Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাজনীন পলি

১০ বছর আগে

সেই সব পুরুষদেরকে বলছি ............

সেই সব পুরুষদেরকে বলছি ............

নারীরা তাদের নিজস্ব পুরুষকে উজাড় করা ভালবাসা দিতে চায়, সেই সাথে স্নেহ ও সম্মান । কিন্তু সত্যিকারের পুরুষ কোথায় ? পুরুষেরা সব মধুকর হয়ে পুষ্প থেকে পুস্পে ছুটে চলেছে ।এ যেন ‘ তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই ’ এর মত ! সে সোনার হরিণের দেখা আর কোনদিন মেলে না । এই সব পুরুষেরা যদি একজনে তৃপ্ত হত তাহলে বুঝত জীবনটা কত সুন্দর । তারা যদি তাদের নিজস্ব নারীকে ( স্ত্রী ) আবিস্কারের চেষ্টা করতো তাহলে বুঝতো সৃষ্টিকর্তা কতখানি মাধুরী মিশিয়ে নারীকে সৃষ্টি করেছেন । প্রতিটি নারীই অসাধারণ অনন্যা । শুধু এটা বোঝার মানুসিকতা থাকা চায় । ক্লান্ত বিশ্রান্ত দুঃসহ সময়ে নারীর কোলেই পুরুষ পেতে পারে পরম শান্তি । এ যুগের পুরুষেরা খুব সহজেই বলে ফেলে ভালবাসি ( এই শব্দটার ইংরেজিটাই বেশি বলে ) সন্দেহ জাগে এই শব্দতার মানে সত্যিই তারা উপলব্ধি কোন কালে করতে পারে কিনা । তাদের ভালবাসা পদ্মপাতার জল অথবা তার চেয়ে ও ক্ষীণ । তারা নারীর নাম জানার আগে তার শরীর জানতে চাই । এটা কখনো সত্যিকারের পুরুষের কাজ না । নারীকে আগে জান , তার হৃদয়ে অবস্থান পাকাপোক্ত কর । একটু একটু করে প্রথমে হৃদয় তারপর শরীর হরণ কর তারপর বুঝবে নারীর কত রহস্য । এই রহস্য জানতে সহস্র বছর কেটে যাবে তারপর ও জানা শেষ হবে না । কিন্তু তোমরা অতি আধুনিক, তোমাদের এত সময় কোথায় ? তাইতো এক রাতেই বউকে তোমাদের পুরানো লাগে । তোমাদের গোপন পাড়াতে যাওয়ার হিড়িক দেখে আর বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান দেখলে বিনা দ্বিধায় বলে দেওয়া যায় নারীর সহস্র রহস্যের এক অংশ ও তোমরা জানতে পারনি । প্রেমিক প্রেমিকাদের কথা আর কী বলবো ? কী এক ব্রেকআপ কালচার চালু হয়েছে ! এসব দেখে শুনে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় “ এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না শুধু সুখ চলে যায় । ”

২ Likes ১৩ Comments ০ Share ৭০৮ Views

Comments (13)

  • - মাসুম বাদল

    খুবই ভালো লিখেছেন...

    সামাজিকেই ব্যাধি যে কবে সারবে...

    - শহীদুল ইসলাম প্রামানিক

    সুন্দর কবিতা

    - তাহমিদুর রহমান

    ওয়েল ট্রাই। এরকম আঞ্চলিক কবিতা লিখুন। ভাল হবে। 

    Load more comments...