Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমকামিতাকে সমর্থন দিতে গিয়ে আসিফ মহিউদ্দিন

সমকামিতাকে সমর্থন দিতে গিয়ে আসিফ মহিউদ্দিন তার প্রোফাইলে কাবা ঘরের একটা ছবি দিয়েছে রংধনুর রং করে।
আচ্ছা এই লোকগুলো কেন এমন করে? জনপ্রিয়তা পাওয়ার জন্য? আমার তাই মনে হয়।
কিছু দিন আগে বলেছিলাম মুর্খতার সর্বনিম্ম স্তর হচ্ছে নিজের ধর্মকে ভুলে যাওয়া।
কথাটা এই ধরনের মানুষদের জন্যই বেশি প্রযোজ্য।
যাইহোক এই লোক এই ধরনের কাজ করে কি মজা পাইছে তা আমি জানিনা, তবে এটা জানি এই কাজ করাতে কাবার মান একটু কমেনি কিংবা ধর্মের গায়েও কোন আছ লাগে নি।
মানুষ এত বোকা না যে তার ফটোশপের কারসাজি বুঝতে পারবে না। আর ফটোশপে ত অনেক কিছুই করা যায়, তাকে কি আসল নকল হয়ে যায়।

যাইহোক কিছু সময় আগে একজনের লেখায় কমেন্টস করতে গিয়েই এই সম্পকে খোজ পাই। আর লেখাটা লিখার সময় অবাক হইলাম সেই ব্যক্তির কর্মকান্ড দেখে। পনের মিনিট আগেও তার আইডিতে এই ছবি দেখাচ্ছিল এখন আর নাই।

যাইহোক আমি কোন উগ্র ইসলামবিরোধীকে ফলো করি না। এদের ফলো করা, লাইক কমেন্টস করা তাদের সমর্থন করার নামান্তর।

গলায় পাড়া দিয়ে এদের সাথে ঝগড়া করার কোন ইচ্ছাও আমার নাই, এই ছবি দিয়েই সে কোন কিছু বুঝাতে পারবে না। বাঙালী এত বোকা না যে তার ছবি দেখেই উল্টাপাল্টা বুঝবে।

আমরা নিজেরাই পারি এদের ইগনোর করতে। একটা লোক পাগলের মত প্রলাব বকবে, বকতে দিন, আপনি শুধু শুনে যান যদি ভালো না লাগে কানে তোলা গুজে বসে থাকুন। একটা সময় পাগলের পাগলামী বাড়তে বাড়তে শেষ হয়ে যাবে। একটা সময় চুপ করে যাবে সে নিজে থেকেই।

অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। এই যুক্তি দেখাবে অনেকেই। কি করবেন?? ফেইজবুক আপনার আমার নিয়ন্ত্রনে চলে না। সুতরাং তাদের ইগনোর করেন তাহলেই হল।

কোন প্রয়োজন নেই এদের জ্ঞান দেওয়ার। মূর্খতার শেষ পর্যায়ে যে চলে যায় তাকে জ্ঞান দেওয়ার চেয়ে যার জ্ঞান সামান্য আছে তাদের জ্ঞান দিন কাজে আসবে।
এই সব মূর্খরা আপনার ‍যুক্তি কথা কোনটাই মানবে না আপনি যতই সঠিক যুক্তি দেন না কেন। মস্তিস্কের এক পাশে এটা দেওয়া আছে এদের, তোমার যুক্তির উপর কোন যুক্তি নাই, তাই তুমি করো যুক্তি মানবে না। এটা এদের মাথা থেকে বের করাও সম্ভব না সুতরাং এদের যুক্তি দিয়ে কোন লাভ হবে না।

আসিফ মহিউদ্দিন কে আমি চিনি না আর চিনতে ও চাই না, কোনদিন তার কোন লেখাও পড়া হয়নি। আজ একজন ম্যাসাজ করে বলছে ভাই একটু আইডিটা দেখেন।
দুভার্গ্যক্রমে আজ দেখে ফেললাম আর কিছু লেখাও পড়লাম। যা মনে হয়েছে লোকটা শুধু বড়ই হয়েছে কিন্তু গায়ের বিজলাটা কমেনি।

ফলোয়ার আর লাইক বেশি থাকলেই কথার জোর বেশি হয় না, কথার মাঝে কিছু থাকতে হয়।

১ Likes ০ Comments ০ Share ৪০৫ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    ভাল লাগল কবিতা

    - সুমন সাহা

    ভালো লাগলো লেখা প্রিয়।

    ভালো থাকবেন।

    - মামুন

    সদ্য ফোটা গোলাপের তুমি মধু হাসি
    সুখানুভূতির তুমি আনন্দ রাশিরাশি
    নির্ঝরের ছলোছলো ছন্দের তুমি গান
    তুমি বিধাতার সৌন্দর্যের অনবদ্য মান।emoticonsemoticons

    Load more comments...