Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাষ্ট্রের সংজ্ঞা পরিবর্তন করা উচিত

আমাদের এক চোখা নীতি আর সাম্রাজ্যবাদীরা  যেখানে শুকুন , কনডরের  মত অপেক্ষায় থাকে কখন একটি রাষ্ট্র আন্তঃ কোন্দলে  জর্জরিত হবে আর তাদেরকে  সহযোগিতার নামে সাদা কাগজে নাক সই , টিপ সই , মুখ সই , চোখ সই নিয়ে চরকার মত ঘুরা হবে । আবার মাঝে মাঝে নিজেদের শাহী কেদারায় বসে টিপ্পনী  কাটা   হবে আমরা আছি তোমাদের পাশে । শতশত বছর ধরে ইতিহাস হয়ে থাকবে অমুক দেশের অমুক পরিস্থিতির সময় তমুক দেশ পাশে ছিল (আসলে পাশে ছিল না পিছনে ছিল ) । যেখানে  সুযোগ বুঝে ইতিহাস আর সাদা কাগজের চুক্তি দেখিয়ে সব কিছু ছিনিয়ে নেওয়া হবে  সেখানে একটি রাষ্ট্র জন্ম নেওয়ার জন্য স্বাধীনতার স্বীকৃত থাকা উচিত নই । রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী যদি স্বাধীনতা , সার্বভৌম , জনগণ , সরকার  সব  কটি উপাদানের একটিও মাত্র  অনুপস্থিত থাকলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র বলা  যাবে না  তবে আমি সেই  সংজ্ঞা প্রত্যাখ্যান করলাম ।  আজকের বিশ্ব বাস্তবতার দিকে যদি চোখ বুলিয়ে দেখি প্যালেস্টাইনের মত একটি প্রাচীন  ইতিহাস মণ্ডিত  রাষ্ট্রের সরকার , জনগণ , ভূখণ্ড এবং সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও শুধুমাত্র স্বাধীনতার জন্য  ১৯৪৮ সাল থেকে আজ অবধি লড়াই করে যাচ্ছে । কত রক্ত আর কত প্রাণের বিনিময়ে এই সোনার হরিণ স্বাধীনতা অর্জন করা যাবে তা হামাস না জানলেও ঠিকই জানে ইসরাইল । কীভাবে যুদ্ধের সব নীতি ভঙ্গ করে একের পর যুদ্ধাপরাধ ঘটিয়ে রাতের আঁধারে কূটনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতার স্বীকারোক্তি আদায় করে নিতে হয় । যদি যুদ্ধের মাঠে শত্রুকে পরাস্ত করে দখলমুক্ত করার নাম স্বাধীনতা হত তাহলে প্যালেস্টাইন অনেক আগে স্বাধীনতা অর্জন করতে পারত । স্বাধীনতার জন্য উম্মাদ প্যালেস্টাইনদের উপর যদি হিংস্র ইসরাইলের বর্বর  হামলা বন্ধ না হয় তাহলে হয়ত ভূমধ্যসাগরের এই অঞ্চলটিতে আরো একটা "ডেড সী" তৈরি হবে ।    

০ Likes ৪ Comments ০ Share ৬৪০ Views

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    শুভ কামনা --------

    • - ইখতামিন

      অনেক ধন্যবাদ।

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর

    • - ইখতামিন

      অনেক ধন্যবাদ

    - মাইদুল আলম সিদ্দিকী

    সুন্দর! শুভকামনা রইল emoticons