Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা আনজুম

৯ বছর আগে

সময়ের উপযোগী স্লিপার ঃ

পোশাকের সাথে সামঞ্জস্য রেখে এখন যে জুতো গুলো চলছে তা তে আরাম, দেখতেও ট্রেন্ডি। এই সময়ের স্লিপারগুলো আপনার স্টাইল স্টেটমেন্টে যোগ করতে পারে নতুন মাত্রা।

রোদ বৃষ্টির এই সময়ে পায়ের ত্বকের পাশাপাশি নজর রাখতে হয় জুতোর ধরনেও।সারাক্ষণ ফরমাল জুতো পড়ে থাকাটা পায়ের জন্য ভালো নয়। তাই বলে স্যান্ডেল পড়ে  বেরিয়ে যাওয়াও মানায় না। সেই ভাবনা থেকেই বাজার ছেয়ে গেছে ফ্যাশনেবলট্রেন্ডি সামার স্লিপারে।ফ্যাশনপ্রেমীদের কাছে এসব স্যান্ডেলের আবেদনপোশাকের চেয়ে কম নয়। সময়ের সঙ্গে বদলে গেছে এর ডিজাইনও। আজকালেরস্লিপারগুলো পতে যেমন স্বস্তির, তেমনি দেখতে আধুনিক।

চামড়া, বার্মিজ আরস্পঞ্জ, মূলত এই তিন ধরনের উপাদানে পাওয়া যাচ্ছেআধুনিক স্লিপার। চামড়া বারেকসিনের স্লিপারগুলো সবচেয়ে সুবিধাজনক। এটি পড়ে যে কোনো জায়গায় যেতেপারবেন। ক্লাস, ছোটখাটো উৎসব বা ভ্রমণেও উপযোগী।

রাফইউজের জন্যে বার্মিসের স্লিপার সবচেয়ে উপযোগী। গরমে যেমন দেবে পায়ের আরাম, অন্যদিকে ঝড়-বৃষ্টিতে দেবে স্বস্তি। ছেলেদের ফ্যাশনে বড়সড় জায়গা করে নিয়েছেবার্মিজ স্লিপার। মোবাইল প্যান্ট, গ্যাবার্ডিন বা ডি-জিন্সের সঙ্গেই বেশিমানায় এসব স্যান্ডেল। কিন্তু ফ্যাশনেবল হয়ে ওঠে হাফপ্যান্ট, থ্রি-কোয়ার্টারের সঙ্গে।

 

নক্ষত্র শপিং সাইট টি সাজানো হয়েছে নানা রঙের স্যান্ডেলে, এর মধ্য থেকে আপনিও বেছে নিতে পারেন পছন্দমতো ডিজাইনের স্যান্ডেল, যা আপনাকে এই গরমে দিতে পারে প্রশান্তির পাশাপাশি দারুণ একটা ফ্যাশনের আমেজ। এমনকি গরমের বাইরে ক্ষণিকের বৃষ্টিতেওরক্ষা পাবেন স্লিপারে।

ক্লিক করুন এখানে-http://www.nokkhotro.com/cloths/category/30
             http://www.nokkhotro.com/cloths/category/31

০ Likes ০ Comments ০ Share ৬৩৪ Views

Comments (0)

  • - শাহ আলম বাদশা

    হৃদয়ছোঁয়া কবিতা-খুব ভালোলাগলো ভাই  

    • - নাসির আহমেদ কাবুল

      আমার ভালো লাগলো। আপনি বলেছেন বলে। অনেক ধন্যবাদ।

    - মুন জারিন আলম

    তোমরা কেউ দেখোনি তাকে
    তার ঠিকানাও জানো না কেউ
    সে থাকে মধ্যরাতে মাতালের
    দ্বিধাকম্পিত বাক্যবাণে।emoticons 

     

    চমত্কার লাগল আপনার কবিতা কাবুল ভাই। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। 

    • - নাসির আহমেদ কাবুল

      শুৃভেচ্ছা তোমার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

    - পিয়ালী দত্ত

    খুব ভাল লাগল

    • - নাসির আহমেদ কাবুল

      ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

    Load more comments...