Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Blog Moderator

৮ বছর আগে

সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার ৪র্থ পর্বের ফলাফল : বিজয়ীদের অভিনন্দন

সুপ্রিয় ব্লগারবৃন্দ

নক্ষত্র ব্লগের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন গ্রহণ করুন। আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে শেষ হয়েছে সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার সব কটি পর্ব। ইতিপুর্বে ১ম,২য় ও ৩য় পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার ৪র্থ পর্বের ফলাফল ঘোষণা করার পালা। প্রতিযোগিতার নিয়মানুযায়ী গতকালই ৪র্থ পর্বের ফলাফল ঘোষণা করার কথা ছিল। অনিবার্য কারণ বশত বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নিচে সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতার ৪র্থ পর্বের ফলাফল ঘোষণা করা হলো। আপনার অবগতি ও মুল্যায়নের জন্য বিজয়ী সহ মনোনীত সকল প্রতিযোগীর প্রাপ্ত মান প্রকাশ করা হলো।

কবিতা/ছড়ক/গান ক্যটাগরীতে বিজয়ী হলেন 

১। পথশিশু - টৌকাই

২। একুশ আমার – এস আহমেদ লিটন

২। অতঃপর ছুটি – তানিম হক

গল্প/রচনা/চিঠি ক্যটাগরীতে বিজয়ী হলেন

১। নেকড়ে অরণ্যে – নাজনীণ পলি

২। শিবঃপ্রাত – শাহ আজিজ

৩। তৃষিত হিয়া – নদী  

বিবিধ ক্যটাগরীতে বিজয়ী হলেন

১। বাংলা ডিকশনারী ঘাটাঘাটি করে কঠিন শব্দের মিশ্রন কতটা শ্রেয় – মৌনতা

২। স্বপ্ন পুরণের পথে এক ধাপ এগিয়ে - এ টি নুর শেখ লিটা

৩। বাংলা সাহিত্য - প্রবীর কুমার শিকদার

 

বিজয়ীদের নক্ষত্র ব্লগের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।

এবার দেখে নিন বিজয়ীসহ সকল মনোনীত লেখকের প্রাপ্ত মানের তালিকা।

 

ক্যাটগরী-১ কবিতা/ছড়া/সংগীত এ সকল মনোনীত লেখকের প্রাপ্তমানের তালিকাঃ

বিষয়

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

পথশিশু

টোকাই

২.৯

৭.৯

ভাগ দেবেনা

মোহাম্মদ অয়েজুল হক

১.৪

৫.৫

ইশ্বর বলতে আমি মানুষ বুঝি

মোকসেদুল ইসলাম

১.৮

পুর্বে পুরস্কৃত

কিছু কথোপকথন

কাফাশ মুনহান্নামা

১.৫

৬.৫

পাতা ঝরার আস্ফালন

জামান একুশে

৫.৫

১.৩

৬.৮

নিষিদ্ধ আর্কাইভ

মুদ্রা

২.৮

পুর্বে পুরস্কৃত

প্রেমের পথেই চলো

হরি দাস পাল

৪.৫

১.২

৫.৭

কষ্ট কারিগর

সোহেল আহমেদ পরাণ

৫.৫

১.৭

৭.২

একুশ আমার

এস আহমেদ লিটন

৩.০

৮.০

স্রোতের উত্তপ্ত হাওয়া

ইনজামুল হক

১.৩

৫.৩

তোমায় ভেবে লেখা

ফাইছুল আলম

১.১

৫.১

কষ্টের নষ্টামি

ইবনে শামস

৪.৫

১.২

৫.৭

মাতৃভাষা বাংলা আমার

এই মেঘ এই রুদ্দুর

৫.৫

১.৬

৭.১

এমন যদি হতো

টি আই সরকার তৌহিদ

১.২

৫.২

অতঃপর ছুটি

তানিম হক

২.৯

৭.৯

 

 

ক্যটাগরী-২ রচনা/চিঠি/গল্প এ সকল মনোনীত লেখকদের প্রাপ্ত মানের তালিকা

 

বিষয়

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

হাতেম আলীর জীবন

হরি দাস পাল

৫.৫

২.৪

৭.৯

নেকড়ে অরণ্যে

নাজনীন পলি

৩.৫

৮.৫

নীল খামের সেই চিঠি

এই মেঘ এই রুদ্দুর

১.৫

পুর্বে পুরস্কৃত

শিব প্রাত

শাহ আজিজ

৫.৫

২.৫

৮.০

আহা মরি কুহু কুহু যন্ত্রণা

চারু মান্নান

৪.৫

১.২

৫.৭

এক টুকরো ভুলের শেষে

টি আই সরকার তৌহিদ

৪.৫

১.২

৫.৭

বিমোহিত সরোবরে

সেলিনা ইসলাম

১.৩

পুর্বে পুরস্কৃত

আত্নদহন

মোকসেদুল ইসলাম

১.৩

৬.৩

তৃষিত হিয়া

নদী

৩.২

৯.২

রাস্তার সজীব জীবন

মেঘ আবির

১.০

৬.০

ফেয়ার ওয়েল

মোহাম্মদ অয়েজুল হক

৫.৫

১.০

৬.৫

ফেরা

আমির ইশতিয়াক

৫.৫

১.১

৬.১

 

ক্যটাগরী-২ বিবিধ এ মনোনীত সকল লেখকদের প্রাপ্ত মানের তালিকা

 

বিষয়

লেখক

বিচারক প্রদত্ত গড় মান

ভোটে প্রাপ্ত মান

মোট মান

বাংলা ডিকশনারী ঘাটাঘাটি করে কঠিন শব্দের মিশ্রন কতটা শ্রেয়

মৌনতা

৩.১

৮.১

ইচ্ছে পুরণের দিকে এক পা এগিয়ে

এটি নুর শেখ লিটা

৩.০

৮.০

যা দেখছি তারই কিছু অভিজ্ঞতা

দীপন্কর বেরা

১.১

৬.১

সৃজনশীল সাহিত্য চর্চায় ব্লগঃ বর্তমান প্রেক্ষাপট

সোহেল আহমদ পরাণ

২.৭

পুর্বে পুরস্কৃত

একুশে ফ্রেব্রুয়ারী

প্রলয় সাহা

২.০

৭.০

কদম রসুল দরগা ভ্রমন

এই মেঘ এই রুদ্দুর

১.৩

পুর্বে পুরস্কৃত

ডিম ভাজি

সাম্মুল ইসলাম সৈকত

১.০

৫.০

জাতীয় পরিচয় পত্রের জাতীয় বিড়ম্বনা

ডি এম এম শাকিল

১.১

৫.১

বাংলা সাহিত্য

প্রবীর কুমার শিকদার

২.৫

৭.৫

কাম্মীরী আপেল

কামাল উদ্দিন

১.২

পুর্বে পুরস্কৃত

পজেটিভ চিন্তার দ্বারা পজেটিভ রেজাল্ট হয়

মোঃ সারোয়ার হোসেন ভুইয়া

১.১

পুর্বে পুরস্কৃত

চুমু চুম্বন

রাজীব নুর খান

২.৪

৭.৪

অবগুন্ঠন ছায়াতলে

সেলিনা ইসলাম

১.৭

৬.৭

 

পরিশেষে বিজয়ী সহ সকল অংশগ্রহনকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিযোগিতার ঘোষনা অনুযায়ী আগামী ১লা এপ্রিল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানসুচী যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

 

৪ Likes ৩০ Comments ০ Share ৫৯৮ Views

Comments (30)

  • - প্রলয় সাহা

    দারুন লাগলো