Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শচীনের টেস্টে রোহিতের ঝলক

শচীন জ্বরে আক্রান্ত ইডেন টেস্টে লাইমলাইটে এসে অভিষিক্ত রোহিত শর্মা ক্রিকেট বিশ্বকে বার্তা দিয়েছেন তিনি আর হারিয়ে যেতে চান না। হারানোর কথা এল খেলোয়াড়টির নাম রোহিত বলেই। ইয়ান চ্যাপেল, রবি শাস্ত্রী প্রমুখ বিখ্যাত ক্রিকেট এক্সপার্টদের চোখে যে খেলোয়াড় সময়ের সবচেয়ে তরুণ প্রতিভাবান তাকে তার ১ম টেস্ট খেলার আগে সবচেয়ে বেশি ১০৮ টি ওয়ানডে ম্যাচ খেলতে হবে এমনটি কয়জনেই বা ভেবেছিল! এর পেছনে রোহিতের জাতীয় দলের হয়ে অধারাবাহিকতা, ফ্যাবুলাস ফোর (শচীন-সৌরভ-লক্ষ্মণ-দ্রাবিড়) ফ্যাক্টরের পাশাপাশি ভাগ্য দেবীর ষড়যন্ত্রও দায়ী। ২০১০ এ অভিষেকের পূর্ব লগ্নে তার ইনজুরিতে পড়ার পেছনে ভাগ্যদেবীই কলকাঠি নেড়েছেন! ওয়ানডে দলে ইন-আউটের সাথে নিয়মিত সখ্যতার পুরনো বন্ধনে বিচ্ছেদ ঘটিয়ে এ বছর দলে জায়গা প্রায় পাকাপোক্ত করে ফেলেছেন। অনেকেই মনে করেন আইপিএলে মুম্বাই ইণ্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্বই তাকে পরিণত করেছে, করেছে স্থিতধী ও দায়িত্বশীল। তবে আমার মতে,ব্যাটিং অর্ডার পরিবর্তনই তার ক্যারিয়ারের টার্ণিং পয়েন্ট। শচীনের ক্ষেত্রেও এমনটা ঘটেছিল যদিও শচীন কখনোই ওপেনিংয়ে আসার আগে রানখরায় ভুগেন নি ও ছন্দ হারান নি। তবে বড় ইনিংস যে খেলতে পারেন নি তা তো প্রমাণিত! অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুরন্ত খেলে টেস্টে জায়গা পাওয়া রোহিতের সাম্প্রতিক সাফল্যই রাহানেকে টপকে মূল একাদশে খেলার সুযোগ করে দিয়েছিল। তিনজন (ভারতের ২ জন, ওঃ ইণ্ডিজের ১ জন) অভিষিক্তের এই ম্যাচ ও চলমান সিরিজকে নিয়ে দর্শকদের আগ্রহ যতটা না তার চেয়েও বেশি শচীনকে ঘিরে। 'লিটল মাষ্টার' এর বিদায়ী সিরিজের রাজকীয় মঞ্চে অন্য কেউ আলোচনায় আসার কথাও নয়। তবুও চিরাচরিত নিয়মে রোহিতের অভিষেক হল। ম্যাচের ২য় দিনের সকালে সবাই শচীনের ব্যাটিং দেখার জন্য উদগ্রীব। 'নন্দনকানন' এ শচীনের জাদুকরি ব্যাটিং দেখার অপমৃত্যু ঘটে আম্পায়ার জং এর বিতর্কিত এলবিডব্লিউ এর সিদ্ধান্তে। প্যাভিলিয়নে ফেরার পথে শচীনকে দাঁড়িয়ে ইডেন শুভেচ্ছা জানানোর পরে নিরবতা নেমে আসে। স্কোরবোর্ডে ৮২/৪, শিলিংফোর্ডের সামনে অসহায় ভারতীয় ব্যাটসম্যানেরা। এমনই পরিস্থিতিতে করতালি ছাড়াই অভিষেক ইনিংস খেলতে নামেন রোহিত শর্মা। ৫ বল পরে ভারতের 'পোস্টার বয়' ও 'যুবরাজ' কোহলিও সাজঘরে। ধুঁকতে থাকা ভারতকে সেনাপতি ধোনির সাথে ৭৩ রানের জুটি গড়ে কিছুটা সামলে নেন পরিস্থিতি। ধোনির বিদায়ের পর টেস্টে ক্রমাগত ভারতের 'সোবার্স' হয়ে উঠা আশ্বিনকে নিয়ে যা করলেন তা সবার মুখে