)

  • - রব্বানী চৌধুরী

    স্বাগতম আপানাকে, নিয়মিত লিখবেন। 

    ভালো লাগলো কবিতার কথামালা, অনেক অনেক শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।  

    • - অস্বাভাবিক এক মানুষ আমি

      ধন্যবাদ ভাইয়া, কি সব জটিলতায় নিয়মিত থাক্তে পারি নাই।

      এখন থেকে নিয়মিত হবার আশা রাখি।

    - রব্বানী চৌধুরী

    অন্যের পোষ্টে মন্তব্য দিয়ে নক্ষত্র ব্লগকে জাগিয়ে তুলন।  শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। 

    • - অস্বাভাবিক এক মানুষ আমি

      বুঝলাম না,লেখলাম পদ্য এইখানে এখন দেখি গদ্যাকারে আসতেছে :O

      এই ব্লগে আমি কিছুই বুঝতেছি না কেমনে অপারেট করব।

      তিন দিন চেষ্টার পর আমি আজকে খুজে পাইছি কেমনে মন্তব্য করব।

      সত্যি ব্যাস্ততা আর টেকনিক্যাল প্রবলেম গুলা কাটাতে পারছি না।

      তাই ইচ্ছা থাকলেও পারছিনা মন্তব্য করতে।

      তবে অচিরেই সমস্যা কাটিয়ে উঠব আশাকরি।

      ধন্যবাদ ভাইয়া,মন্তব্য আর মহৎ উপদেশের জন্য।

    • Load more relies...
    - সুলতানা সাদিয়া

    স্বাগতম,শুভকামনা রইল।

    • - অস্বাভাবিক এক মানুষ আমি

      ধন্যবাদ।