Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইসমাইল হোসেন

৯ বছর আগে

সর্দারজির কৌতুক

।।১।। মাঝরাতে সরদারজির ফোন এল ডাক্তারের কাছে।
সরদারজি: ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
ডাক্তার: উফ্, মাঝরাতে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করবেন না। ঘুমান।
একটু পর আবার সরদারজির ফোন।
সরদারজি: ডাক্তার সাহেব, অ্যাপেন্ডিক্সের ব্যথায় আমার স্ত্রী ঘুমাতে পারছে না।
ডাক্তার: আরে বোকা, গত বছর যখন ব্যথা হলো, আমি নিজে অপারেশন করে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স ফেলে দিয়েছি। একজন মানুষের দুটা অ্যাপেন্ডিক্স হয়, কখনো শুনিনি।
সরদারজি: কিন্তু একজন মানুষের দুটো স্ত্রীর কথা নিশ্চয় শুনেছেন।  

।।২।। ছুটি কাটাতে হ্রদের ধারে বেড়াতে গেছেন সরদারজি। হ্রদের টলমলে পানি দেখে খুব লোভ হচ্ছিল তাঁর, কিন্তু কুমিরের ভয়ে পানিতে নামতে পারছিলেন না। শেষে স্থানীয় এক লোক নিশ্চয়তা দিলেন, পানিতে কুমির নেই।
নিশ্চিন্তে হ্রদে সাঁতার কাটছিলেন সরদারজি। আরামে চোখ বুজে তিনি স্থানীয় লোকটিকে বললেন, ‘গত বছরও তো এই হ্রদে প্রচুর কুমির ছিল। তাড়ালেন কীভাবে?’
স্থানীয় লোকটি জবাব দিল, ‘আমরা তাড়াইনি। যা করার, হাঙরগুলোই করেছে!’  

।।৩।। সর্দারজি: দোকানদার ভাই, আপনার দোকানে ভালো সাবান আছে?

দোকানদার: অবশ্যই আছে।
সর্দারজি: ভালোমতো হাত পরিষ্কার হয় তো?
দোকানদার: অবশ্যই হয়।
সর্দারজি: জীবাণু থেকে যায় না তো?
দোকানদার: না।
সর্দারজি: ঠিক আছে। সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে এক কেজি আটা দিন।

০ Likes ১ Comments ০ Share ৫৬৫ Views