Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজু মল্লিক

৮ বছর আগে

সাক্ষী জন্মান্তর

বটবৃক্ষ- ওহে পথিক ! একটু সবুর করো । জিড়িয়ে নাও আমার ছায়াতলে ।
পথিক- নাহ, পারবো জিড়োতে । আমার পথ যে অনেক বাকি ।
বটবৃক্ষ- বন্ধুবর , তোমার বয়স কত ?
পথিক- সাতাশ পেরিয়ে দু মাস এগার দিন ।
বটবৃক্ষ- সত্যি সাতাশ !! ভেবে বল যুবক ।
পথিক- পৃথিবীর আলোয় এসেছি সাতাশ বছর । আর জঠরে ছিলাম দশ মাস । সে হিসেবে পরিপূর্ণ আটাশ । আর দুএক দিনের হিসেব বাদই দিলাম ।
বটবৃক্ষ- দশ মাসের কথা তাহলে ভুলে গেলে কেন প্রথম ? বালক , কিসের এমন তাড়াহুড়ো ?

পথিক- সেই দশ মাস ছিল ঘৃণা , সেই দশ মাস ছিল পাপ । তারই প্রায়শ্চিত্ত করছি এতকাল এতদিন যাবত । দশ মাসের হিসেবতো রাখতে চাই না ।
বটবৃক্ষ- তাহলে কি তুমি অস্বীকার করবে ? যে ভ্রূণ থেকে তোমার সৃষ্টি, তোমার আদি জন্ম, তা গ্রহণ করবে না ?
পথিক- হাহাহা ! আদি জন্ম!! কোনটা !! ভ্রূণের আগের জন্মটা ভুলে গেলে ? কত বর্বর ! কত নিষ্ঠুর সেকাল ! বারংবার পুনর্জন্মের শেষ ধাপ এখন । জিড়োবার সময় যে নেই ।

বটবৃক্ষ- পথিক , তোমার পথ অনন্ত । তোমার ভ্রমন কখনোই শেষ হবে না , যেমন তোমার সৃষ্টি । তোমার বিবর্তন কখনোই ঘুচবে না ।
পথিক- পরপারের কথা বলছ ? সেতো আরেক পুনর্জন্ম ! সে হিসেব না হয় সেজনমে হবেক্ষন ।
বটবৃক্ষ- হুম ! চক্র মানতে চাইছো না ।
পথিক- কোন চক্র ? খুব ক্ষুদ্রচক্রে লক্ষকোটি শুক্রাণুর ভিড়ে ডিম্বাণুর সাথে আমার বন্ধন ? ভ্রূণ ? তারপর পাপ , তারপর ভূমিষ্ঠ , শিশুকাল-কৈশোর-যৌবন-বার্ধক্য-মৃত্যু ? তারপর পাপপুণ্যের হিসেব করে স্বর্গ-নরক ? কোন চক্র বলতে পারো ?

বটবৃক্ষ- হুম...

পথিক- চুপ কেন পরম বন্ধু ? তুমিতো সবকালের সাক্ষী । বলতে পারো , কোন চক্রে আমার কি অস্তিত্ব ছিল ? আমার কর্ম তবে কী ? বল ? কেবল অনুরণন আর অনুরণন ! তোমার উত্তরের অপেক্ষায় তবে আমার কোনো তাড়াহুড়ো নেই...

০ Likes ১ Comments ০ Share ৪১০ Views

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    অনেক শুভেচ্ছা মান্নান দা

    - মাসুম বাদল

    সালাম, বড়ভাই!!! emoticons