মুখে! এর আগেও ১৩ ভারতীয় অভিষেকেই শতরান করেছেন। তবে দলের এমন বিপর্যয়ে অভিষেকেই এমন ইনিংস কেউ খেলেন নি! বিতর্কিতভাবে এলবিডব্লিউ হওয়ার আগে তার করা ১৭৭ রানের ইনিংস আরেক অভিষিক্ত সামির ম্যাচে ৯ উইকেট লাভ ও আশ্বিনের দুরন্ত শতকের সাথে ম্যাচে ৫+ উইকেট লাভকে পেছনে ফেলে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার এনে দিল। ৩৭০ মিনিট উইকেটে থেকে ২৩ টি চার ও ১ ছয়ের ইনিংসটি ছিল দুর্দান্ত। দলের বিপদে খেলা ছাড়াও শিলিংফোর্ডের চতুর বোলিং সামলানোও কম কথা নয়! তবে তারচেয়ে বড় কথা হল কোন ঝুঁকির শট খেলেন নি। নিন্দুকেরা বলবেন ব্যাটসম্যানরা রান করবে রোহিত তাই করেছেন এ এমন কী! তাদের সমালোচনার পালে হাওয়া লাগাতে বলছি, ইডেনে প্রায় ৭০ গড়ে রান করা রাহুল ও 'প্রিন্স অব ক্যালকাটা' গাঙ্গুলি ম্যাচ চলাকালীন সময়ে বলেছিলেন ইডেনে ২য় দিন ও ৩য় দিন ব্যাট করা সহজ। এছাড়া, রোহিত একাধিকবার সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেন নি। তারপরও এটি চমতকার ইনিংস! যাদের মনে সন্দেহ আছে তারা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এ ইনিংসের পুরোটা/হাইলাইটস আবার দেখলেই সংশয় কেটে যাবে আমি নিশ্চিত। ইনিংসের স্কোর চার্ট দেখলে বুঝা যায় মাঠের চারপাশেই শটের ফুলঝুড়ি ছিটিয়েছেন রোহিত, গাভাস্কারের ভাষ্যমতে যা ইডেনের পুরোটা জুড়ে। চোখ ধাঁধানো টাইমিংয়ের এ ইনিংসে শতরান পূর্ণ করার পরে ড্যারেন সামির বলে মারা চারটি রোহিতের জাত চিনিয়ে দেয়। কভার ড্রাইভ, গ্লান্স ও পুলগুলো ছিল দেখার মত। টিভিতে খেলা দেখে মনে হচ্ছিল, এ যেন অন্য রোহিতকে দেখছি। কোন তাড়াহুড়া নেই, বিগশট, লফটেড শট খেলার প্রবণতা নেই, চেহারায় নেই অস্বস্তি, ব্যাটেও নেই জড়তা। শচীন উত্তর ভারতীয় দলের স্তম্ভ হতে প্রস্তুত রোহিত। শচীনের ম্যাচে নিজেকে আলোচনায় এনে এটি তারই জানান দেওয়া মাত্র!
১০ নভেম্বর, ২০১৩ ইং

০ Likes ১৭ Comments ০ Share ৬৯৭ Views

Comments (17)

  • - সনাতন পাঠক

    ধন্যবাদ আপনাকে। 

    আজ নুর হোসেনের আত্মার শান্তি কামনা করছি। 

    • - মনির হোসেন মমি(মা মাটি দেশ)

      খুব গুরুত্ত্বপূর্ণ পোষ্ট।ভালো লাগল।

    • Load more relies...
    - লুব্ধক রয়

        ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।

    • - নূর মোহাম্মদ নূরু

      ধন্যবাদ আপনাকেও স্বৈরাচার বিরোধী
      আন্দোলনের শহীদ নূর হোসেনের মৃত্যু
      দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য।
      ভালো থাকবেন

    - মাসুম বাদল

    শহীদ নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা 

    Load more comments...