Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

৮ বছর আগে

রাস্তার সজিব জীবন

এই ছেমরি এদিক আয় ৷ জ্বী ছার কন?কোন মালা কয় টাকা? ছার দুইরহমের মালা আছে দশ টাহা আর বিশ টাহা ৷কোনডা নেবেন? বিশ টাকার দুইটা মালা এিশ টাকা রাখ ৷আইচ্ছা ছার দেন ৷ ফুল নিয়েই গাড়িটা সো করে বেরিয়ে গেল আর একজোরা মন্ত্রমুগ্ধ চোখ হা করে তাকিয়ে থাকলো ৷ এিশ টাকা নিয়ে দৌরে গেল ছোট্ট ভাইটার দিকে একটা রুটি আর কলা নিয়ে ৷ ভাই তোর খিদা লাগছে? ছোট্ট ভাইটা হ্যা সূচক মাথা নারতেই কোলে তুলে নিলো মেয়েটি "দেখ তোর জন্য কি এনেছি ! আদরের ভাইকে খাওয়ানো শেষ করে আবার বেরিয়ে পরলো কাজে ৷ সন্ধা পর্যন্ত ফুল বিক্রি করতে তার এখন আর কষ্ট হয়না ৷আগে অবশ্য একটু খিদে লাগতো তবে না খেয়ে অভ্যেশ হয়ে গেছে ৷ এই এদিকে শোন ৷জ্বী আপা কন? এই তোর দিনে কত টাকা আয় করোছ? আফা দিনে দুইশো টাকাও হয় আবার বিশ টাকাও হয় ৷ তোর নাম কি? আফা শিউলি ৷ তোর পরালেখা করতে ইচ্ছা করে নাহ? যে আপা করে কিন্তুু টাকা কই পামু? ভাইডারে কে ডেকবো? চল আমার সাথে চল ৷কই যামু আফা? তোকে স্কুলে ভর্তি করবো ৷ আজ থেকে তুই আর তোর ভাই আমার বাসায় থাকবি ৷শিউলি আনন্দে আটখানা হয়ে গেল ৷এরপর থেকে ভালোই দিন যাচ্ছিল শিউলির ওখানে ৷হঠাৎ একদিন স্কুল থেকে এসে হঠাৎই টেবিল এক কোনে চোখ যায় ৷একটা নীল রং এর ছেরা ডাইরি৷ দেখে তার আফার ডায়েরি ৷ প্রথম পেজ খোলার পর দেখলো এতদিন যাকে আফা ডেকেছে তার নাম ত্বন্নি ৷খুব ছোটবেলায় বাবা মা হারিয়েছেন ৷ তারপর এক আত্বিয় ঢাকায় এনে ভিক্ষাবৃত্তি করানো দালাদের কাছে বিক্রি করেছিল ৷সুযোগ পেয়ে একদিন ওখান থেকে পালিয়ে গেছিল ৷ এরপর কাগজ সংগ্রহ করে, খাবার হোটেলে কাজ করে দুইবেলা দুমুঠো খাবার খেত ৷এমনও দিন গেছে যে সারাদিনে একটুও খাবার জুটেনি ৷তবে পরার অনেক ইচ্ছে ছিল ৷নৈশ স্কুলে কাজ শেষে পরতে যেত ৷ পরালেখার ইচ্ছা আর মেধা দেখে মেয়েটিকে সবাই সাহায্য করতো ৷ স্কুলেরই এককোনে থাকার ব্যবস্থা করে দিল স্কুল থেকে ৷ আর আজ সেই ত্বন্নি একজন সচিব ৷ এখনো সাদাসিধে পোশাক ৷হেটেই আসাযাওয়া করে অফিসে যদিও সরকারি গারি আছে ৷ শিউলি ডাইরিটা আর পরতে পারলো নাহ উই পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে ৷ যতটুকু পরেছে তাতে সে বুঝে গেছে ৷জীবন অনেক কঠিন ৷ রাস্তায় থাকা মানুষের জীবনও অনেক জীবন্ত ৷ শিউলি আর কোনদিন আর কাদেনি তার বেহাল দশার জন্য, কোনদিন গালিও দেয়নি বাবা মাকে ৷ সে বুঝে গেছে সব কিছুই নিজের কাছে ৷চেষ্টা থাকলে রাস্তায় থেকেও জীবনকে ভালো উচুতে নেওয়া যায় ৷
০ Likes ১ Comments ০ Share ৪১১ Views

Comments (1)

  • - গোখরা নাগ

    ভাললাগা জানালাম... !!!