Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে

লবঙ্গের যত গুণ


লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়নে ব্যবহার করেন। গরম মসলার মধ্যেও লবঙ্গ থাকে। তা রান্নার স্বাদ বাড়ায়। এছাড়া লবঙ্গের আরও বিশেষ কিছু গুণ আছে, যা আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ ফলদায়ী। চলুন সেগুলো জেনে নিই।    — লবঙ্গ কফ-কাশি দূর করে।  — পানির পিপাসা পেলে বা বুকে অস্বস্তি হলে লবঙ্গ খাওয়া দরকার। তাতে পিপাসা মেটে। শরীরে ফুর্তি নিয়ে আসে।  — হজমে লবঙ্গ সহায়তা করে।  — খিদে বাড়ায়।  — পেটের কৃমি নাশ করে দেয়।  — লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। — এটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কম করে।  — চন্দনের গুঁড়োর সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে যায়।  — দাঁতের ক্ষেত্রে লবঙ্গ ভীষণ ভালো ওষুধ। দাঁতে ব্যথা হলে লবঙ্গ মুখে রাখুন কমে যাবে।  — মুখে দুর্গন্ধ দূর করে লবঙ্গ।  — মুখে ছালা হলে পানের মতো পেয়ারা পাতা চিবিয়ে খান, ছালা কমে যাবে।
০ Likes ৩ Comments ০ Share ৪৪২ Views

Comments (3)

  • - রব্বানী চৌধুরী

    ভালো লাগলো কবিতার কথা, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। শারদীয় শুভ-শুভেচ্ছা রইলো। 

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ...আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা